Yamaha MT-10 রিভিউ, দাম, ফিচার ও অন্যান্য
![](https://bikesguide.bikroy.com/wp-content/themes/vihical-guide/assets/images/clock-icon.png)
What's on the page
![Yamaha MT-10 রিভিউ, দাম, ফিচার ও অন্যান্য](https://bikesguide.bikroy.com/wp-content/uploads/2025/02/Yamaha-MT-10.webp)
Yamaha MT-10 রিভিউ
Yamaha MT-10 হলো নেকেড স্পোর্টস বাইকের রাজা। যদি আপনি এমন একটি বাইক খুঁজে থাকেন, যা পাওয়ার, টেকনোলজি ও এগ্রেসিভ ডিজাইনের চূড়ান্ত সংমিশ্রণ, তাহলে Yamaha MT-10 আপনার জন্য পারফেক্ট চয়েস।
Yamaha MT-10 রিভিউ অনুযায়ী, এই ১০০০ সিসি হাই-পারফরম্যান্স স্ট্রিট ফাইটার বাইকটিতে রয়েছে YZF-R1 সুপারবাইক থেকে নেওয়া শক্তিশালী ইঞ্জিন টেকনোলজি, যা অসাধারণ টর্ক ও এক্সিলারেশন প্রদান করে। সাথে রাইড-বাই-ওয়্যার থ্রটল, কুইক শিফটার, ট্রাকশন কন্ট্রোল, স্লাইড কন্ট্রোল ও ক্রুজ কন্ট্রোলের মতো অত্যাধুনিক ফিচার, যা রাইডিং এক্সেপেরিয়েন্সকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
তবে প্রশ্ন হলো, বাইকটি কি রেসিং ট্র্যাকে ভালো পারফর্ম করবে নাকি স্ট্রিট রাইডিং-এর জন্য আদর্শ? আসুন রিভিউটি পড়ে জেনে নেই Yamaha MT-10 বাইকটির বিস্তারিত।
ইঞ্জিন ও ট্রান্সমিশন
Yamaha MT-10 রিভিউ অনুযায়ী, বাইকটিতে ৯৯৮ সিসি-র ইনলাইন ৪-সিলিন্ডার, ১৬-ভাল্ব, DOHC, লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ১৩৫০০ আরপিএম-এ ১৫৮ বিএইচপি সর্বোচ্চ শক্তি এবং ১১৫০০ আরপিএম-এ ১১১ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। এই ক্রসলাইন প্রযুক্তি সাধারণ ইনলাইন-ফোর ইঞ্জিনের চেয়ে বেশি লিনিয়ার পাওয়ার ডেলিভারি ও স্মুথ টর্ক প্রদান করে। সাথে থাকছে ৬-স্পিড গিয়ার ট্রান্সমিশন ও ইলেকট্রিক স্টার্ট, যা দ্রুত এক্সিলারেশন ও হাই স্পিড রাইডিং-এর জন্য উপযুক্ত। বাইকটিতে থাকা কুইক শিফটার আপশিফটিং আরও স্মুথ ও দ্রুত করে।
বাইকটির টপ স্পিড প্রায় ২৬৫ কিমি/ঘন্টা। ইয়ামাহা এমটি-১০ রিভিউ অনুযায়ী, বাইকটি থেকে ১৫ কিলোমিটার/লিটার এর আশেপাশে মাইলেজ পাওয়া যায়। বাইকটিতে ক্লাচ হিসেবে Manual Wet-Multiplate, Assist Sliper Clutch সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা হার্ড ব্রেকিং-এ রিয়ার হুইল লক প্রতিরোধ করে।
বডি ডিজাইন
ইয়ামাহা এমটি-১০ ফিচার–এর মধ্যে বাইকটির অ্যাগ্রেসিভ ও মাসকুলার নেকেড স্ট্রিট ফাইটার ডিজাইন একে অন্য বাইক থেকে আলাদা করে তোলে। এটি শুধুমাত্র স্টাইলিশই নয়, বরং এর অ্যারোডায়নামিক ডিজাইন রাইডারকে উচ্চ গতিতেও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। বাইকটির দৈর্ঘ্য, প্রস্থ, এবং উচ্চতা যথাক্রমে ২১০০ মিমি, ৮০০ মিমি ও ১১৬৫ মিমি। বাইকটিতে আছে ১৪০৫ মিমি হুইলবেস, দ্রুত কর্নারিং ও ম্যানুভারেবিলিটির জন্য পারফেক্ট। ২১২ কেজি ওজন ও ১৩৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে গঠিত বাইকটির ব্যালান্সসিং বেশ সহজ।
Yamaha MT-10 রিভিউ অনুযায়ী, বাইকটিতে ১৭-লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক লাগানো হয়েছে, যা দীর্ঘ যাত্রার জন্য উপযোগী। বাইকটির ফুয়েল সাপ্লাই হিসেবে Fuel Injection With YCC-T System ব্যবহার করা হয়েছে, যা আধুনিক ও খুবই ভালো ফুয়েল সাপ্লাই সিস্টেম। বাইকটির ড্রাইভ টাইপ হলো চেইন ড্রাইভ।
