Ducati Scrambler Desert Sled রিভিউ, দাম, ফিচার ও অন্যান্য
What's on the page
Ducati Scrambler Desert Sled রিভিউ
Ducati Scrambler Desert Sled হলো একটি অ্যাডভেঞ্চার এবং অফ-রোড বাইক যা স্ক্র্যাম্বলার সিরিজের মধ্যে খুবই জনপ্রিয়। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে অফ-রোড ব্যবহারের জন্য, তবে শহুরে রাস্তায়ও এই বাইক ব্যবহার করা যেতে পারে। বাইকটি দেখতে খুবই স্টাইলিশ এবং পারফরম্যান্সের দিক থেকেও বাইকটি যথেষ্ট ভালো। Ducati Scrambler Desert Sled রিভিউ থেকে জানা যায়, বাইকটিতে আছে ৮০৩ সিসির ডিসপ্লেসমেন্টের ইঞ্জিন, যা চার সিলিন্ডার বিশিষ্ট। বাইকের ফুয়েল ক্যাপাসিটি, ব্রেকিং সিস্টেম ও ইলেকট্রিক ফিচারস নিয়েও আছে ভালো ভালো রিভিউ।
ইঞ্জিন ও ট্রান্সমিশন
Ducati Scrambler Desert Sled রিভিউ অনুযায়ী বাইকটিতে ৮০৩ সিসির L-Twin Desmodromic Distribution, 2-Valves Per Cylinder বিশিষ্ট এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৮২৫০ আরপিএম- এ ৭১.৮০ বিএইচপি সর্বোচ্চ শক্তি এবং ৫৭৫০ আরপিএম-এ ৬৬.২০ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। এই পাওয়ার ও টর্ক থেকেই ধারণা করা যায় অবশ্যই বাইকটির যথেষ্ট পাওয়ারফুল ও অসম্ভব ভালো পারফরম্যান্স করতে সক্ষম। এই ইঞ্জিনের বোর ও স্ট্রোক হচ্ছে যথাক্রমে ৮৮ মিমি ও ৬৬ মিমি এবং কমপ্রেশন রেশিও হচ্ছে ১১ঃ১। সাথে থাকছে ৬-স্পিড গিয়ার ট্রান্সমিশন ও ইলেক্ট্রিক স্টার্ট। এছাড়াও বাইকটির ইঞ্জিন কিন্তু চার সিলিন্ডার বিশিষ্ট ও ভাল্বের সংখ্যা মোট ৮টি।
মোটরসাইকেলটির টপ স্পিড প্রায় ১৯৮ কিমি/ঘন্টা। ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড দাম বিবেচনায় এই রেঞ্জের মধ্যে নেকেড স্পোর্টস বাইক হিসেবে এর টপ স্পিড আরও ভালো হতে পারতো। ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড রিভিউ অনুযায়ী বাইকটি প্রতি লিটার জ্বালানিতে এটি ১৮ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড দাম বিবেচনায় এই মাইলেজ নিয়ে বাইকাররা একদমই খুশি নয়, এতো হাই সিসি বাইকের ক্ষেত্রে এতো কম মাইলেজ, ব্যাপারটা নিতান্তই দুঃখজনক। বাইকটিতে ক্লাচ হিসেবে Manual Hydraulically Controlled Slipper and Self-servo Wet Multiplate Clutch সিস্টেম ব্যবহার করা হয়েছে।
বডি ডিজাইন
ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড ফিচার–এর মধ্যে বাইকটির বডি ডিজাইন যথেষ্ট ভালো। বাইকটির দৈর্ঘ্য, প্রস্থ, এবং উচ্চতা যথাক্রমে ২২০০ মিমি, ৯৪০ মিমি, ও ১২১৩ মিমি। বাইকটির ১৫০৫ মিমি হুইলবেস কর্ণার্রিং-এর সময় বাইকটিকে খুব ভালোভাবেই স্ট্যাবল রাখে। বাইকটির ওজন প্রায় ২০৯ কেজি, ওজনে তেমন ভারী না, তাই আশা করা যায় স্পোর্টস বাইক রাইডাররা খুব সহজেই এটি রাইড করতে পারবেন। এর সিটের উচ্চতা প্রায় ৮৪০-৮৬০ মিমি, যা নিয়েও বাইকারদের কোনো অভিযোগ নেই।
বাইকটিতে ১৩.৫-লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক লাগানো হয়েছে, Ducati Scrambler Desert Sled রিভিউ অনুযায়ী বাইকটি লং রাইডিং-এ বেশ ভালো সময় পর্যন্ত ফুয়েল ধরে রাখতে পারে। বাইকটির ফুয়েল সাপ্লাই হিসেবে Fuel Injection System ব্যবহার করা হয়েছে। বাইকটির ড্রাইভ টাইপ হলো চেইন ড্রাইভ।
ব্রেক ও সাসপেনশন
ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড রিভিউ অনুযায়ী বাইকটিতে আপডেটেড, মডার্ন সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়েছে। সামনে ৪৬ মিমি Fully Adjustable USD Forks যুক্ত করা হয়েছে এবং পিছনে রয়েছে Kayaba Rear Shock, Pre-load and Rebound Adjustable, Aluminium Double-Sided Swingarm সাসপেনশন।
