Yamaha Saluto 125 UBS রিভিউ, দাম, ফিচার ও অন্যান্য
What's on the page
কমিউটার সেগমেন্টে ইয়ামাহার নতুন সংযোজন Yamaha Saluto 125 UBS। মূলত কমফোর্ট, ফুয়েল এফিশিয়েন্সি ও প্র্যাক্টিকালিটি মেইনটেইন করার জন্যই এই বাইক তৈরি করেছে ইয়ামাহা। যারা দৈনন্দিন কমিউটিং-এর জন্য একটি নির্ভরযোগ্য বাইকের খোজ করছেন, তাই জন্যই Yamaha Saluto 125 UBS। সিম্পল ডিজাইন ও স্টেবল পারফরম্যান্সের পাশাপাশি এই বাইকের দাম’ও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই। তাই আজকের লেখায় আমরা Yamaha Saluto 125 UBS রিভিউ দেখবো এবং এই বাইকটির ভালো-খারাপ দিকগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো।
Yamaha Saluto 125 UBS ডিজাইন
Yamaha Saluto 125 UBS বাইকের ডিজাইন বেশ সিম্পল ও মিনিমালিস্টিক। বিশেষত যারা সিম্পল লুক প্রিফার করেন, তারাই এই বাইকের টার্গেট কাস্টমার। বাইকের বডি বেশ স্লিম, তাই ব্যস্ত সড়কের ভেতর দিয়ে রাইড করতে কোনো ধরণের বেগ পেতে হয় না। বাইকের ওজন মাত্র ১১৩ কেজি। তাই বেশ সহজেই হ্যান্ডেল করা যায়। বাইকের ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি ৭.৬ লিটার। বাইকের ফুয়েল এফিশিয়েন্সি বেশ ভালো হলেও, আরো কিছুটা বেশি ক্যাপাসিটির ফুয়েল ট্যাংক দিলে ভালো হতো। এছাড়া বডিতে ব্যবহার করা সকল ম্যাটারিয়াল আমাদের কাছে বেশ মানসম্পন্ন মনে হয়েছে।
ইঞ্জিন ও ট্রান্সমিশন
Yamaha Saluto 125 UBS বাইকে ১২৫ সিসির এয়ার-কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ৮.৩ পিএস পাওয়ার ও ১০.১ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। শহুরে সড়কে রেগুলার কম্যুটের জন্য এই ইঞ্জিন বেশ ভালো। এই বাইকের টপ স্পিড প্রায় ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। আর সবচেয়ে ইমপ্রেসিভ বিষয় হলো এর মাইলেজ, প্রায় ৫০+ কিলোমিটার প্রতি লিটার। সাথে রয়েছে ৪-স্পিড গিয়ারবক্স।
ব্রেকিং ও সাসপেনশন
Yamaha Saluto 125 UBS বাইকের সামনে ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ব্রেকের কম্বিনেশন ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সেগমেন্টকে আরো শক্তিশালী করার জন্য ইয়ামাহা এই বাইকে ইউবিএস টেকনোলজির ব্যবহার করেছে।
সাসপেনশন সেগমেন্টে বাইকের সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে ডুয়াল শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে। তাই সাসপেনশন পারফরম্যান্স বেশ ভালো পাওয়া গিয়েছে।
টায়ার ও হুইল
Yamaha Saluto 125 UBS বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকের সামনের ও পেছনের টায়ারের সাইজ ৮০/১০০-১৮। এছাড়া সাথে থাকছে অ্যালয়ের হুইল।
ইলেক্ট্রিক ফিচারস
Yamaha Saluto 125 UBS বাইকে বেসিক সব ইলেক্ট্রিক ফিচার দেয়া হয়েছে। বাইকের সামনে হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। এছাড়া দেয়া হয়েছে এলইডি টেইল লাইট ও ইন্ডিকেটর। ড্যাশবোর্ডে প্রয়োজনীয় সকল ইন্ডিকেটর পেয়ে যাবেন। তবে আরো কিছু অ্যাডভান্সড ফিচার অ্যাড করে দিলে ভালো হতো।
পরিসংহার
সর্বোপরি, Yamaha Saluto 125 UBS বেশ ফুয়েল এফিশিয়েন্স ও প্র্যাক্টিকাল বাইক, যা রেগুলার কম্যুটিং-এর জন্য বেশ ভালো মনে হয়েছে আমাদের কাছে। বাজেটের মাঝে কম্যুটিং বাইক প্রয়োজন হলে Yamaha Saluto 125 UBS বাইকটির কনসিডার করতে পারেন।
বাংলাদেশে Yamaha Saluto 125 UBS এর দাম
বাংলাদেশে Yamaha Saluto 125 UBS এর অফিসিয়াল দাম ৳158,000। আসল মূল্য কম বেশি হতে পারে যা আপনি ডিলার এর কাছ থেকে যাচাই করে নিতে পারেন।
সুবিধা
- ফুয়েল এফিশিয়েন্সি।
- ওজন কম।
- ইউবিএস।
অসুবিধা
- এবিএস নেই।
- অ্যাডভান্সড ফিচারের অভাব।
- ফুয়েল ক্যাপাসিটি কিছুটা কম।
The Yamaha Saluto 125 UBS commuter motorcycle offers comfort, fuel efficiency, and practicality. It targets riders who need a reliable bike for daily commuting in city traffic. With its simple design and smooth performance, the Saluto 125 UBS is known for being a budget-friendly option. This review will examine its design, engine, braking system, tires, and other features to help you decide if it’s the right bike for your needs.
