Harley Davidson Road King রিভিউ, দাম, ফিচার ও অন্যান্য
What's on the page
Harley Davidson Road King রিভিউ
“হার্লে ডেভিডসন রোড কিং” এমন একটি বাইক, যে বাইকটিকে আপনি ৮/১০টা সাধারণ বাইকের সাথে কোনোভাবেই তুলনা করতে পারবেন না। বাইকটির বাহিরের দিকটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমন মনঃমুগ্ধকর এর ভেতরের ফিচারগুলোও। ক্রুইজার বাইক হিসেবে হাই-সিসির বাইকগুলোর মধ্যে “হার্লে ডেভিডসন রোড কিং” বাইকটির জনপ্রিয়তা অনেক বেশি। Harley Davidson Road king রিভিউ থেকে জানা যায়, বাইকটির পাওয়ারফুল ইঞ্জিন ও ফুয়েল ক্যাপাসিটি-ই বাইকটিকে করেছে অনন্য ও অসাধারণ।
ইঞ্জিন ও ট্রান্সমিশন
Harley Davidson Road king রিভিউ অনুযায়ী বাইকটিতে ১৭৪৫ সিসি, ডাবল সিলিন্ডার, ৮-ভাল্ব বিশিষ্ট, Milwaukee-Eight 107, এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৫০২০ আরপিএম- এ ৮৩.০৫ বিএইচপি সর্বোচ্চ শক্তি এবং ৩২৫০ আরপিএম-এ ১৪৭.০০ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনের পাওয়ার ও টর্ক-ই প্রমাণ করে কোম্পানি বাইকটির ইঞ্জিনের ক্ষমতার ক্ষেত্রে কোনো ছাড় দেয় নি। এই ইঞ্জিনের বোর ও স্ট্রোক হচ্ছে যথাক্রমে ১০০ মিমি ও ১১১.১ মিমি এবং কমপ্রেশন রেশিও হচ্ছে ১০.০ঃ১। সাথে থাকছে ৬-স্পিড গিয়ার ট্রান্সমিশন।
মোটরসাইকেলটির টপ স্পিড প্রায় ১৫০ কিমি/ঘন্টা। Harley Davidson Road king রিভিউ অনুযায়ী হার্লে ডেভিডসন রোড কিং দাম বিবেচনায় ক্রুজার টাইপ বাইক হিসেবে এর টপ স্পিড আরও ভালো হওয়াই কাম্য ছিলো। হার্লে ডেভিডসন রোড কিং রিভিউ অনুযায়ী বাইকটি প্রতি লিটার জ্বালানিতে এটি ১৭ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম, এই মাইলেজ নিয়ে বাইকাররা সবচেয়ে বেশি অসন্তুষ্ট। “যত বেশি সিসি, তত কম মাইলেজ” – তিক্ত ব্যাপারটা এই বাইকের ক্ষেত্রে ঘটে গেলো। বাইকটি্র ট্রান্সমিশন টাইপ ম্যানুয়াল রাখা হয়েছে। বাইকটির স্টার্টিং মেথড হিসেবে ইলেক্ট্রিক স্টার্টিং দেওয়া আছে।
বডি ডিজাইন
হার্লে ডেভিডসন রোড কিং ফিচার–এর মধ্যে বাইকটির বডি ডিজাইন আপনার চোখ জুড়িয়ে দেবে। বাইকটির দৈর্ঘ্য ২৪৫০ মিমি, প্রস্থ ও উচ্চতাও মানানসই। বাইকটির হুইলবেস ১৬২৫ মিমি, বাইকটিকে আঁকাবাঁকা রাস্তায়ও খুব ভালোভাবেই স্ট্যাবল রাখে। বাইকটির ওজন প্রায় ৩৭৫ কেজি, ওজনে ভালোই ভারী, দক্ষ বাইকার না হলে কন্ট্রোলিং বেশ কষ্টদায়ক হবে। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৩৫ মিমি ও এর সিটের উচ্চতা প্রায় ৭০৫ মিমি। বাইকটিতে ২২.৭-লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক লাগানো হয়েছে, Harley Davidson Road king রিভিউ অনুযায়ী বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি-ই এর মূল আকর্ষণ বলা যায়। এই ক্যাপাসিটি দিয়ে অনায়াসেই অনেক্ষন বাইক রাইড করা যাবে নিশ্চিন্তে। ফুয়েল সাপ্লাই হিসেবে আছে ফুয়েল ইনজেকশন সাপ্লাই সিস্টেম ও বাইকটির ড্রাইভ টাইপ হলো চেইন ড্রাইভ।
ব্রেক ও সাসপেনশন
হার্লে ডেভিডসন রোড কিং রিভিউ অনুযায়ী বাইকটিতে উন্নত সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়েছে। সামনে ৪৯ মিমি Dual Bending Valve যুক্ত করা হয়েছে এবং পিছনে রয়েছে Premium Standard Height Hand-Adjustable সাসপেনশন। বাইকটির সামনে সিঙ্গেল ডিস্ক ব্রেক ও পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছ। বাইকটিতে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং দেওয়া আছে।
