বাংলাদেশে বাইক চালানো হোক বা একটি বাইকে ভ্রমণ করা হোক, এটি একটি অমূল্য অংশ হয়ে গিয়েছে আমাদের দৈনন্দিন জীবনে।
অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, বাংলাদেশে মোটরসাইকেল মার্কেটে ১৬৫সিসি পাড়ি দিয়ে উচ্চসিসির বাইকের জগতে পা রাখতে যাচ্ছে, যেখানে অন্যান্য সকল ব্র্যান্ডের থেকে এগিয়ে ছিল বাজাজ, তাদের Palsar N Series নিয়ে। শোনা যাচ্ছিলো, Pulsar N Series এর ২৫০সিসির বেশকিছু বাইক বাজাজ কর্তৃপক্ষ ইতোমধ্যে বাংলাদেশে স্টকে রেখেছে যেখান থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি বাইক উপহার হিসেবেও দেয়া হয়েছিলো।
বাংলাদেশে বাজাজ কর্তৃপক্ষ গত ২৭ নভেম্বর বেশ ঘটা করে আয়োজন করেছেন Pulsar N Series এর নতুন একটি বাইক উন্মোচন, আর নির্ভরযোগ্য সুত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে এটা অন্যকিছু না বরং এটি হলো Bajaj Pulsar N250।
অবশেষে সকল জলপনা-কল্পনার অবসান ঘটিয়ে বাজাজ কর্তৃপক্ষ ২৫০সিসির পালসার বাইকটি উদ্ভবন করে দিয়েছেন। ২৭ নভেম্বর, ২০২৩ দিনটি বাংলাদেশের বাইকার কমিউনিটির জন্যে একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে।