Yamaha FZS FI V2.0 (Double Disc)। রিভিউ এবং ফিচার
What's on the page
ইয়ামাহা এফজেডএস একটি প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস বাইক যার মূল আকর্ষণ হলো এর নতুন ব্রেকিং সিস্টেম। বাইকটির সামনে এবং পেছনের চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে যা ইয়ামাহার এই সেগমেন্টের জন্য নতুন। ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেমের জন্য এই বাইকের কন্ট্রোলিং এখন আগের থেকে আরও বেশি ভালো হয়েছে।
২০১৮ সালের এই এফজেডএস ডাবল ডিস্ক ভার্সনটিতে সম্পূর্ণ নতুন ডিজাইনের অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে যা আগের থেকে বেশি পাওয়ারফুল এবং অ্যাট্রাক্টিভ। বাইকটির রিয়ার ভিউ মিররেও পরিবর্তন আনা হয়েছে। দূর থেকে যেন বাইকটিকে নোটিশ করা যায় তাই বাইকের সাইডে একটি সাইড রিফ্লেকটর যুক্ত করা হয়েছে।
যদিও বাইকটির বডি ডিজাইনে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি তবে এর স্টাইলিশ বডি গ্রাফিক্স এবং সাথে আর্মাডা ব্লু কালার একে এই সিরিজের অন্যান্য বাইক থেকে বেশ ভিন্ন করে তুলেছে।
বাইকটিতে রয়েছে এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার এবং ২ ভাল্ভ এসওএইচসি ইঞ্জিন। ইয়ামাহা এফজেডএস ভি২.০ ডাবল ডিস্কে ব্যবহার করা হয়েছে ব্লু কোর টেকনোলোজি, যা এই বাইকের ইঞ্জিন থেকে উৎপন্ন হওয়া পাওয়ারের কার্যকারিতা নিশ্চিত করে।
ইয়ামাহা এফজেডএস এ স্টাইলিশ বডি গ্রাফিক্স যুক্ত করা হয়েছে। সামনের দিকে রয়েছে একটি মাস্কিউলার ফুয়েল ট্যাংক এবং এক্সটেন্ডেড কিট, যা বাইকটির লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই বাইকে আরও রয়েছে ১২ ভোল্টের হ্যালোজেন হেডল্যাম্প যা রাতের রাস্তায়ও বেশ কার্যকরী।
বাইকটিতে ওয়েট-মাল্টিপল ডিস্ক ক্লাচ এবং ৫ স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। ১২ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন এই বাইকের ওভারঅল ওয়েট ১৩২ কেজি।
লং রাইডের উপযোগী করার জন্য বাইকটির হ্যান্ডেলবারটি প্রশস্ত রাখা হয়েছে। বাইকটির সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পেছনে রয়েছে মনোক্রস সুইং আর্ম সাসপেনশন। সাসপেনশন দুইটির ফিডব্যাক বেশ ভালো।
এতক্ষণে আশা করি ইয়ামাহা এফজেডএস এর ডিজাইন ও ফিচার সম্পর্কে অল্প বিস্তর ধারণা আপনারা পেয়ে গিয়েছেন। তাহলে চলুন এবার ইয়ামাহা এফজেডএস ভি২.০ (ডাবল ডিস্ক) দাম ও স্পেসিফিকেশনগুলো জেনে নেওয়া যাক।
YAMAHA FZS FI V2.0 (DOUBLE DISC) রিভিউঃ বিস্তারিত বিবরণ
ইয়ামাহা এফজেডএস ভি২.০ ডাবল ডিস্ক, ইয়ামাহার এফজেড সিরিজের নতুন সংযোজন। এটি মূলত ইয়ামাহা এফজেডএস ভি২ সিঙ্গেল ডিস্কের আপডেটেড ভার্সন। এই বাইকটির ম্যানুফ্যাকচার ও ডেভেলপমেন্ট রাইডারদের কথা চিন্তা করেই করা হয়েছে। ইয়ামাহা এফজেডএস ভি২.০ (ডাবল ডিস্ক) ফিচার নিয়ে যাবতীয় সকল তথ্যের বিস্তারিত আলোচনা থাকছে নিচের সেকশনগুলোতে। বাইকটি কেনার ব্যাপারে ভেবে থাকলে এক নজর দেখে নিতে পারেন।
বডি ডিজাইন
