Roadmaster Prime 100 রিভিউ, দাম, ফিচার এবং স্পেসিফিকেশন
What's on the page
Roadmaster হলো একটি বাংলাদেশী মোটরসাইকেল ব্র্যান্ড। রোডমাস্টার মোটরস লিমিটেড কোম্পানিটি চায়না সহ বিভিন্ন দেশ থেকে যন্ত্রাংশ এনে মোটরসাইকেল সংযোজন এবং বিপণন করে থাকে। কোম্পানিটি তাদের প্রায় সকল বাইকে “মেড ইন বাংলাদেশ” ট্যাগলাইন ব্যবহার করে। দেশীয় বাইক উৎপাদনকারী কোম্পানি গুলোর মধ্যে এটি অন্যতম সেরা ব্র্যান্ড। Roadmaster Prime 100 এই ব্র্যান্ডের তথা দেশের অন্যতম সেরা ১০০ সিসির কমিউটার টাইপ বাইক। এটি স্বল্প মূল্যে ঘন-ঘন ব্যবহার উপযোগী একটি বাইক। এই ব্লগে Roadmaster Prime 100 রিভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্থায় এখনো ১০০ সিসি বাইকের প্রচুর চাহিদা রয়েছে। গর্জিয়াস ডিজাইন না হলেও; বাজেট বান্ধব দাম, রেগুলার ব্যবহার উপযোগিতা, এবং বেশি মাইলেজ হওয়ায় এই ধরণের বাইকের প্রচুর গ্রাহক রয়েছে। এখানে আপনি রোডমাস্টার প্রাইম ১০০ রিভিউ, স্পেক্স, ফিচার, ভালো-মন্দ দিক সহ আরো বিভিন্ন বিষয়ে ধারণা পাবেন। মূলত মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের জন-সাধারণের জন্য বাইকটি বাজারে আনা হয়েছিল, কিন্তু স্মার্ট ডিজাইন এবং লং-লাস্টিং পারফরম্যান্সের কারণে বাইকটি সকল শ্রেণী-পেশার মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে।
Roadmaster Prime 100 রিভিউ
রোডমাস্টার প্রাইম ১০০ হলো একটি ডিসেন্ট ডিজাইনের স্মার্ট লুকিং কমিউটার টাইপ মোটরসাইকেল। বাইকটিতে ১০০ সিসির সাধারণ মানের কিন্তু হাই-পারফর্মিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি বেশ জ্বালানি সাশ্রয়ী এবং লং-লাস্টিং পারফরম্যান্স দিয়ে থাকে। বাইকটি থেকে আপনি প্রায় ৬০ কিমি/লিটার এভারেজ মাইলেজ এবং প্রায় ৯০ কিমি/আওয়ার টপ স্পিড পেতে পারেন। রোডমাস্টার প্রাইম ১০০ দাম সাপেক্ষে এই মাইলেজ এবং স্পিডের কম্বিনেশন প্রত্যাশার উপরে।
বাইকটিতে সিটি রাইডিং-এর উপযোগী সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। সিটিং পজিশন এবং বডি ডাইমেনশন মেজারমেন্ট ভালো হওয়ায় আপনি রাইডিং-এ কনফিডেন্স পাবেন। জ্বালানি ট্যাংকের ধারণ ক্ষমতা বেশি হওয়ায় দীর্ঘ পথ রাইডিং করতে পারবেন। বাইকটি সিটি রোডে রেগুলার ব্যবহারের জন্য খুবই কার্যকর। এটির লাইটিং সিস্টেম ক্লাসিক ডিজাইনের এবং ইলেকট্রিক্যাল ফিচার বেশ কার্যকর। ওভারঅল এটি পাওয়ারফুল কিংবা স্টাইলিশ বাইক নয়, তবে কার্যকারিতার দিক থেকে এটি অসাধারণ একটি বাইক।
রোডমাস্টার প্রাইম ১০০ ফিচার এবং ডিজাইন
বাইকটির স্মার্ট ডিজাইন এবং মজবুত বডি স্ট্রাকচার আপনাকে মুগ্ধ করবে। এটির গ্লসি গ্রাফিক্স এবং কালার কম্বিনেশন বেশ সুন্দর। বাইকটিতে আপনি প্রয়োজনীয় সকল ফিচার পাবেন। স্পেশাল কিছু ফিচারের মধ্যে রয়েছে গিয়ার পজিশন ইন্ডিকেটর, ইঞ্জিন কিল সুইচ, সিডিআই ইগনিশন সিস্টেম, কিক এবং ইলেকট্রিক স্টার্ট ইত্যাদি। এতো সাশ্রয়ী দামের মধ্যে এরকম ফিচার দেয়া বেশ কঠিন। ঘন-ঘন ব্যবহারের জন্য বাইকটি স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে।