টায়ার ও হুইল
Harley Davidson Road king রিভিউ থেকে জানা যায়, চাকায় Tubeless টায়ার ও হুইল টাইপ হিসেবে Cast Aluminium হুইল লাগানো আছে। বাইকটির সামনে ১৩০/৭০-বি১৮ ও পিছনে ১৮০/৬৫-বি১৮ সাইজের দুইটি টায়ার লাগানো আছে। হার্লে ডেভিডসন রোড কিং দাম ও সাইজ অনুযায়ী, টায়ারগুলো বেশ ভালো বলা যায়।
ইলেক্ট্রিক ফিচার
হার্লে ডেভিডসন রোড কিং রিভিউ একটা ক্রুজার টাইপ বাইক। এছাড়াও হার্লে ডেভিডসন রোড কিং ফিচার-গুলোর মাঝে আরও রয়েছে পাইপ হ্যান্ডেল বার। হার্লে ডেভিডসন রোড কিং দাম-এর সাথে মিল রেখে বাইকটির ওডোমিটার ও আরপিএম মিটার ডিজিটাল রাখা হয়েছে, তবে বাইকটির স্পিডোমিটারে অ্যানালগ মিটার দেওয়া আছে। এছাড়াও হেডলাইট হিসেবে হ্যালোজেন লাইট এবং টেইললাইট ও ইন্ডিকেটরে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। Harley Davidson Road king রিভিউ অনুযায়ী ইন্সট্রুমেন্ট প্যানেল এবং ইলেক্ট্রিক ফিচার নিয়ে বাইকারদের প্রত্যাশা আরও বেশি ছিলো। Harley Davidson Road king রিভিউ থেকে জানা যায়, বাইকটির সিট টাইপ স্প্লিট সিট। এছাড়াও বাইকটিতে ইলেক্ট্রোনিক লিংকড ব্রেকিং ফিচারও দেওয়া আছে।
পরিশেষে
Harley Davidson Road king – মোটরসাইকেলটির বেশ কিছু ভালো ফিচারসের কারণে বাইকটি বাইকারদের কাছে অনেক বেশি পছন্দনীয়। যারা আন্তর্জাতিক প্রাঙ্গণে রেসিং করেন তারা এই বাইক চালিয়ে বেশ আনন্দ পাবেন বলে আমরা আশাবাদী।
ক্রুইজার অন্যান্য বাইকের রিভিউ দেখতে ভিজিট করুন – ক্রুইজার বাইক রিভিউ।
Bikroy এর বিগত ৩ মাসের লিস্টিং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবহৃত used Other Model 2023 এর দাম BDT 59,316.
সুবিধা
- বাইকটির ডিজাইন খুবই আকর্ষণীয়
- ইলেক্ট্রোনিক লিংকড ব্রেকিং ফিচার
- আরামদায়ক রাইডিং
- পাওয়ারফুল ইঞ্জিন
- ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি
- টায়ার সাইজ
- আপডেটেড ব্রেক ও সাসপেনশন
- ইলেক্ট্রিক ফিচার
- এবিএস ব্রেকিং সিস্টেম
অসুবিধা
- ওজনে ভারী
- টপ স্পিড
- মাইলেজ খুবই কম
- স্পিডোমিটার অ্যানালগ
- হ্যালোজেন হেডলাইট
- শর্ট রাইডারদের জন্য উপযুক্ত নয়
- নিত্যদিনের ব্যবহারের জন্য নয়
Harley Davidson Road King Review
“Harley Davidson Road King” is a bike that you cannot compare with 8/10 ordinary bikes. The exterior of the bike is as attractive as its interior features. “Harley Davidson Road King” bike is very popular among high-cc bikes as a cruiser bike.
Engine and transmission
The bike is powered by a 1745 cc, double-cylinder, 8-valve Milwaukee-Eight 107 air-cooled engine that produces a maximum power of 83.05 bhp at 5020 rpm and a maximum torque of 147.00 rpm at 3250 rpm. The bore and stroke of this engine are 100 mm and 111.1 mm respectively and the compression ratio is 10.0:1. Along with 6-speed gear transmission. The top speed of the motorcycle is about 150 km/h. The bike can cover 17 km per liter of fuel.
