Ducati Multistrada V2 রিভিউ, দাম, ফিচার ও অন্যান্য
What's on the page
Ducati Multistrada V2 রিভিউ
Ducati Multistrada V2 একটি আধুনিক অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক যা দীর্ঘ যাত্রা ও বিভিন্ন রাইডিং কন্ডিশনে পারফরম্যান্স নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। Multistrada সিরিজের এই বাইকটি হালকা ওজন, উন্নত প্রযুক্তি এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতার জন্য বিশেষভাবে প্রশিদ্ধ। শহুরে রাস্তায় মসৃণ রাইডিংয়ের পাশাপাশি, বাইকটি হাইওয়ে ও অফ-রোডিং এর জন্যও সমান কার্যকর। Ducati Multistrada V2 রিভিউ অনুযায়ী, যারা লং-রাইডের ক্ষেত্রে ভালো একটা প্রিমিয়াম ফিচারস সম্পন্ন বাইক খুঁজছেন, তাদের জন্য এই বাইকটি বেষ্ট।
ইঞ্জিন ও ট্রান্সমিশন
Ducati Multistrada V2 রিভিউ অনুযায়ী বাইকটিতে ৯৩৭ সিসির Testastretta 11° ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৯০০০ আরপিএম- এ ১১২.৯৩ বিএইচপি সর্বোচ্চ শক্তি এবং ৬৭৫০ আরপিএম-এ ৯৪.০০ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনের কুলিং সিস্টেম এয়ার কুলড। এর কমপ্রেশন রেশিও হচ্ছে ১২.৬ঃ১। সাথে থাকছে ৬-স্পিড গিয়ার ট্রান্সমিশন ও কিক স্টার্ট। বাইকটির ইঞ্জিন দুই সিলিন্ডার বিশিষ্ট।
মোটরসাইকেলটির টপ স্পিড প্রায় ১৮২ কিমি/ঘন্টা। ডুকাতি মাল্টিস্ট্রেডা ভি২ দাম বিবেচনায় বাইকটির টপ স্পিড বেশ ভালো বলা যায়। ডুকাতি মাল্টিস্ট্রেডা ভি২ রিভিউ অনুযায়ী বাইকটি থেকে ১৭ কিলোমিটার/লিটার মাইলেজ পাওয়া যায়। ডুকাতি মাল্টিস্ট্রেডা ভি২ দাম বিবেচনায় বাইকটি থেকে পাওয়া মাইলেজ সন্তোষজনক নয়, বাইকাররা আরও বেশি মাইলেজ পাবে বলে আশা করেছিলো। বাইকটিতে ক্লাচ হিসেবে Manual Wet Multiplate Clutch সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা বাইকটিকে অনেকটাই রাইডার-ফ্রেন্ডলি করেছে।
বডি ডিজাইন
ডুকাতি মাল্টিস্ট্রেডা ভি২ ফিচার–এর মধ্যে বাইকটির বডি ডিজাইনের ক্ষেত্রে, এর দৈর্ঘ্য, প্রস্থ, এবং উচ্চতা বাইকটির সাথে মানানসই করে দেওয়া হয়েছে। বাইকটিতে আছে ১৫৯৪ মিমি হুইলবেস, যা অমসৃণ রাস্তায় ও কর্ণার্রিং-এর সময় বাইকটিকে স্ট্যাবল রাখে। বাইকটির ওজন প্রায় ২২২ কেজি, ওজনে তেমন ভারী না হওয়ায়, হ্যান্ডেলিং-এ তেমন সমস্যা হয় না। বাইকটির সিটের উচ্চতা প্রায় ৮৩০ মিমি ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২২০ মিমি।
বাইকটিতে ২০-লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক লাগানো হয়েছে, Ducati Multistrada V2 রিভিউ অনুযায়ী বাইকটির ফুয়েল ক্যাপাসিটি মাল্টিস্ট্রেডা সিরিজের বাকি বাইকগুলোর মতোই। বাইকটির ফুয়েল সাপ্লাই হিসেবে Fuel Injection System ব্যবহার করা হয়েছে। বাইকটির ড্রাইভ টাইপ হলো চেইন ড্রাইভ।
ব্রেক ও সাসপেনশন
ডুকাতি মাল্টিস্ট্রেডা ভি২ রিভিউ অনুযায়ী বাইকটির সামনে ও পিছনে মডার্ন সাসপেনশন যুক্ত করা হয়েছে। সামনে Fully Adjustable 48 Mm Fork, 170 Mm Travel Suspension যুক্ত করা হয়েছে এবং পিছনে রয়েছে Fully Adjustable Shock Absorber, 170 Mm Travel Suspension।