এটির হেডলাইট হ্যালোজেন টাইপ হলেও বেশ পাওয়ারফুল। পাইপ হ্যান্ডেলবার এবং পিলিয়ন গ্র্যাব রেল সহ সিঙ্গেল সিটিং পজিশন ডিজাইনটি বেশ সুন্দর। এটির ছোট একটি মাডগার্ড এবং শেয়ার গার্ড সংযুক্ত রয়েছে। বাইকটির ডিক্যালস ডিসেন্ট লুকিং, এটি ব্ল্যাক এবং রেড এই দুটি কালার কম্বিনেশনে পাওয়া যাচ্ছে।
ইঞ্জিন পারফরম্যান্স
বাইকটিকে ৯৯.০ সিসি ডিসপ্লেসমেন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন সিঙ্গেল-সিলিন্ডার, ৪-স্ট্রোক, এবং এয়ার-কুলড ফিচার বিশিষ্ট। এটি ৮০০০ আরপিএমে সর্বোচ্চ ৬.০ বিএইচপি পাওয়ার এবং ৫০০০ আরপিএমে ৬.৫ এনএম সর্বোচ্চ টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনে একটি সিডিআই ইগনিশন সিস্টেম রয়েছে। এটি বেশ ভালো জ্বালানি সাশ্রয় করতে পারে। তবে এটি পাওয়ারফুল ইঞ্জিন নয়, তাই আপনি বেশি স্পিড তুলতে পারবেন না।
বাইকটির ট্রান্সমিশন সিস্টেম ম্যানুয়াল, এখানে মাল্টি-ডিস্ক ওয়েট ক্লাচ ব্যবহার করা হয়েছে। এটির ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বুরেটর। এটিতে ৪-স্পিড গিয়ারবক্স রয়েছে, গিয়ার-শিফটিং-এ দ্রুত টার্ন করার প্রয়োজনে ডাউন-শিফটের প্রয়োজন হয় না, সাধারণ ইঞ্জিন ব্রেকই যথেষ্ট। এটি ইলেকট্রিক এবং কিক উভয় মেথডই স্টার্ট করা যায়। বাইকারদের রিভিউ অনুযায়ী সিটি রোডে রেগুলার কমিউটের জন্য এই ইঞ্জিন যথেষ্ট ভালো পারফরম্যান্স দিতে পারে।
বডি ডাইমেনশন
বাইকটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ১৯৮০ মিমি, ৮৬০ মিমি, এবং ১২৬০ মিমি। এটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কম, মাত্র ১৬০মিমি, তাই বেশি উঁচু স্পিড ব্রেকার অতিক্রম করার সময় সতর্ক থাকতে হবে। বাইকটির জ্বালানি ধারণ ক্ষমতা বেশ ভালো, ১৫ লিটার। জ্বালানি সাশ্রয়ী হওয়ায় ফুল ট্যাংকারে দীর্ঘ পথ অতিক্রম করা যায়। বাইকটিতে ১২৯০ মিমি-এর একটি হুইলবেস রয়েছে, যা এটিকে কর্ণারিং-এ স্ট্যাবল রাখতে সাহায্য করে।
বাইকটির ওজন বেশ কম, মাত্র ১০২ কেজি, তবে আপনি এটিতে বেশ ভালো লোড নিতে পারবেন। হালকা ওজন হওয়ায় যানজট পূর্ণ রাস্তায় সহজে কন্ট্রোল এবং রাস্তার অন্যপাশে ফ্লিক করতে পারবেন। সিঙ্গেল সিটিং পজিশনটি লম্বাটে হওয়ায় একজন পিলিয়ন কম্ফোর্টেবল ভাবে বসতে পারেন। রিভিউ অনুযায়ী বাইকাররা এই বাইকের বডি ডাইমেনশন মেজারমেন্টে মোটামুটি সন্তুষ্ট।
ব্রেক এবং সাসপেনশন সিস্টেম
বাইকটির সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক টাইপ সাসপেনশন এবং পিছনের দিকে মেকানিক্যাল স্প্রিং টাইপ সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এই সাসপেনশন ছোট-খাটো গর্ত এবং সাধারণ স্পিড ব্রেকারের ধাক্কা অ্যাবজর্ব করতে পারে। তবে এবড়ো-থেবড়ো কিংবা বাম্পি রোডে এই সাসপেনশন সিস্টেম থেকে তেমন কম্ফোর্টেবল রাইডিং এক্সপেরিয়েন্স পাবেন না।
বাইকটির ব্রেকিং সিস্টেমে উভয় চাকায় ড্রাম টাইপ ব্রেক ব্যবহার করা হয়েছে। পাওয়ার এবং টর্ক জেনারেশন কম হওয়ায় এই ব্রেকিং সিস্টেম সিটি রোডে রাইডিং-এর জন্য যথেষ্ট। রিভিউ অনুযায়ী বাইকাররা এই বাইকের ব্রেক এবং সাসপেনশন সিস্টেমে মোটামুটি সন্তুষ্ট। তবে এই ব্রেক এবং সাসপেনশন সিস্টেম হাইওয়ে রোডে রাইডিংয়ের জন্য উপযুক্ত নয়।
হুইল এবং টায়ার