ইয়ামাহা এফজেডএস ভি২.০ ডাবল ডিস্ক বাইকটির গ্রাফিকাল বডি ডিজাইন আসলেই পছন্দ করার মতো। এর সামনের দিকে রয়েছে ১২ ভোল্টের পাওয়ারফুল হেডলাইট যা রাতের রাস্তায় বাইক রাইডিং সহজ করে দেয়।
বাইকটির মাস্কিউলার ফুয়েল ট্যাংকটির ধারণ ক্ষমতা ১২ লিটার যার সাথে রয়েছে একটি এক্সটেন্ডেড কিট।
বাইকটির দৈর্ঘ্য ১৯৯০ মিমি, প্রস্থ ৭৭০ মিমি, এবং হাইট ১০৫০ মিমি। এই বাইকের সিট হাইট দেওয়া হয়েছে ৭৯০মিমি এবং বাইকটির সার্বিক ওজন ১৩২ কেজি। তাই আমাদের দেশের স্ট্যান্ডার্ড হাইটের যেকোনো রাইডার বেশ স্বাচ্ছন্দ্যেই বাইকটি চালাতে পারবে।
স্পোর্টস বাইক হলেও বাইকটির সিটিং পজিশন বেশ কমফোর্টেবল। হাইওয়েতে দীর্ঘ সময় অনায়াসে রাইডিং এর জন্য সামনের হ্যান্ডেলবারটি প্রশস্ত রাখা হয়েছে। পাশাপাশি পিলিয়নের কথা মাথায় রেখে এতে স্প্লিট সিট এবং তার পেছনে গ্র্যাব রেইল সংযুক্ত করা হয়েছে।
বাইকটির হুইলবেস ১৩৩০ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি। যা এদেশের উঁচু-নিচু কিংবা ভাঙা রাস্তায় স্বাচ্ছন্দ্যে রাইডিং এর জন্য যথেষ্ট।
ইয়ামাহা এফজেডএস ডাবল ডিস্কের ইন্সট্রুমেন্ট প্যানেলে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। সম্পূর্ণ ডিজিটাল ফিচারযুক্ত এই প্যানেলে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল গজ, ওডোমিটার এবং ডিজিটাল ক্লক।
এফজেডএস ভি২.০ ডাবল ডিস্ক আপাতত দুটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে, কালার দুটি হলো ম্যাট ব্লু এবং নাইট ব্ল্যাক।
ইঞ্জিন
Yamaha FZS FI V2 এ ব্যবহার করা হয়েছে ১৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডারের এয়ার কুল্ড ৪ স্ট্রোক, ২ ভাল্ভ, এসওএইচসি ইঞ্জিন।
ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সনের ইঞ্জিন পারফরম্যান্স অবশ্যই প্রশংসনীয়। বাইকটি ৮০০০ আরপিএম এ প্রায় ১২.৯ বিএইচপি পাওয়ার উৎপাদন করতে সক্ষম এবং ৬০০০ আরপিএম এ ১২.৮ নিউটন মিটার সর্বোচ্চ টর্ক দিতে সক্ষম।
ইঞ্জিনের দক্ষতার কারণে বাইকটি ১২০ কিমি/ঘন্টার কাছাকাছি টপ স্পিড দিতে পারে। এফজেডএস এফআই ভার্সনটি মাইলেজের দিক থেকেও পছন্দ করার মতো। এই বাইক থেকে প্রায় ৪৫ কিমি/লিটার মাইলেজ পাওয়া যায়।
ফুয়েল ইঞ্জেকশন টেকনোলজি এবং ৫ স্পিড গিয়ারবক্স বাইকটি স্টার্ট নেয়া থেকে শুরু করে পুরো চালানোর সময়টায় খুব স্মুথ রাইডিং এক্সপেরিয়েন্স দেয়।
ব্রেক ও টায়ার
ইয়ামাহার এই বাইকের সামনের ও পেছনের উভয় চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। সামনের ব্রেকের ডায়ামিটার ২৮২ মিমি এবং পেছনের ব্রেকের ডায়ামিটার ২২০ মিমি। যা আকস্মিক ব্রেকিং এর ক্ষেত্রে আপনাকে দুর্দান্ত সাপোর্ট দিবে।
বাইকটির ফ্রন্ট এবং রিয়ার উভয় টায়ারই টিউবলেস। ফ্রন্ট টায়ার সাইজ ১০০/৮০-১৭ এম/সি ৫২পি এবং রিয়ার টায়ার সাইজ ১৪০/৬০-১৭ আর এম/সি ৬৩এইচ।
সাসপেনশন
Yamaha FZS FI V2 বাইকটির সামনের চাকায় রয়েছে একটি টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পেছনে রয়েছে একটি মনোক্রস সুইং আর্ম সাসপেনশন। উভয় সাসপেনশনের ফিডব্যাক বেশ ভালো যার ফলে যেকোনো রাস্তায় বাইকটি কমফোর্টেবলি রাইড করা যায়।
বাইকটি কাদের জন্য ভালো?
