Honda X-Blade 160 Single Disc রিভিউ, দাম ও ফিচারসমূহ
What's on the page
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড সম্প্রতি তাদের নতুন এক্স-ব্লেড স্পোর্টস কমিটার বাইক লঞ্চ করেছে। প্রযুক্তির দিক থেকে প্রায় সমস্ত হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক ফিচারই মিলে গেছে হোন্ডা সিবি হর্নেট ১৬০আর বাইকটির সাথে। তবে এই স্টাইলিং এবং অন্যান্য রাইডিং সুবিধায় এসেছে নতুনত্ব। কেননা হোন্ডার অন্যতম সেরা আরামদায়ক বাইক হিসেবে বাজারে এসেছে নতুন হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক রিভিউ।
Honda X-Blade 160 single Disc রিভিউ অনুযায়ী বেশিরভাগ ডিজিটাল ফিচারের পাশাপাশি এই বাইকটির বিশেষত্ব হচ্ছে এর আকর্ষণীয় এবং অ্যাগ্রেসিভ আউটলুক। বর্তমানে বাংলাদেশে ১৬০ সিসির বাইকের চাহিদা বাড়ছে। তাই এক্স-ব্লেড রিলিজ দেয়ার সাথে সাথে দেশে এর প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও বেড়ে গেছে। চলুন দেখে নেয়া যাক লেটেস্ট ভার্সনের হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক দাম আর কী আছে এই তুমুল আলোচিত বাইকটিতে।
Honda X-Blade 160 Single Disc রিভিউ – বিভিন্ন ফিচারের বিবরণ
হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক রিভিউ-মূল বৈশিষ্ট্য
বাইকের নাম | হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক |
বাইকের ধরণ | স্ট্যান্ডার্ড |
ইঞ্জিন ক্ষমতা (সিসি) | ১৬০ |
ইঞ্জিনের ধরণ | ৪ স্ট্রোক, এসআই, সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন |
ব্রেকিং | সিঙ্গেল পেটাল ডিস্ক ও ড্রাম ব্রেক |
এবিএস | নেই |
সর্বোচ্চ শক্তি (হর্স পাওয়ার) | ১৩.৯ বিএইচপি @ ৮৫০০ আরপিএম |
সর্বোচ্চ শক্তি (টর্ক) | ১৩.৯ এনএম @ ৬০০০ আরপিএম |
মাইলেজ | ৪৫ কিলোমিটার/লিটার (আনুমানিক) |
টপ স্পিড | ১১০ কিলোমিটার/ঘন্টা (আনুমানিক) |
স্টার্ট | ইলেকট্রিক ও কিক |
ইগনিশন | আইডিআই ইগনিশন |
গিয়ারের সংখ্যা | ৫ |
ক্লাচ টাইপ | ওয়েট মাল্টিপ্লেট |
সাসপেনশন (সামনে) | টেলিস্কপিক অয়েল ড্যাম্পড ফোর্কস |
সাসপেনশন (পেছনে) | মনোশক |
টায়ারের ধরণ | টিউবলেস |
সামনের টায়ারের সাইজ | ৮০/১০০-১৭ |
পিছনের টায়ারের সাইজ | ১৩০/৭০-১৭ |
জ্বালানি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা | ১২ লিটার |
ইঞ্জিন কুলিং | এয়ার কুলড |
জ্বালানি সাপ্লাই | কার্বুরেটর |
Honda X-Blade 160 Single Disc রিভিউ– বর্তমান দাম
বিভিন্ন রঙের অপশনে লেটেস্ট ফিচারসমৃদ্ধ হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক দাম বর্তমানে বাংলাদেশে ১,৯০,৫০০ টাকা মাত্র। আর ডাবল ডিস্ক ভার্সনের দাম বাংলাদেশে ২,১৫,৫০০ টাকা মাত্র।
হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক রিভিউ – ডিজাইন এবং আউটলুক