বাইকটির সামনে ৩৩০ মিমি সিঙ্গেল ডিস্ক ও পিছনে ২৪৫ মিমি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সিস্টেম হিসেবে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রাখা হয়েছে। বাইকটির চ্যাসিস টাইপ হলো Tubular Steel Trellis Frame, যা খুবই ভালো।
টায়ার ও হুইল
Ducati Scrambler Desert Sled রিভিউ থেকে জানা যায়, চাকায় টিউবলেস-টাইপ টায়ার ও হুইল টাইপ হিসেবে স্পোক হুইল লাগানো আছে। বাইকটির সামনের চাকায় ১২০/৭০-১৯ এবং পিছনের চাকায় ১৭০/৬০-১৭ দুইটি ভালো সাইজের টায়ার রয়েছে।
ইলেক্ট্রিক ফিচার
ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড একটা নেকেড স্পোর্টস বাইক। এছাড়াও ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড ফিচার-গুলোর মাঝে আরও রয়েছে পাইপ হ্যান্ডেল বার। ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড দাম-এর সাথে মিল রেখে বাইকটির স্পিডোমিটার, ওডোমিটার ও আরপিএম মিটার ডিজিটাল রাখা হয়েছে। এছাড়াও হেডলাইট, টেইললাইট ও ইন্ডিকেটর ৩টির ক্ষেত্রেও এলইডি লাইট ব্যবহার করা হয়েছে।
Ducati Scrambler Desert Sled রিভিউ অনুযায়ী ইন্সট্রুমেন্ট প্যানেল এবং ইলেক্ট্রিক ফিচার নিয়ে তেমন কোনো নেগেটিভ মন্তব্য পাওয়া যায় নি। বাইকটিতে ভালো মানের ব্যাটারি দেওয়া আছে। Ducati Scrambler Desert Sled রিভিউ থেকে জানা যায়, বাইকটির সিট টাইপ সিঙ্গেল সিট, তবে বাইকটিতে কোনো ইঞ্জিন কিল সুইচ নেই। বাইকটিতে আধুনিক ফিচারস হিসেবে ডুকাতি মাল্টিমিডিয়া সিস্টেম ব্যবহার করা হয়েছে।
পরিশেষে
যারা শহরের বাহিরে ট্রেইলে অ্যাডভেঞ্চার করতে চান এবং সেক্ষেত্রে একটা মজবুত ও শক্তিশালী বাইক চান, তাদের জন্য ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড বাইকটি খুবই ভালো একটা পছন্দ হতে পারে। তবে শহুরে রাস্তায় দীর্ঘ সময় চালানোর জন্য বাইকটি ভারী মনে হতে পারে, আবার সিট উচ্চতাও অনেক শর্ট রাইডাদের ক্ষেত্রে একটা বাঁধা হিসেবে কাজ করবে।
সুবিধা
- শক্তিশালী ইঞ্জিন
- ডুকাতি মাল্টিমিডিয়া সিস্টেম
- রেট্রো স্টাইল
- ফ্রন্ট ও রিয়ার সাসপেনশন
- ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি
- ইলেক্ট্রিক ফিচার
- এবিএস ব্রেকিং সিস্টেম
- সহজ কন্ট্রোলিং
- টায়ার সাইজ
- চার সিলিন্ডার
- ৮ ভালব বিশিষ্ট
অসুবিধা
- মাইলেজ কম
- নিয়মিত যাতায়াতে তেমন উপযোগী নয়
- রক্ষণাবেক্ষণ খরচ বেশি
- দাম বেশি
- বাংলাদেশের রাস্তায় ব্যবহারের উপযুক্ত নয়
Ducati Scrambler Desert Sled Review
Ducati Scrambler Desert Sled is an adventure and off-road bike. It is specifically designed for off-road use, but the bike can also be used on urban roads. The bike looks very stylish and in terms of performance, the bike is quite good.
Engine and transmission
The bike has 803 cc L-Twin Desmodromic Distribution, 2-Valves Per Cylinder with air cooled engine, which can produce 71.80 bhp of peak power at 8250 rpm and 66.20 Nm of peak torque at 5750 rpm. The bore and stroke of this engine are 88 mm and 66 mm respectively and the compression ratio is 11:1. Along with 6-speed gear transmission and electric start. The top speed of the motorcycle is around 198 km/h. The bike is capable of covering 18 km per liter of fuel. The bike uses a manual hydraulically controlled slipper and a self-servo wet multi-plate clutch system as a clutch.