বাইকটির সামনে ৩২০ মিমি সিঙ্গেল ডিস্ক ও পিছনে ২৬৫ মিমি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সিস্টেম হিসেবে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রাখা হয়েছে। বাইকটির চ্যাসিস টাইপ হলো Tubular Sterell Treltis Frame।
টায়ার ও হুইল
Ducati Multistrada V2 রিভিউ থেকে জানা যায়, চাকায় টিউবলেস-টাইপ টায়ার ও হুইল টাইপ হিসেবে অ্যালয় হুইল লাগানো আছে। বাইকটির সামনের চাকায় ১২০/৭০-জেডআর১৯ এবং পিছনের চাকায় ১৭০/৬০-জেডআর১৭ দুইটি ভালো সাইজের টায়ার রয়েছে।
ইলেক্ট্রিক ফিচার
ডুকাতি মাল্টিস্ট্রেডা ভি২ রিভিউ একটা অ্যাডভেঞ্চার টাইপ বাইক। এছাড়াও ডুকাতি মাল্টিস্ট্রেডা ভি২ ফিচার-গুলোর মাঝে আরও রয়েছে পাইপ হ্যান্ডেল বার ও পেসেঞ্জার গ্র্যাব রেইল। ডুকাতি মাল্টিস্ট্রেডা ভি২ দাম-এর সাথে মিল রেখে বাইকটির স্পিডোমিটার, ওডোমিটার ও আরপিএম মিটার ডিজিটাল রাখা হয়েছে। এছাড়াও হেডলাইট, টেইললাইট ও ইন্ডিকেটর ৩টির ক্ষেত্রেও এলইডি লাইট ব্যবহার করা হয়েছে।
Ducati Multistrada V2 রিভিউ অনুযায়ী ইন্সট্রুমেন্ট প্যানেল এবং ইলেক্ট্রিক ফিচা্রে আধুনিক টেকনোলজি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। বাইকটিতে ভালো মানের ব্যাটারি দেওয়া আছে। Ducati Multistrada V2 রিভিউ থেকে জানা যায়, বাইকটির সিট টাইপ স্প্লিট সিট।
এছাড়াও বাইকটিতে আধুনিক ফিচারস হিসেবে আরও আছেঃ
- Ducati Handlebar
- Ducati Cornering Lights System
- Ducati Multimedia System
- Hands Free System
- Ducati Brake Light
- Vehicle Hold Control (VHC)
- Ducati Shyhook Suspension System
পরিশেষে
Ducati Multistrada V2 একটি আধুনিক, শক্তিশালী ও আরামদায়ক অ্যাডভেঞ্চার বাইক, যা দৈনন্দিন বেবহারের পাশাপাশি দীর্ঘ অ্যাডভেঞ্চার ট্যুরের জন্য উপযুক্ত। এর হালকা ওজন, উন্নত টেকনোলজি, এবং শক্তিশালী পারফরম্যান্স একে একটি প্রিমিয়াম বাইকে পরিণত করেছে। সেরা অ্যাডভেঞ্চার বাইকের রিভিউ দেখতে ভিজিট করুন – অ্যাডভেঞ্চার বাইক রিভিউ।
সুবিধা
- শক্তিশালী ইঞ্জিন পারফরম্যান্স
- সেইফটি ফিচারস
- আধুনিক প্রযুক্তি
- আরামদায়ক রাইডিং
- হালকা ওজন
- এবিএস ব্রেকিং সিস্টেম
- আপডেটেড সাসপেনশন
- ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি
অসুবিধা
- কিক স্টার্ট
- উচ্চ মূল্য
- সম্পূর্ণ অফ-রোড সক্ষমতা নেই
- ওজনে হালকা, তবুও নতুন রাইডারদের জন্য ভারী মনে হতে পারে
- শর্ট রাইডারদের জন্য উপযুক্ত নয়
- রক্ষনাবেক্ষণ খরচ বেশি
Ducati Multistrada V2 Review
Ducati Multistrada V2, modern adventure touring bike that is designed to ensure long journeys and performance in various riding conditions. This bike from Multistrada series is specially known for light weight, advanced technology and comfortable riding experience. Apart from smooth riding on urban roads, the bike is equally effective for highways and off-roading.
