বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা ২০৩৫ সালের মধ্যে পৃথিবীজুড়ে তাদের সকল কারখানায় কার্বন নিঃসরণ শুন্যে নামিয়ে আনার পরিকল্পনা করেছে।
এক বছর আগে জাপানিজ জায়ান্ট ইয়ামাহা ‘’ Yamaha Motor Group Environmental Plan 2050’’ নামে একটি পরিকল্পনা হাতে নেয় যার মূল লক্ষ্য ছিল ২০৫০ সালের মধ্যে তাদের দেশে এবং দেশের বাইরে অবস্থিত সকল কারখানায় কার্বন নিঃসরণ শুন্যে নামিয়ে আনার।
কিন্তু ২০২২ এর জুন মাসে ইয়ামাহা জাপানের ইয়োটায় অবস্থিত তাদের গ্লোবাল হেড কোয়ার্টার থেকে এই পরিকল্পনা ২০৩৫ এর মধ্যে বাস্তবায়নের ঘোষণা দেয়।
ইয়ামাহা বলছে তারা একইসাথে জ্বালানি সাশ্রয় এবং বিশুদ্ধ জ্বালানির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই এই পরিকল্পনা হাতে নিয়েছে। যেসব আইডিয়াকে সামনে রেখে তারা এই পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলো হলঃ-
- চাহিদা অনুযায়ী জ্বালানি ব্যবহার এবং সাশ্রয়।
- যখন প্রয়োজন নেই তখন সূক্ষ্ম যন্ত্রাংশের ব্যবহার।
- ছোট কিন্তু উচ্চ ক্ষমতাসম্পন্ন যন্ত্রাংশ তৈরি।
- যেখানে সম্ভব সেখানে হাইড্রো- ইলেকট্রিক পদ্ধতি ব্যবহার করা।
- ২০৩০ এর মধ্যে বৈশ্বিক ভাবে কার্বন মুক্ত বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি ।
অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় অঙ্গনে উৎপাদন ক্ষেত্রে ২০১০ সালের তুলনায় ২০৩৫ এর মধ্যে কার্বন নিঃসরণ ৯২ শতাংশে কমিএ আনার কথা জানিয়েছে ইয়ামাহা। তারা আরও বলে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতেই তাদের সকল কারখানায় এই কার্বন নিঃসরণ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।