ইয়ামাহা এফজেডএস এফআই ভি২.০ ডাবল ডিস্ক মূলত ইয়াং স্পোর্টস বাইক লাভারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। স্পোর্টি-মাইন্ডেড কমিউটার বাইক লাভার যারা আছেন তাদের এই বাইক দারুণ পছন্দ হবে বলে আমাদের ধারণা। ইউনিভার্সিটি, অফিস কিংবা দৈনন্দিন শহরের রাস্তায় যাতায়াতের জন্য বাইকটি আসলেই অসাধারণ। ইয়াং কর্পোরেটদের জন্য এটি হতে পারে একটি আইডিয়াল নেকেড স্পোর্টস বাইক।
আশা করি আমাদের আজকের এই ইয়ামাহা এফজেডএস ভি২.০ (ডাবল ডিস্ক) রিভিউ এ আমরা আপনাদের এই ইয়ামাহা এফজেডএস ভি২.০ (ডাবল ডিস্ক) ফিচার সম্পর্কে একটি পূর্ণ ধারণা দিতে পেরেছি।
বাংলাদেশে Yamaha FZS FI V2.0 (Double Disc) এর দাম
বাংলাদেশে Yamaha FZS FI V2.0 (Double Disc) এর অফিসিয়াল দাম ৳230,000। আসল মূল্য কম বেশি হতে পারে যা আপনি ডিলার এর কাছ থেকে যাচাই করে নিতে পারেন।
সুবিধা
- এফআই সিস্টেম যা বাইকটির ট্রানজিশন স্মুথ করে
- রিফাইন্ড ইঞ্জিন
- পাওয়ারফুল হেডল্যাম্প
- কমফোর্টেবল সিটিং পজিশন
- চমৎকার ব্রেকিং সিস্টেম
অসুবিধা
- সিঙ্গেল বা ডুয়েল চ্যানেল এবিএস নেই
- টার্নিং রেডিয়াস বেশি
This content is about Yamaha FZS FI V2.0 (Double Disc), an updated version of the YamahaV2 single disc. Yamaha FZS FI V2 was first launched in 2018. Since then, this has become one of this segment’s most hyped naked sports bikes.
FZS FI V2.0 (Double Disc) has a single-cylinder, SOHC, air-cooled, 4-stroke, 2 Valve engine. This powerful engine can produce 12.9 BHP@8000 RPM and 12.8 NM@6000 RPM.
This wet, multiple-disc clutch is mated to a 5-speed gearbox. The Yamaha FZS FI V2.0 (Double Disc) gives around 120 km/hour top speed, and mileage is 45 km/liter, which is quite impressive.
This bike weighs 132 kg and has a fuel tank capacity of 12 liters. This bike has disc brakes for both front and rear tires. The wide handlebar and the sculpted fuel tank with the extended kit complete the V2.0 Double Disc sporty look.
In the front, this bike’s suspension system consists of a telescopic fork system and a monocross swingarm suspension at the back. The front tire dimension is 100/80-17M/C 52P and the rear tire dimension is 140/60-R17 M/C 63P.
FZS FI V2.0 (Double Disc) is approximately 230,000 BDT. In terms of its dynamic robotic design, fantastic performance, and exclusive braking system this price is justified.
We recommend this bike to anyone looking for a true naked sports bike. The bike is extremely fun to ride and the small body makes the bike a joy to ride on the city streets. Equipped with liquid cooling the bike is extremely capable of long tours.