Engine and transmission
A 937 cc Testastretta 11° engine is used, which can produce 112.93 bhp of maximum power at 9000 rpm and 94.00 Nm of maximum torque at 6750 rpm. The engine cooling system is air-cooled. Its compression ratio is 12.6:1. Along with 6-speed gear transmission and kick start. The top speed of the motorcycle is around 182 km/h. The bike gets a mileage of 17 km/liter.
Body design
The bike’s body design, its length, width, and height are tailored to fit the bike. The bike has a 1594 mm wheelbase, which keeps the bike stable on uneven roads and during cornering. The weight of the bike is around 222 kg. The seat height of the bike is about 830 mm, and ground clearance is 220 mm. The bike has a 20-liter capacity of fuel.
Brakes and suspension
A fully adjustable 48-mm fork with 170-mm travel suspension is added at the front, and a fully shock absorber with 170-mm travel suspension is added at the rear. The bike has a 320 mm single disc at the front, and a 265 mm disc brake has been used at the rear. A dual-channel ABS braking system is used.
Tires and wheels
The wheels are fitted with tubeless-type tires and alloy wheels as the wheel type. 120/70-ZR19 on the front wheel and 170/60-ZR17 on the rear wheel.
Electric features
Ducati Multistrada V2 features include pipe handle bars and passenger grab rails. The speedometer, odometer, and rpm meter have been kept digital. LED lights have also been used for the headlights, taillights, and indicators. Good quality on the bike battery is given.
Also, the bike has more modern features like:
- Ducati Handlebar C
- Ducati Cornering Lights System
- Ducati Multimedia System
- Hands-Free System
- Ducati Brake Light
- Vehicle Hold Control (VHC)
- Ducati Shyhook suspension system
Finally
The Ducati Multistrada 950 is a modern, powerful, and comfortable adventure bike suitable for daily use as well as long adventure tours. Its lightweight, advanced technology and strong performance make it a premium bike.
Advantages
- Powerful engine performance
- Safety features
- Modern technology
- Comfortable riding
- Light weight
- ABS braking system
- Updated suspension
- Fuel tank capacity
Disadvantages
- Kick start
- High price
- Lacks full off-road capability
- Light in weight, yet may feel heavy for new riders
- Not suitable for short riders
- High maintenance cost
Ducati Multistrada V2 Images
Ducati Multistrada V2 Video Review
06 Oct, 2024 - ওজনে হালকা, আধুনিক টেকনোলজি, এবং আরামদায়ক রাইডিং-এর জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ডুকাতির “মাল্টিস্ট্রেডা ভি২”, যা লং-রাইডের ক্ষেত্রে একটি আদর্শ ট্যুরিং বাইক।
Ducati Multistrada V2 রিভিউ নিয়ে সচরাচর কিছু প্রশ্ন
ডুকাতি মাল্টিস্ট্রেডা ভি২ - কেমন পারফর্ম করে?