The Yamaha Saluto 125 UBS has a straightforward and clean design, appealing to riders who prefer a simple look. It features a slim body that helps with easy maneuvering in traffic. The bike’s dimensions are compact, making it lightweight and easy to handle, with a total weight of around 113 kg. The fuel tank has a 7.6-liter capacity, which is good for long commutes. The bike’s build quality is decent, with sturdy materials used for the body panels, ensuring durability over time.
Engine and Transmission
The Yamaha Saluto 125 UBS is powered by a 125cc, air-cooled, single-cylinder engine that produces 8.3 PS of power and 10.1 Nm of torque. This engine provides a smooth and efficient performance, ideal for city commutes. The bike has a top speed of around 90 km/h. One of the key highlights of this bike is its impressive mileage, which can go up to 60 km/l, making it a fuel-efficient option. The engine is mated to a four-speed gearbox.
Braking and Suspension
The Saluto 125 UBS is equipped with a front disc brake and a rear drum brake, ensuring adequate stopping power for city rides. The bike also comes with Yamaha’s Unified Braking System (UBS), which enhances braking safety by distributing brake force evenly between the front and rear wheels.
The suspension setup includes telescopic forks at the front and dual shock absorbers at the rear, offering a comfortable ride over uneven roads. However, the bike does not come with ABS.
Tyre and Wheel
The Yamaha Saluto 125 UBS is equipped with tubeless tires, which are more durable and require less maintenance. The front tire size is 80/100-18, and the rear tire is 80/100-18, providing good stability and grip on the road. The bike comes with alloy wheels, which are lightweight and add a modern touch to its overall design.
Electric Features
The Yamaha Saluto 125 UBS comes with basic electric features, including a halogen headlamp that provides decent illumination for night riding. It also features an analog instrument cluster, which displays essential information like speed, fuel level, and odometer. The bike does not have advanced electric features like LED lights or a digital display, keeping the design simple and functional.
Conclusion
The Yamaha Saluto 125 UBS is a practical and fuel-efficient commuter bike, designed for daily use in city traffic. Its lightweight design, smooth engine performance, and reliable braking system make it a good option for riders looking for a budget-friendly motorcycle. While it lacks advanced features, it offers the essentials needed for an efficient ride.
Yamaha Saluto 125 UBS Price in Bangladesh
The official price of Yamaha Saluto 125 UBS in Bangladesh is ৳158,000. However, you should check the final price of the bike with the dealer.
Pros
- Fuel efficiency.
- Lightweight.
- UBS.
Cons
- No ABS.
- Lacks advanced features.
- Slightly lower fuel capacity.
Yamaha Saluto 125 UBS Images
Yamaha Saluto 125 UBS Video Review
23 Jan, 2025 - Yamaha Saluto 125 UBS বাইক ক্রয় করার কথা ভাবছেন? ক্রয় করার আগে দেখে নিন Yamaha Saluto 125 UBS রিভিউ। একই সাথে থাকছে এক্সপার্ট অপিনিয়ন, সুবিধা ও অসুবিধা
সাধারণ কিছু প্রশ্ন উত্তর
Yamaha Saluto 125 UBS বাইকের ওজন কতো?
Yamaha Saluto 125 UBS বাইকের ওজন ১১৩ কেজি।
Yamaha Saluto 125 UBS - এর মাইলেজ কতো?
Yamaha Saluto 125 UBS থেকে ৫০ কিলোমিটার প্রতি লিটারের বেশি মাইলেজ পাওয়া যাবে।
Yamaha Saluto 125 UBS - এর সর্বোচ্চ গতি কতো?
Yamaha Saluto 125 UBS ৯০ কিলোমিটার প্রতি ঘন্টার বেশি পর্যন্ত গতি তুলতে পারবে।
Yamaha Saluto 125 UBS - এর ফুয়েল ক্যাপাসিটি কতো?
Yamaha Saluto 125 UBS ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে ৭.৬ লিটার।
Yamaha Saluto 125 UBS - বাইক কি ক্রয় করা উচিত হবে?
Yamaha Saluto 125 UBS বাইকটি সবদিক থেকে বেশ ব্যালেন্সড। তাই বাজেট থাকলে অবশ্যই বাইকটি ক্রয়ের বিষয়ে কনসিডার করতে পারেন।
Yamaha Saluto 125 UBS Specifications
Model name | Yamaha Saluto 125 UBS |
Type of bike | Commuter |
Type of engine | Air Cooled, Single Cylinder, 4-Stroke, 2-Valve, SO |
Engine power (cc) | 125.0cc |
Engine cooling | Air Cooled |
Max. Horse power | 8.20 Bhp @ 7000 RPM |
Max torque | 10.10 NM @ 4500 RPM |
Start method | Kick & Electric |
Number of gears | 4 |
Mileage | 65 Kmpl, (Approx) |
Top speed | 100 Kmph, (Approx) |
Front suspension | Telescopic |
Rear suspension | Twin shocks |
Front brake type | Single Disc |
Front brake diameter | 245 mm |
Rear brake type | Drum Brake |
Rear brake diameter | 130 mm |
Braking system | Ubs Braking |
Front tire size | 80/100-18 47P |
Rear tire size | 80/100-18 54P |
Tire type | tubeless |
Overall length | 2035 mm |
Overall height | 1095 mm |
Overall weight | 114 Kg |
Wheelbase | 1265 mm |
Overall width | 730 mm |
Ground clearance | 180 mm |
Fuel tank capacity | 7.6 L |
Seat height | 805 Mm |
Head light | n/a |
Indicators | halogen |
Tail light | halogen |
Speedometer | Analog |
RPM meter | Information not available |
Odometer | analog |
Seat type | Single Seat |
Engine kill switch | Inf |
Body colors | N/A |
Distributor/dealer | N/A |
Features | Single Disc, Self Start Only |