বাইকটিতে অ্যালয় টাইপ হুইল এবং টিউবলেস টাইপ টায়ার ব্যবহার করা হয়েছে। এটির সামনের চাকায় ২.৭৫-১৭ সেকশন টায়ার এবং পিছনের চাকায় ৩.০-১৭ সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে। উভয় হুইলের রিম সাইজ ১৭” ইঞ্চি। হুইল এবং টায়ারের এই মেজারমেন্ট ১০০ সিসি স্ট্যান্ডার্ড বাইকের জন্য যথেষ্ট।
তবে রিভিউ অনুযায়ী বাইকটির এই টায়ার সিস্টেম টপ স্পিডে এবং ভেজা কিংবা কর্দমাক্ত রাস্তায় স্কিড করতে পারে। এটি স্পিডি বাইক নয়, তাই টপ-স্পিডে কর্ণারিং করা থেকে বিরত থাকতে হবে।
স্পিড এবং মাইলেজ
বেশি মাইলেজ সুবিধা এই বাইকটির জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ। বাইকটি থেকে আপনি প্রায় ৬০ কিমি/লিটার মাইলেজ এবং প্রায় ৯০ কিমি/আওয়ার টপ স্পিড পেতে পারেন। সাশ্রয়ী দামে এরকম মাইলেজ অ্যাডভান্টেজ পাওয়া সত্যিই কঠিন। স্বাভাবিক ভাবেই ইঞ্জিন পাওয়ার কম হওয়ায় স্পিড কিছুটা কম। রিভিউ অনুযায়ী বাইকাররা এই বাইকের স্পিড এবং মাইলেজ নিয়ে খুবই সন্তুষ্ট।
কনসোল প্যানেল এবং ইলেকট্রিক্যাল ফিচার
বাইকটির ইলেকট্রিক্যাল কনসোল সেমি ডিজিটাল ধরণের। এখানে প্রয়োজনীয় সকল ফিচার পাবেন। এখানে স্পিডোমিটারটি ডিজিটাল এবং আরপিএম মিটারটি এনালগ ধরণের। কনসোল প্যানেলের অন্যতম বিশেষ ফিচার হলো এখানে আপনি গিয়ার পজিশন ইন্ডিকেটর দেখতে পাবেন। বাইক রাইডিং-এর সময় একই সাথে গিয়ার এবং আপনার চারপাশের যানবাহনের উপর নজর রাখা কঠিন এবং ক্লান্তিকর। তাই বাইকারদের জন্য এই ফিচারটি খুবই গুরুত্বপূর্ণ।
বাইকটিতে ১২-ভোল্টের বেশ উন্নত মানের এমএফ টাইপ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। হেডলাইট, টেইল লাইট এবং ইনডিকেটরগুলো হ্যালোজেন টাইপ। বাইকটির হেডলাইটটি ১২-ভোল্ট ৩৫/৩৫ ওয়াটের, দেখতে স্টাইলিশ। Roadmaster Prime 100 রিভিউ অনুযায়ী বাইকরারা এই বাইকের কনসোল প্যানেল এবং ইলেকট্রিক্যাল ফিচার নিয়ে বেশ সন্তুষ্ট।
বাংলাদেশে Roadmaster Prime 100 এর দাম
বাংলাদেশে Roadmaster Prime 100 এর অফিসিয়াল দাম ৳76,900। আসল মূল্য কম বেশি হতে পারে যা আপনি ডিলার এর কাছ থেকে যাচাই করে নিতে পারেন।
Bikroy এর বিগত ৩ মাসের লিস্টিং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবহৃত used Roadmaster Prime 2023 এর দাম BDT 39,000.
সুবিধা
- সাশ্রয়ী মূল্য
- লং-লাস্টিং পারফরম্যান্স
- দুর্দান্ত মাইলেজ
- ইনফরমেটিভ ড্যাশবোর্ড
- গিয়ার পজিশন ইন্ডিকেটর
- ইঞ্জিন কিল সুইচ
- জ্বালানি সাশ্রয়ী
অসুবিধা
- পিছনের ব্রেক এবং সাসপেনশনটি সাধারণ মানের
- সরু টায়ার
- ইঞ্জিন পাওয়ার কম
Roadmaster Prime 100 is one of the best 100 cc commuter-type bikes in the country. It is a bike suitable for frequent use at a low price. In the current socio-economic condition of Bangladesh, there is still a lot of demand for 100 cc bikes. Although not a gorgeous design; budget-friendly prices, regular usage utility, and high mileage make this type of bike have a lot of customers. This bike was originally marketed for the middle-class and low-income masses, but due to its smart design and long-lasting performance, it has gained popularity among people from all walks of life. It is very useful for regular use on city roads.
