হিরো নিয়ে এলো প্রতিদিন লাখপতি হওয়ার সুবর্ণ সুযোগ

18 May, 2023   [wppr_avg_rating]
হিরো নিয়ে এলো প্রতিদিন লাখপতি হওয়ার সুবর্ণ সুযোগ

হিরো বাংলাদেশে অন্যতম জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড – বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নিলয় মোটরস লিমিটেড। হিরো বাংলাদেশে গ্রাহকদের জন্য প্রায়ই বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। এবার হিরো নিয়ে এলো যেকোনো মডেলের হিরো বাইক কিনে প্রতিদিন লক্ষ টাকা জিতে নেয়ার সুযোগ। ক্রেতাদের মধ্য থেকে প্রতিদিন লাকি ড্র-এর মাধ্যমে বিজয়ী ১ জন ক্রেতা পাবেন নিশ্চিত ১ লক্ষ টাকা! এছাড়া, প্রতিটি হিরো মোটরসাইকেল কিনলে নিশ্চিত ক্যাশব্যাক তো আছেই! বিস্তারিত জানতে নিকটস্থ অফিশিয়াল শোরুম ভিজিট করুন।

এই লাখপতি অফারটি চলবে আগামী ৩১শে অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত। এছাড়া এই সাথে নিয়মিত ক্যাশব্যাক অফারটি তো থাকবেই। আর এই অফারটি আপনি হিরো বাংলাদেশ এর যেকোন অফিশিয়াল শোরুম থেকে উপভোগ করতে পারবেন।
বাংলাদেশে Hero মোটরসাইকেল এর বর্তমান মূল্য:
[wpdataaccess pub_id=”1″]

Similar News


Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.