বাইক রিভিউ কম্পিটিশন ২০২৩

বাইক রিভিউ করে জিতে নিন অসাধারণ গিফটস!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  1. যেকোনো ব্র্যান্ড ও মডেলের একটি বাইক নিয়ে রিভিউ ভিডিও করুন এবং আবশ্যকীয় (*) কিছু তথ্য সহ নিচের ফর্মের মাধ্যমে সাবমিট করুন। 
  2. ভিডিওর সর্বোচ্চ সময়সীমা – ২ মিনিট।
  3. ভিডিওটি ভালো রেজ্যুলেশনের হতে হবে। ন্যূনতম রেজ্যুলেশনঃ ১৯২০ x ১০৮০ পিক্সেল।
  4. ভিডিও পাঠানোর শেষ তারিখঃ ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)

শর্তাবলীঃ

  • একজন প্রতিযোগী কেবল একটি ভিডিও পাঠাতে পারবেন।
  • সাবমিট করা ভিডিওটি মৌলিক বা নতুন হতে হবে। এর কোনো অংশ পূর্বে প্রকাশিত হয়েছে এমন প্রমাণ পাওয়া গেলে অবিলম্বে সেটি অযোগ্য বলে বিবেচিত হবে।
  • বিজয়ী নির্ধারণে Bikroy-এর সিদ্ধান্তই চূড়ান্ত।
  • পুরস্কারপ্রাপ্ত উপহারসমূহ ফেরত, বিনিময় বা বদলিযোগ্য নয়।

[gravityform id=”1″ title=”false” description=”false” ajax=”true” tabindex=”49″ field_values=”check=First Choice,Second Choice”]