ব্রেক ও সাসপেনশন
ইয়ামাহা এমটি-১০ রিভিউ অনুযায়ী, বাইকটিতে উন্নত ব্রেক ও সাসপেনশন ব্যবস্থা রাখা হয়েছে, যা উচ্চ গতিতে স্থিতিশীলতা ও নিখুঁত হ্যান্ডলিং নিশ্চিত করে। বাইকটিতে আছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম।
- সামনের সাসপেনশনঃ ৪৩ মিমি KYB® inverted fork, fully adjustable; 4.7- in travel – উন্নত শক অ্যাবজর্পশন ও স্পোর্টি হ্যান্ডলিং।
- পিছনের সাসপেনশনঃ KYB® piggyback shock, fully adjustable; 4.7-in travel – উচ্চ গতিতে স্টাবিলিটি।
- সামনের ব্রেকঃ ৩২০ মিমি ডুয়াল ডিস্ক (৪-পিস্টন রেডিয়াল মাউন্টেড ক্যালিপার সহ)
- পিছনের ব্রেকঃ ২২০ মিমি ডিস্ক ব্রেক (সিঙ্গেল-পিস্টন ক্যালিপার)
এই উন্নত ব্রেকিং ও সাসপেনশন নিশ্চিত করে যে চালক উচ্চ গতিতেও ভালো নিয়ন্রন বজায় রাখতে পারেন।
টায়ার ও হুইল
Yamaha MT-10 রিভিউ থেকে জানা যায়, বাইকটিতে টিউবলেস-টাইপ টায়ার ও হুইল টাইপ হিসেবে অ্যালুমিনিয়াম হুইল লাগানো আছে।
- সামনের টায়ারঃ ১২০/৭০-জেডআর১৭ M/C (58W)
- পিছনের টায়ারঃ ১৯০/৫৫-জেডআর১৭ M/C (75W)
প্রশস্ত টায়ারগুলোর কারণে বাইকটি বিভিন্ন রাস্তায় উন্নত গ্রিপ ও নিয়ন্রণ প্রদান করে।
ইলেক্ট্রিক ফিচার
ইয়ামাহা এমটি-১০ বাইকটি সম্পূর্ণ আধুনিক নেকেড স্পোর্টস বাইক। ইয়ামাহা এমটি-১০ ফিচার-গুলোর মাঝে আছে পাইপ হ্যান্ডেল বার, ডিজিটাল স্পিডোমিটার,ওডোমিটার ও আরপিএম মিটার, যা ইয়ামাহা এমটি-১০ দাম-এর সাথে সামঞ্জস্য। এছাড়াও,
- হেডলাইটঃ Twin-Eye LED
- টেইললাইটঃ LED
- ইন্ডিকেটরঃ LED
Yamaha MT-10 রিভিউ অনুযায়ী, বাইকটিতে ১২ ভোল্ট (এমএফ)-এর ব্যাটারি দেওয়া আছে ও বাইকটির সিট টাইপ সিঙ্গেল সিট।
পরিশেষে
Yamaha MT-10 একটি পাওয়ারফুল, টেকনোলজিতে সমৃদ্ধ ও অ্যাগ্রেসিভ নেকেড স্পোর্টস বাইক, যা সুপারবাইক-লেভেলের পারফরম্যান্স প্রদান করে। এর শক্তিশালী 998cc CP4 ইঞ্জিন, উন্নত ব্রেকিং, প্রিমিয়াম সাসপেনশন ও অত্যাধুনিক ইলেকট্রনিক ফিচার এটিকে এক্সপেরিয়েন্সড রাইডারদের জন্য আদর্শ বানিয়েছে।
তবে, উচ্চ দাম, কম মাইলেজ ও নেকেড ডিজাইনের উইন্ড ব্লাস্ট সমস্যা দীর্ঘ যাত্রায় কিছুটা চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। যদি আপনি একটি মাসকুলার, হাই-পারফরম্যান্স স্পোর্টস নেকেড বাইক চান এবং ফুয়েল ইকোনমি আপনার প্রধান বিষয় না হয়, তাহলে Yamaha MT-10 নিঃসন্দেহে একটি দুর্দান্ত চয়েজ। বাংলাদেশের ৫টি সেরা ইয়ামাহা স্পোর্টস বাইক সম্পর্কে জানতে চাইলে ভিজিট করুন – বাংলাদেশের বাজারে সেরা ৫টি ইয়ামাহা মোটরসাইকেল।
সুবিধা
- শক্তিশালী 998cc CP4 ইঞ্জিন
- Fully Adjustable KYB সাসপেনশন
- ডুয়াল চ্যানেল এবিএস ও হাই-স্পোক ব্রেকিং
- কুইক শিফটার (QSS) ও রাইড-বাই-ওয়্যার থ্রটল
- ডিজিটাল TFT ডিসপ্লে
- ক্রুজ কন্ট্রোল
- স্টাইলিশ নেকেড স্পোর্টস ডিজাইন
- ফুল এলইডি লাইটিং
অসুবিধা
- উচ্চ দাম
- নেকেড ডিজাইন উইন্ড প্রোটেকশন কম
- উচ্চ ফুয়েল কনজাম্পশন
- ওজন মোটামুটি বেশি
- সিট কিছুটা হার্ড
Yamaha MT-10 review
The Yamaha MT-10 is the king of naked sports bikes. If you are looking for a bike that is the ultimate combination of power, technology, and aggressive design, then the Yamaha MT-10 is the perfect choice for you.