Body design
The length, width, and height of the bike are 2200 mm, 940 mm, and 1213 mm respectively. The bike’s 1505 mm wheelbase keeps the bike very stable during cornering. The weight of the bike is around 209 kg. Its seat height is around 840-860 mm. The bike has a 13.5-litre capacity of fuel.
Brakes and suspension
46mm Fully Adjustable USD Forks are added at the front and Kayaba Rear Shock, Pre-load and Rebound Adjustable, Aluminum Double-Sided Swingarm suspension at the rear.
The bike uses a 330 mm single disc brake at the front and a 245 mm disc brake at the rear. A dual-channel ABS braking system has been used. The chassis type of the bike is a tubular steel trellis frame.
Tires and wheels
The wheels have tubeless-type tires and spoke wheels as the wheel type. The bike has two good-size tires, 120/70-19 on the front wheel and 170/60-17 on the rear wheel.
Electric features
Ducati Scrambler Desert Sled Features also include pipe handlebars. The speedometer, odometer, and rpm meter of the bike have been kept digital. LED lights have also been used for the headlights, taillights, and indicators. The bike seat type is a single seat. The bike uses Ducati multimedia systems as a modern feature.
Finally
For those who want to do adventure and want a strong bike, the Ducati Scrambler Desert Sled Bike can be a very good choice. However, the bike may feel heavy for long rides on urban roads, and the seat height will also act as a deterrent for many short rides.
To see the comparison between Ducati bikes, please pay a visit to Comparison of Ducati Bikes.
Advantages
- Powerful engine
- Ducati Multimedia System
- Front and rear suspension
- Fuel tank capacity
- Electric features
- ABS braking system
- Easy controlling
- Tire size
- Four cylinders
- 8 valved
Disadvantages
- Low mileage
- Not very useful for regular commutes
- High maintenance cost
- High price
- Not suitable for road use in Bangladesh
Ducati Scrambler Desert Sled Images
Ducati Scrambler Desert Sled Video Review
06 Oct, 2024 - রেট্রো স্টাইলের শক্তিশালী ইঞ্জিন সম্বলিত মোটরসাইকেল, যা অফ-রোড এবং শহুরে পরিবেশে চমৎকার পারফরম্যান্স দেয়, বলছি “ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড” বাইক নিয়ে।
Ducati Scrambler Desert Sled নিয়ে সচরাচর কিছু প্রশ্ন
ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড - এর মাইলেজ কত?
বাইকটি প্রতি লিটার জ্বালানিতে এটি ১৮ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম।
ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড - এর ইঞ্জিন পাওয়ার ও টর্ক কত?
বাইকটিতে ৮০৩ সিসির L-Twin Desmodromic Distribution, 2-Valves Per Cylinder, বিশিষ্ট এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৮২৫০ আরপিএম- এ ৭১.৮০ বিএইচপি সর্বোচ্চ শক্তি এবং ৫৭৫০ আরপিএম-এ ৬৬.২০ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে।
ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড - এর ইন্ডিকেটর হিসেবে কোন লাইট ব্যবহার করা হয়েছে?
এলইডি।
ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড - এ কোন ধরণের কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে?
এয়ার কুলড।
ডুকাতি স্ক্র্যাম্বলার ডেসার্ট স্লেড - এর টপ স্পিড কত?
১৯৮ কিমি/ঘন্টা (প্রায়)।
Ducati Scrambler Desert Sled Specifications
Model name | Ducati Scrambler Desert Sled |
Type of bike | Naked Sports |
Type of engine | L-Twin, Desmodromic distribution, 2 valves per cyl |
Engine power (cc) | 800.0cc |
Engine cooling | Air Cooled |
Max. Horse power | 71.80 Bhp @ 8250 RPM |
Max torque | 66.20 NM @ 5750 RPM |
Start method | Electric |
Number of gears | 6 |
Mileage | 18 Kmpl, (Approx) |
Top speed | 198 Kmph, (Approx) |
Front suspension | 46 mm fully adjustable usd forks |
Rear suspension | Kayaba rear shock, pre-load and rebound adjustable. Aluminium double-sided swingarm |
Front brake type | Single Disc |
Front brake diameter | 330 mm |
Rear brake type | Disc Brake |
Rear brake diameter | 245 mm |
Braking system | Dual Channel ABS |
Front tire size | 120/70-19 |
Rear tire size | 170/60-17 |
Tire type | tubeless |
Overall length | 2200 mm |
Overall height | 1213 mm |
Overall weight | 209 kg |
Wheelbase | 1505 mm |
Overall width | 940 mm |
Ground clearance | N/A |
Fuel tank capacity | 13.5 L |
Seat height | 840-860 Mm |
Head light | n/a |
Indicators | led |
Tail light | led |
Speedometer | Digital |
RPM meter | Digital |
Odometer | digital |
Seat type | Single Seat |
Engine kill switch | no |
Body colors | N/A |
Distributor/dealer | N/A |
Features | ABS, Navigation, Self Start Only, Double Disc |