১৬০ সিসি সেগমেন্টের সবচেয়ে আকর্ষণীয় ও ড্যাশিং আউটলুকের বাইক হচ্ছে Honda X-Blade 160 Single Disc রিভিউ। অসাধারণ স্পোর্টস বাইক ফিচারে পরিপূর্ণ এই বাইকটির বডি ডিজাইন বেশ অনন্য এবং স্প্লিট টাইপের সিটটির উচ্চতা বেশ ভিন্ন। হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক দাম-এর সাপেক্ষে এর সিটিং পজিশনটি তেমন একটা স্পোর্টি না হলেও বেশ আরামদায়ক। একজন পিলিয়ন খুব সহজে এই বাইকে রাইড করতে পারবেন। এই বাইকের টায়ারগুলো বেশ চওড়া এবং স্টাইল বেশ তীক্ষ্ণ।
হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক ফিচার হিসেবে বাইকটির এক্সহস্টও দেখতে দারুণ, আর পেছনের চাকায় রয়েছে টায়ার গার্ড। এই বাইকটিতে কোনোরকম ইঞ্জিন গার্ড নেই, তবে সামনের হ্যান্ডেলবার ও সামনের হেডলাইট বেশ স্পোর্টি ডিজাইনের।
Honda X-Blade 160 Single Disc রিভিউ– ইঞ্জিনের পারফরম্যান্স
Honda X-Blade 160 Single Disc রিভিউ বাইকটিতে রয়েছে ১৬২.৭১ সিসি ডিসপ্লেসমেন্টের একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য ইঞ্জিন। হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক ফিচার হিসেবে কার্বুরেটর টাইপের জ্বালানি সাপ্লাইয়ের সাথে সিঙ্গেল সিলিন্ডারবিশিষ্ট এই বাইকটির ৪ স্ট্রোক, এসআই ইঞ্জিনটিতে এয়ার কুলিং সিস্টেম দেয়া হয়েছে। হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক রিভিউ অনুযায়ী এই ইঞ্জিন থেকে ৮৫০০ আরপিএম-এ সর্বোচ্চ ১৩.৯ বিএইচপি শক্তি এবং ৬০০০ আরপিএম-এ ১৩.৯ এনএম সর্বোচ্চ টর্ক পাওয়া যায়। এছাড়াও এই বাইকটির ইঞ্জিন বিএস৪ সাপোর্টেড এবং জ্বালানি সাপ্লাই হিসেবে রয়েছে কার্বুরেটর।
হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক দাম-এর সাপেক্ষে বাইকটিতে সেলফ ও কিক স্টার্ট সিস্টেম দু’টোই দেয়া হয়েছে। এই বাইকের স্পেশাল দিক হচ্ছে এর স্পিড, যার অনেকটাই পাওয়ার ও টর্কের উপর নির্ভরশীল।
হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক রিভিউ – বাইকের মাপ, টায়ার এবং সিটিং পজিশন
Honda X-Blade 160 Single Disc রিভিউ একটি ভালো মাপের সুপরিকল্পিত ডিজাইনের বাইক। ২০২০ মিমি দৈর্ঘ্য, ৮২০ মিমি প্রস্থ এবং ১২৩০ মিমি উচ্চতার এই বাইকটিতে নিরাপত্তার জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে ১৬০ মিমি। বাইকটির হুইলবেইজও বেশ বড়, ১৩৫০ মিমি। হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক ফিচার হিসেবে এর সুঠাম গড়নের জ্বালানি ট্যাংকটি ১২ লিটার পর্যন্ত জ্বালানি ধরে রাখতে পারে।
হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক রিভিউ অনুযায়ী ডায়মন্ড ফ্রেম চ্যাসিস-বিশিষ্ট এই বাইকটির কার্ব ওজন ১৪১ কেজি, যা নেকেড স্পোর্টস বাইকের জন্য মতোই। সামনের দিকে টিউবলেস ৮০/১০০-১৭ এবং পেছনে ১৩০/৭০-১৭ সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে।
হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক রিভিউ– সাসপেনশন ও ব্রেক
Honda X-Blade 160 Single Disc রিভিউ বাইকটির সাসপেনশনগুলো কিছুটা উন্নত। সামনের চাকায় টেলিস্কপিক এবং পেছনের চাকায় মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সাসপেনশন উন্নত হওয়ায় বিভিন্ন রোড কন্ডিশনে আর লং রাইডে বাইক চালানোর সময় বেশ আরাম পাওয়া যাবে।
হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক দাম-এর সাপেক্ষে হোন্ডা কোম্পানির উচিত ছিলো ডুয়াল হাইড্রোলিক ডিস্ক ব্যবহার করা, তবে তারা তা করেনি। সামনের হাইড্রোলিক পেটাল ডিস্কটির ব্যাস ২৭৬ মিমি এবং পেছনে ১৩০ মিমি ড্রাম ব্রেক দেয়া হয়েছে। বাইকটিতে এবিএস নেই, যা কিছুটা হতাশাজনক। নতুন ও অনভিজ্ঞ রাইডারদের জন্য অবশ্য ডুয়াল ডিস্কের তুলনায় ডিস্ক-ড্রাম কম্বিনেশনের ব্রেক বেশি নিরাপদ। তাই এই বাইকের ব্রেক একেবারে খারাপও বলা যায় না।
Honda X-Blade 160 Single Disc রিভিউ– মাইলেজ
বাংলাদেশের তরুণ প্রজন্মের রাইডাররা ভালো স্পিডের সাথে ভালো মাইলেজ পেতে চান। হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক ফিচার হিসেবে গড়ে এই বাইকটি প্রতি লিটারে প্রায় ৪৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। তাছাড়া হোন্ডা টেস্ট মোডে এই বাইকের জ্বালানি দক্ষতা প্রতি লিটারে প্রায় ৫৯ কিমি পর্যন্ত তোলা সম্ভব হয়েছে। হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক দাম-এর সাপেক্ষে স্ট্যান্ডার্ড মোটরসাইকেলের জন্য এই মাইলেজ যথেষ্ট ভালো। বেশ ভালো জ্বালানি দক্ষতার বাইক হওয়ার সত্ত্বেও এটি দিয়ে ঘন্টায় প্রায় ১১০ কিমি টপ স্পিড তোলা যায়।
হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক রিভিউ– ইলেকট্রিক্যাল প্যানেল ও ফিচার
হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক রিভিউ অনুযায়ী বাইকটির ইলেকট্রিক্যাল প্যানেল সম্পূর্ণ ডিজিটাল। হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক ফিচার হিসেবে বাইকটিতে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, ট্যাকোমিটার, ট্রিপ মিটার, ওডোমিটার, আরপিএম মিটার, ফুয়েল গেইজ, গিয়ার ইনডিকেটর, সার্ভিসিং রিমাইন্ডার ইত্যাদি। এছাড়াও এতে রয়েছে একটি পাস লাইট সুইচসহ বেশ কিছু প্রয়োজনীয় ফিচার, তবে ইঞ্জিন কিল সুইচ দেয়া হয়নি।
Honda X-Blade 160 Single Disc রিভিউ অনুযায়ী বাইকটির হেডলাইট ও টেইল লাইট দুটোই সম্পূর্ণ এলইডি। সামনের দিকে হ্যাজার্ড লাইটের পাশাপাশি এলইডি এএইচও (অটোম্যাটিক হেডলাইট অন) দেয়া হয়েছে। হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক দাম-এর সাপেক্ষে বাইকটিতে রয়েছে ক্রোম টিপসহ একটি ডুয়াল-পোর্ট এক্সহস্ট সিস্টেম, যা থেকে বেশ গমগমে ভারিক্কী একটা শব্দ আসে। বাইকটির গড়ন বেশ খাঁড়া এবং এতে রয়েছে একটি লম্বা ভাইজর, যার দ্বারা এর স্পোর্টস কমিউটার আউটলুক বেশ ফুটে উঠেছে। সিঙ্গেল সিটটি বেশ লম্বা আর আরামদায়ক।
Honda X-Blade 160 Single Disc রিভিউ– কালার অপশন
হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক দাম-এর মধ্যে বাইকটি বাংলাদেশের মোটরসাইকেল বাজারে ৪টি আকর্ষণীয় ও বোল্ড কালার অপশন রয়েছে। এই কালারগুলো হচ্ছে- পার্ল স্পারটান রেড, পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট মার্শাল গ্রিন মেটালিক, ম্যাট মারভেল ব্লু মেটালিক।
হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক রিভিউ– বাইকটি কাদের জন্য ভালো?