This 1000-cc high-performance street fighter bike features powerful engine technology borrowed from the YZF-R1 superbike, which delivers incredible torque and acceleration. Along with advanced features like ride-by-wire throttle, quick shifter, traction control, slide control, and cruise control, which take the riding experience to new heights.
Engine and transmission
The bike is powered by a 998 cc inline 4-cylinder, 16-valve DOHC, liquid-cooled engine that is capable of producing 158 bhp of peak power at 13500 rpm and 111 Nm of peak torque at 11500 rpm. Along with 6-speed gear transmission and electric start, which is suitable for quick acceleration and high-speed riding. The top speed of the bike is around 265 km/h. The bike gets a mileage of around 15 km/liter. The bike uses a Manual Wet-Multiplate Assist Slipper Clutch system as a clutch, which prevents rear wheel lock during hard braking.
Body design
The length, width, and height of the bike are 2100 mm, 800 mm, and 1165 mm, respectively. The bike has a 1405 mm wheelbase, perfect for fast cornering and maneuverability. Balancing the bike is quite easy with a weight of 212 kg and ground clearance of 135 mm. The bike has a 17-liter capacity of fuel. Fuel injection with the YCC-T system is used as the fuel supply of the bike. The drive type of the bike is chain drive.
Brakes and suspension
The bike has a dual-channel ABS braking system.
- Front suspension: 43mm KYB® inverted fork, fully adjustable; 4.7-in travel; improved shock absorption and sporty handling.
- Rear suspension: KYB® piggyback shock, fully adjustable; 4.7-in travel; stability at high speeds.
- Front Brakes: 320 mm dual discs (with 4-piston radial mounted calipers)
- Rear Brake: 220 mm Disc brake (Single-piston caliper)
Tires and wheels
The bike has tubeless-type tires and aluminum wheels as the wheel type.
- Front Tire: 120/70-ZR17 M/C (58W)
- Rear Tire: 190/55-ZR17 M/C (75W)
Electric features
Among the features are a pipe handle bar, a digital speedometer, an odometer, and an rpm meter. Also,
- Headlight: Twin-Eye LED
- Taillight: LED
- Indicator: LED
The bike has 12 volts (MF). battery The bike’s seat type is single seat।
Finally
Yamaha MT-10, A powerful, technology-rich and aggressive naked sports bike that delivers superbike-level performance. Its powerful 998cc CP4 engine, advanced braking, premium suspension and sophisticated electronic features make it ideal for experienced riders.
However, the high price, low mileage, and naked design with wind blast issues can pose some challenges on long journeys. If you want a muscular, high-performance sports naked bike and fuel economy isn’t your main concern, then the Yamaha MT-10 is undoubtedly a great choice.