বাইকটিতে ৯৩৭ সিসির Testastretta 11° ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ১১২.৯৩ বিএইচপি সর্বোচ্চ শক্তি এবং ৯৪.০০ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। শহুরে রাস্তায় মসৃণ রাইডিংয়ের পাশাপাশি, বাইকটি হাইওয়ে ও অফ-রোডিং এও দারুণ পারফর্ম করে।
ডুকাতি মাল্টিস্ট্রেডা ভি২ - এর প্রধাণ ফিচারসগুলো কি কি?
বাইকটির প্রধাণ ফিচারগুলোর মধ্যে রয়েছে ৪-টি রাইডিং মোড (Urban, Touring, Sport, Enduro), কর্নারিং এবিএস, ট্যাকশন কন্ট্রোল, উন্নত সাসপেনশন এবং হালকা ওজন। এছাড়াও এটি লং-রাইডিং-এ আরামদায়ক রাইডিং পজিশন নিশ্চিত করে।
ডুকাতি মাল্টিস্ট্রেডা ভি২ - কি লং-রাইডিং-এর ক্ষেত্রে উপযুক্ত?
হ্যাঁ, বাইকটি লং-রাইডিং এর ক্ষেত্রে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এর উন্নত সাসপেনশন, ভালো ফুয়েল ক্যাপাসিটি, ও আরামদায়ক রাইডিং পজিশন দীর্ঘ রাইডে ক্লান্তি কমায় এবং মনোরম রাইডিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করে।
ডুকাতি মাল্টিস্ট্রেডা ভি২ - এর দাম কত?
আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় $১৫০০০ থেকে শুরু হয়। বাংলাদেশে এর আনুমানিক মূল্য প্রায় ২০-২৫ লক্ষ টাকার মধ্যে হতে পারে, যা শুল্ক ও করের উপর নির্ভর করে।
ডুকাতি মাল্টিস্ট্রেডা ভি২ - এর ব্রেকিং সিস্টেম ও সাসপেনশন সিস্টেম কি?
বাইকটির সামনে Fully Adjustable 48 Mm Fork, 170 Mm Travel Suspension যুক্ত করা হয়েছে এবং পিছনে রয়েছে Fully Adjustable Shock Absorber, 170 Mm Travel Suspension। বাইকটির সামনে ৩২০ মিমি সিঙ্গেল ডিস্ক ও পিছনে ২৬৫ মিমি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সিস্টেম হিসেবে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রাখা হয়েছে।
Ducati Multistrada V2 Specifications
Model name | Ducati Multistrada V2 |
Type of bike | Touring |
Type of engine | Testastretta 11° |
Engine power (cc) | 999.9cc |
Engine cooling | Air Cooled |
Max. Horse power | 112.93 Bhp @ 9000 RPM |
Max torque | 94 NM @ 6750 RPM |
Start method | Kick |
Number of gears | 6 |
Mileage | 17 Kmpl, (Approx) |
Top speed | 182 Kmph, (Approx) |
Front suspension | Fully adjustable 48 mm fork, 170 mm travel |
Rear suspension | Fully adjustable shock absorber, 170 mm travel |
Front brake type | Single Disc |
Front brake diameter | 320 mm |
Rear brake type | Disc Brake |
Rear brake diameter | 265 mm |
Braking system | Dual Channel ABS |
Front tire size | 120/70 ZR19 |
Rear tire size | 170/60 ZR17 |
Tire type | tubeless |
Overall length | N/A |
Overall height | N/A |
Overall weight | 222 kg |
Wheelbase | 1594 mm |
Overall width | N/A |
Ground clearance | 220 mm |
Fuel tank capacity | 20 L |
Seat height | 830 Mm |
Head light | n/a |
Indicators | led |
Tail light | led |
Speedometer | Digital |
RPM meter | Digital |
Odometer | digital |
Seat type | Split-Seat |
Engine kill switch | yes |
Body colors | N/A |
Distributor/dealer | N/A |
Features | Double Disc, ABS, Navigation, Kick Start Only |