Yamaha FZS FI V2.0 (Double Disc) Price in Bangladesh
The official price of Yamaha FZS FI V2.0 (Double Disc) in Bangladesh is ৳230,000. However, you should check the final price of the bike with the dealer.
YAMAHA FZS FI V2.0 (DOUBLE DISC) Images
YAMAHA FZS FI V2.0 (DOUBLE DISC) Video Review
31 Aug, 2023 - অনেক অপেক্ষার পর অবশেষে চলে এসেছে আপনাদের পছন্দের YAMAHA FZS FI V2.0 (DOUBLE DISC) রিভিউ। আশা করি, ইয়ামাহা এফজেডএস সিরিজের বাইক প্রেমিদের কাছে আজকের রিভিউটি উপকারে আসবে।
YAMAHA FZS FI V2.0 (DOUBLE DISC) সম্পর্কে জিজ্ঞাসা
১. ইয়ামাহা এফজেডএস ভি২ এর ফুয়েল ট্যাংকের ধারণ ক্ষমতা কত?
ইয়ামাহা এফজেডএস ভি২ এর ফুয়েল ট্যাংকের ধারণ ক্ষমতা ১২ লিটার।
ইয়ামাহা এফজেডএস ভি২ এফআই ডাবল ডিস্কের মাইলেজ কত?
ইয়ামাহা এফজেডএস ভি২ এফআই ডাবল ডিস্কের মাইলেজ প্রতি লিটারে প্রায় ৪৫ কিমি।
ইয়ামাহা এফজেডএস ভি২ ডাবল ডিস্ক-এর টপ স্পিড কত?
ইয়ামাহা এফজেডএস ভি২ এর টপ স্পিড প্রায় ১২০ কিমি/ঘন্টা।
বাংলাদেশে ইয়ামাহা এফজেডএস ভি২ এফআই কোন কোন কালারে উপলব্ধ?
ইয়ামাহা এফজেডএস ভি২.০ এফআই ডাবল ডিস্ক আপাতত দুটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে, কালার দুটি হলো ম্যাট ব্লু এবং নাইট ব্ল্যাক।
ইয়ামাহা এফজেডএস ভি২ ডাবল ডিস্ক-অনলাইনে কীভাবে কিনবো?
ইয়ামাহা এফজেডএস ভি২ ডাবল ডিস্ক সহ ইয়াহামার আরও সব বাইকের খবর জানতে এবং কিনতে এখনই ভিজিট করুন Bikroy-এ।
Yamaha FZS FI V2.0 (Double Disc) Specifications
Model name | YAMAHA FZS FI V2.0 (DOUBLE DISC) |
Type of bike | Cafe Racer |
Type of engine | Air cooled, 4-stroke, SOHC, 2-valve |
Engine power (cc) | 149.0cc |
Engine cooling | Air Cooled |
Max. Horse power | 12.2 Bhp @ 7250 RPM |
Max torque | 13.3 NM @ 6000 RPM |
Start method | Electric |
Number of gears | 5 |
Mileage | 40 Kmpl (Approx) |
Top speed | 120 Kmph (Approx) |
Front suspension | Telescopic Fork, 41m |
Rear suspension | 7-Step Adjustable Monocross Suspension |
Front brake type | Disc Brake |
Front brake diameter | 282 mm |
Rear brake type | Disc Brake |
Rear brake diameter | No Info |
Braking system | Single Channel ABS |
Front tire size | 100/80-17M/C (5 |
Rear tire size | 140/60-R17M/C ( |
Tire type | Tubeless |
Overall length | 2020 mm |
Overall height | 1115 mm |
Overall weight | 133 kg |
Wheelbase | 1330 mm |
Overall width | 790 mm |
Ground clearance | 160 mm |
Fuel tank capacity | 12L |
Seat height | 810 mm |
Head light | LED |
Indicators | LED |
Tail light | LED |
Speedometer | Digital |
RPM meter | Digital |
Odometer | Digital |
Seat type | Single-Seat |
Engine kill switch | yes |
Body colors | Racing Blue |
Distributor/dealer | ACI Motors Limited |
Features | ABS, Kick Start Only, Double Disc |