Advantages
- Powerful 998cc CP4 engine
- Fully Adjustable KYB Suspension
- Dual channel ABS and high-spoke braking
- Quick shifter (QSS) and ride-by-wire throttle
- Digital TFT display
- Cruise control
- Stylish naked sports design
- Full LED lighting
Disadvantages
- High price
- Naked design provides less wind protection
- High fuel consumption
- Weight is fairly high
- The seat is a bit hard
Yamaha MT-10 Images
Yamaha-MT-10 Video Review
![yamaha mt-10 orange yamaha mt-10 orange](https://bikesguide.bikroy.com/wp-content/uploads/2025/02/yamaha-mt-10-orange.jpg)
10 Feb, 2025 - Yamaha MT-10- 998cc CP4 ইঞ্জিন, অ্যাডভান্সড ব্রেকিং ও প্রিমিয়াম সাসপেনশনসহ একটি নেকেড স্ট্রিট ফাইটার! পাওয়ার, টেকনোলজি ও অ্যাগ্রেসিভ ডিজাইনের সেরা মিশ্রণ!
Yamaha MT-10 নিয়ে সচরাচর কিছু প্রশ্ন
ইয়ামাহা এমটি-১০ - এর মাইলেজ কত?
বাইকটি থেকে ১৫ কিলোমিটার/লিটার এর আশেপাশে মাইলেজ পাওয়া যায়, যা স্পোর্টস নেকেড বাইকের জন্য নরমাল।
ইয়ামাহা এমটি-১০ - এর টপ স্পিড কত?
বাইকটির টপ স্পিড প্রায় ২৬৫ কিমি/ঘন্টা, তবে রাইডিং কন্ডিশন ও ওজন অনুযায়ী পার্থক্য হতে পারে।
ইয়ামাহা এমটি-১০ - এ কি ধরণের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে?
Yamaha MT-10-এ ডুয়াল চ্যানেল এবিএস সহ ৩২০ মিমি ফ্রন্ট ডুয়াল ডিস্ক ও ২২০ মিমি রিয়াল ডিস্ক ব্রেক, যা উন্নত ব্রেকিং পারফরম্যান্স নিশ্চিত করে।
ইয়ামাহা এমটি-১০ - কি লং-রাইডের জন্য উপযুক্ত?
হ্যাঁ, তবে নেকেড ডিজাইনের কারণে উইন্ড ব্লাস্ট বেশি অনুভূত হয়। তবে, ক্রুজ কন্ট্রোল, আপরাইট হ্যান্ডলিং ও উন্নত সাসপেনশন একে লং-রাইডের জন্য কিছুটা আরামদায়ক করে তুলেছে।
ইয়ামাহা এমটি-১০ - কি নতুনদের জন্য উপযুক্ত?
না, এটি একটি হাই-পারফরম্যান্স বাইক, যা উচ্চ টর্ক ও পাওয়ারফুল এক্সিলারেশন দেয়। তাই নতুন রাইডারদের জন্য এটি বেশ চ্যালেঞ্জিং হতে পারে।
Yamaha MT-10 Specifications
Model name | Yamaha MT-10 |
Type of bike | Naked Sports |
Type of engine | 998cc, liquid-cooled DOHC inline 4-cylinder; 16 va |
Engine power (cc) | 999.9cc |
Engine cooling | Liquid-Cooled |
Max. Horse power | 158 Bhp @ 13500 RPM |
Max torque | 111 NM @ 11500 RPM |
Start method | Electric |
Number of gears | 6 |
Mileage | 15 Kmpl, (Approx) |
Top speed | 265 Kmph, (Approx) |
Front suspension | 43mm KYB® inverted fork, fully adjustable; 4.7- in travel |
Rear suspension | KYB® piggyback shock, fully adjustable; 4.7-in travel |
Front brake type | Dual Disc |
Front brake diameter | 320 mm |
Rear brake type | Disc Brake |
Rear brake diameter | 220 mm |
Braking system | Dual Channel ABS |
Front tire size | 120/70-ZR17 M/C (58W) |
Rear tire size | 190/55-ZR17 M/C (75W) |
Tire type | tubeless |
Overall length | 2100 mm |
Overall height | 1165 mm |
Overall weight | 212 kg |
Wheelbase | 1405 mm |
Overall width | 800 mm |
Ground clearance | 135 mm |
Fuel tank capacity | 17 litres |
Seat height | 835 Mm |
Head light | n/a |
Indicators | led |
Tail light | led |
Speedometer | Digital |
RPM meter | Digital |
Odometer | digital |
Seat type | Single Seat |
Engine kill switch | yes |
Body colors | N/A |
Distributor/dealer | N/A |
Features | Self Start Only, Double Disc, ABS, Navigation |
![bikroy-newtp bikroy](https://bikesguide.bikroy.com/wp-content/uploads/2022/10/bikroy-newtp-1.png)
![bikroy-newtp bikroy](https://bikesguide.bikroy.com/wp-content/uploads/2022/10/bikroy-newtp-1.png)