হোন্ডা এক্স-ব্লেড বাইকটি মূলত তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, তবে এই বাইকটি বয়োজ্যেষ্ঠ রাইডারদেরও বেশ স্যুট করবে। শক্তিশালী ইঞ্জিনের এই বাইকটি শহরের রাস্তায় রাইড করা বেশ স্বাচ্ছন্দ্যের। তরুণ-হৃদয়ের যেকোনো বয়সী স্পোর্টস বাইকাররা তাদের দৈনিক কমিউটিং আর এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য প্রায়ই ব্যবহার করে থাকেন। কেননা রাইডার ও পিলিয়ন উভয়ের জন্য এর সিটিং পজিশন বেশ আরামদায়ক, আর সহজে কর্ণারিং-ও করা যায়।
বাংলাদেশে Honda X-Blade 160 Single Disc এর দাম
বাংলাদেশে Honda X-Blade 160 Single Disc এর অফিসিয়াল দাম ৳186,500। আসল মূল্য কম বেশি হতে পারে যা আপনি ডিলার এর কাছ থেকে যাচাই করে নিতে পারেন।
সুবিধা
- আকর্ষণীয় স্টাইল
- চওড়া টায়ার
- পেছনের মনোশক সাসপেনশন
অসুবিধা
- মাঝারি মানের সুইচ-গিয়ার
- ইঞ্জিন কিল সুইচ নেই
- ব্রেকিং দক্ষতা আরো উন্নত হতে পারতো
Honda X-Blade single disc comes from the Street All-Rounder concept, which is based on the combination of excellent performance, design, comfort & convenience features. It is a standard street bike available at BDT 1,90,500 in Bangladesh. It is available in 4 colors: Pearl Spartan Red, Pearl Igneous Black, Matte Marshal Green Metallic, and Matter Marvel Blue Metallic. The Honda X-Blade is powered by a 162.71 cc air-cooled SI engine which develops a power of 13.9 bhp @8500 rpm and a torque of 13.9 Nm @6000 rpm. With front disc and rear drum brakes, the Honda X-Blade bike weighs 141 kg and has a fuel tank capacity of 12 liters.
The X-Blade is equipped with an LED headlamp with a geometric design and a compact LED tail lamp. All the data is displayed on a fully-digital digital street-tech meter with service due and gear position indicator, etc. This bike also has a mono-shock suspension, link-type gear shift pedal, a long wheelbase, long and comfortable seat with excellent riding posture.
For braking, it gets a 276 mm petal disc up front and a 130 mm drum setup for the rear. A rear disc brake is also available as an option. The motorcycle rides on 17-inch 5-spoke alloy wheels consisting of an 80/100-17 section front tire and a 130/70-17 section one for the rear.
In its segment, the motorcycle competes with the Pulsar NS 160, Honda CB Hornet 160R, Hero Thriller 160R refresh, Lifan KP 165, etc.
Honda X-Blade 160 Single Disc Price in Bangladesh
The official price of Honda X-Blade 160 Single Disc in Bangladesh is ৳186,500. However, you should check the final price of the bike with the dealer.
Honda X-Blade 160 Single Disc Images
Honda X-Blade 160 Single Disc Video Review
28 May, 2023 - সিঙ্গেল হাইড্রোলিক পেটাল ডিস্ক ব্রেক, ক্রোম ফিনিশিংসহ Honda X-Blade 160 Single Disc রিভিউ। জানুন হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিঙ্গেল ডিস্ক দাম ও বিভিন্ন ফিচার সম্পর্কে।
Honda X-Blade 160 Single Disc Specifications
Model name | Honda X-Blade 160 Single Disc |
Type of bike | Standard |
Type of engine | Air cooled, 4-Stroke, SI |
Engine power (cc) | 160.0cc |
Engine cooling | Air Cooled |
Max. Horse power | 13.9 Bhp @ 8500 RPM |
Max torque | 13.9 NM @ 6000 RPM |
Start method | Kick & Electric |
Number of gears | 5 |
Mileage | 45 Kmpl (Approx) |
Top speed | 120 Kmph (Approx) |
Front suspension | Telescopic |
Rear suspension | Monoshock |
Front brake type | Single Disc |
Front brake diameter | 276 mm |
Rear brake type | Drum Brake |
Rear brake diameter | No Info |
Braking system | Single Disc |
Front tire size | 80/100-17 46P |
Rear tire size | 130/70-17 62P |
Tire type | Tubeless |
Overall length | 2020 mm |
Overall height | 1230 mm |
Overall weight | 140 Kg |
Wheelbase | 1350 mm |
Overall width | 820 mm |
Ground clearance | 160 mm |
Fuel tank capacity | 12L |
Seat height | No Info |
Head light | LED |
Indicators | Halogen |
Tail light | LED |
Speedometer | digital |
RPM meter | Digital |
Odometer | Digital |
Seat type | Single-Seat |
Engine kill switch | no |
Body colors | Red |
Distributor/dealer | Bangladesh Honda Private Limited |
Features | Kick and Self Start, Single Disc |