This bike uses a standard but high-performing 100 cc engine. It is quite fuel efficient and offers long-lasting performance. You can get an average mileage of around 60 km/liter and a top speed of around 90 km/hour from this bike. This bike uses a suspension and braking system suitable for city riding. Good seating position and body dimension measurements give you confidence in riding. The capacity of the fuel tank is high so you can ride long distances. Its lighting system is of classic design and electrical features are quite efficient. Overall it is not a powerful or stylish bike, but in terms of functionality, it is a great bike.
This bike’s smart design and strong body structure will impress you. Its glossy graphics and color combination are quite beautiful. Its headlights are halogen-type but quite powerful. The single seating position design with pipe handlebars and pillion grab rails is quite nice. You will get all the necessary features of the bike. Some of the special features include a gear position indicator, engine kill switch, CDI ignition system, kick, and electric start, etc. It is very difficult to provide such a feature at such an affordable price. It is available in two color combinations Black and Red.
This bike is not designed for racing or thrill riding. Analyzing the needs of working middle-class people and general business people, it has been brought to the market at an affordable price. This bike is the perfect choice for those who prefer a long-lasting performance bike suitable for high mileage and frequent use.
Roadmaster Prime 100 Price in Bangladesh
The official price of Roadmaster Prime 100 in Bangladesh is ৳76,900. However, you should check the final price of the bike with the dealer.
As per the Bikroy's 3 months price data, the avg. price of used Roadmaster Prime 2023 is BDT 39,000.
Roadmaster Prime 100 Images
Roadmaster Prime 100 Video Review
25 Sep, 2023 - Roadmaster Prime 100 দেশের অন্যতম সেরা ১০০ সিসির কমিউটার বাইক। যারা বেশি মাইলেজ এবং ঘন-ঘন ব্যবহার উপযোগী লং-লাস্টিং পারফরম্যান্সের বাইক প্রেফার করেন, এটি তাদের জন্য পারফেক্ট চয়েস।
Roadmaster Prime 100 সম্পর্কে কিছু জিজ্ঞাসা
Roadmaster Prime 100 কি ধরণের বাইক?
এটি একটি স্মার্ট ডিজাইনের কমিউটার টাইপ বাইক।
বাইকটিতে কি ধরণের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে?
এয়ার-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার, ৪-স্ট্রোক, এবং সিডিআই ইগনিশন সিস্টেম ফিচার বিশিষ্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
বাইকটির স্টার্টিং মেথড কি?
কিক এবং ইলেকট্রিক।
বাইকটির ব্রেকিং সিস্টেমে কি ব্যবহার করা হয়েছে?
উভয় চাকায় ড্রাম টাইপ ব্রেক ব্যবহার করা হয়েছে।
বাইকটির এভারেজ মাইলেজ এবং স্পিড কত?
প্রায় ৬০ কিমি/লিটার এভারেজ মাইলেজ এবং প্রায় ৯০ কিমি/আওয়ার টপ স্পিড।
Roadmaster Prime 100 Specifications
Model name | Roadmaster Prime 100 |
Type of bike | Commuter |
Type of engine | 4 Stroke Single Cylinder |
Engine power (cc) | 99.0cc |
Engine cooling | Air Cooled |
Max. Horse power | 6 Bhp @ 8000 RPM |
Max torque | 6.5 NM @ 5000 RPM |
Start method | Kick & Electric |
Number of gears | 4 |
Mileage | 60 Kmpl (Approx) |
Top speed | 90 Kmph (Approx) |
Front suspension | Telescopic |
Rear suspension | Mechanical Spring |
Front brake type | Drum Brake |
Front brake diameter | No Info |
Rear brake type | Drum Brake |
Rear brake diameter | No Info |
Braking system | No Info |
Front tire size | 2.75-17 |
Rear tire size | 3.00-17 |
Tire type | Tubeless |
Overall length | 1980 mm |
Overall height | 1260 mm |
Overall weight | 102 Kg |
Wheelbase | 1290 mm |
Overall width | 860 mm |
Ground clearance | 160 mm |
Fuel tank capacity | 15L |
Seat height | No Info |
Head light | 12V 35/35W |
Indicators | Halogen |
Tail light | Halogen |
Speedometer | analog |
RPM meter | Digital |
Odometer | No Info |
Seat type | singleseat |
Engine kill switch | No |
Body colors | No Info |
Distributor/dealer | Roadmaster Motors LTD |
Features | Kick and Self Start |