Body design
The length of the bike is 2450 mm; the width and height are also suitable. The wheelbase of the bike is 1625 mm. The weight of the bike is about 375 kg. The ground clearance of the bike is 135 mm and its seat height is about 705 mm. The bike has a 22.7-litre fuel capacity.
Brakes and suspension
49-mm dual-bending Bending Valves have been added at the front and Premium Standard Height Hand-Adjustable suspension is at the rear. The bike uses a single disc brake at the front and a disc brake at the rear. The bike has dual-channel ABS braking.
Tires and wheels
It is known that the wheels are fitted with tubeless tires and cast aluminum wheels as wheel type. The bike has 130/70-B18 front and 180/65-B18 rear tires.
Electric features
Harley-Davidson Road King Features include pipe handlebars. The odometer and rpm meter have been kept digital; however, for the speedometer of the bike, analog meters are provided. Halogen lights are also used in the headlights, and LED lights are used in the taillights and indicators. The bike seat type is split-seat. The bike also has an electronically linked braking feature.
Finally
Harley Davidson Road King: Due to several good features of the motorcycle, the bike is much preferred by bikers. We hope that those who race in the international arena will enjoy riding this bike.
As per the Bikroy's 3 months price data, the avg. price of used Other Model 2023 is BDT 59,316.
Advantages
- The design of the bike is very attractive
- Electronic linked braking feature
- Comfortable riding
- Powerful engine
- Fuel tank capacity
- Tire size
- Updated brakes and suspension
- Electric features
- ABS braking system
Disadvantages
- Heavy in weight
- Top speed
- Mileage is very low
- Speedometer analog
- Halogen headlights
- Not suitable for short riders
- Not for daily use
Harley Davidson Road King Images
Harley Davidson Road King Video Review
18 Aug, 2024 - হাই-সিসি মোটরসাইকেলের মধ্যে যেসব মোটরসাইকেল রাইডারের আরামদায়ক রাইডিং এক্সপেরিয়েন্সকে গুরুত্বের সাথে দেখে, “হার্লে ডেভিডসন রোড কিং” বাইকটি সেগুলোর মধ্যে অন্যতম।
Harley Davidson Road king নিয়ে সচরাচর কিছু প্রশ্ন
হার্লে ডেভিডসন রোড কিং - এর টপ স্পিড কত?
প্রায় ১৫০ কিমি/ঘন্টা।
হার্লে ডেভিডসন রোড কিং - কোন ধরণের বাইক?
ক্রুইজার বাইক।
হার্লে ডেভিডসন রোড কিং - বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত?
বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ২২.৭-লিটার।
হার্লে ডেভিডসন রোড কিং - এ কোন ধরণের কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে?
এয়ার কুলড।
হার্লে ডেভিডসন রোড কিং - এর ব্রেকিং সিস্টেম কি?
বাইকটির সামনে সিঙ্গেল ডিস্ক ব্রেক ও পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছ। বাইকটিতে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং দেওয়া আছে।
Harley Davidson Road King Specifications
Model name | Harley Davidson Road King |
Type of bike | Cruiser |
Type of engine | Milwaukee-Eight 107 |
Engine power (cc) | 999.9cc |
Engine cooling | Air Cooled |
Max. Horse power | 83.05 Bhp @ 5020 RPM |
Max torque | 147 NM @ 3250 RPM |
Start method | Electric |
Number of gears | 6 |
Mileage | 17 Kmpl, (Approx) |
Top speed | 150 Kmph, (Approx) |
Front suspension | 49 mm Dual Bending Valve |
Rear suspension | Premium standard height hand-adjustable rear suspension |
Front brake type | Single Disc |
Front brake diameter | N/A |
Rear brake type | Disc Brake |
Rear brake diameter | N/A |
Braking system | Dual Channel ABS |
Front tire size | 130/70-B18 |
Rear tire size | 180/65-B18 |
Tire type | tubeless |
Overall length | 2450 mm |
Overall height | N/A |
Overall weight | 375 kg |
Wheelbase | 1625 mm |
Overall width | N/A |
Ground clearance | 135 mm |
Fuel tank capacity | 22.7 L |
Seat height | 705 Mm |
Head light | n/a |
Indicators | led |
Tail light | led |
Speedometer | Analog |
RPM meter | Digital |
Odometer | digital |
Seat type | Split-Seat |
Engine kill switch | Inf |
Body colors | N/A |
Distributor/dealer | N/A |
Features | ABS, Double Disc |