মোটরসাইকেলের চেইন পরিষ্কার করার ৫টি সহজ উপায়

09 Oct, 2023   
মোটরসাইকেলের চেইন পরিষ্কার করার ৫টি সহজ উপায়

মোটরসাইকেলের যেই অংশটি ব্যালেন্স রক্ষা করে বাইককে সামনের দিয়ে এগিয়ে নিয়ে যায়, তা হলো মোটরসাইকেলের চেইন। বাইকের সকল পার্টসের মধ্যে চেইনই একমাত্র বাইকের বাহিরের দিকে থাকে এবং সবসময় সচল থাকে। ফলে বাইককের চেইন নোংরাও হয় অনেক বেশি। অনেক সময় রাস্তা থেকে কোনো কিছু লেগে চেইনের ক্ষতিও হতে পারে। এজন্য উচিৎ নিয়মিত মোটরসাইকেলের চেইন পরিষ্কার রাখা। 

মোটরসাইকেলের চেইন পরিষ্কার করা আসলে তেমন কঠিন কোনো কাজ না। প্রতি সপ্তাহে একবার বাইক পরিষ্কারের সময় যত্ন সহকারে এক ঘন্টা সময় দিলেই চেইনের সকল খুঁটি নাটি দেখা সহ চেইন পরিষ্কার করে ফেলা সম্ভব। এই সময়টা দেয়া জরুরি কারণ একটি অপরিষ্কার চেইন যেকোনো দুর্ঘটনা ঘটাতে পারে। যেমন চেইন স্লিপারি হয়ে খুলে চলে আসা, চেইনের স্প্রোকেট বাঁকিয়ে যাওয়া, চেইন ছিঁড়ে যাওয়া এমন নানা কিছু। আর এর সব কয়টিই রাস্তার মাঝে ঘটলে হতে পারে বড় রকমের দুর্ঘটনা। তাই জীবনের নিরাপত্তা নিশ্চিত এবং বাইকের গুণগত মান ধরে রাখার জন্য আমাদের উচিৎ নিয়মিত বাইকের চেইন পরিষ্কার রাখা। আজকের লেখায় আমরা সহজ ৫টি উপায়ে বাইকের চেইন পরিষ্কার করা শিখবো। 

তার আগে আমাদের জেনে নেয়া দরকার মোটরসাইকেলের চেইন পরিষ্কার এবং চেক করার সময় আমাদের যে যে  দিকগুলো খেয়াল রাখতে হবে- 

  • চেইনের পিন শক্ত আছে কিনা;
  • চেইনের রোলারে কোনো মরিচা বা ফেঁটে যাওয়ার চিহ্ন আছে কিনা;
  • চেইনের লিঙ্কগুলো শুকিয়ে গিয়েছে কিনা বা নোংরা হয়ে আছে কিনা;
  • চেইনের লিঙ্কগুলো একটি আরেকটির উপর উঠে গিয়েছে কিনা বা এডজাস্টে কো্নো সমস্যা আছে কিনা;
  • চেইন ঢিলা হয়ে আছে কিনা;
  • স্প্রোকেটের দাঁতগুলো বাঁকিয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে কিনা;
  • স্প্রোকেটের নাটগুলো ঢিলে হয়ে গিয়েছে কিনা;

মূলত মোটরসাইকেলের চেইন চেক করার সময় এই বিষয়গুলোই আমাদের খেয়াল রাখতে হবে। চেইন যদি ঢিলে হয়ে যায়, তাহলে আমাদের এডজাস্ট করে নিতে হবে। আর যদি ময়লা দেখা দেয় বা শুকিয়ে যায়, তাহলে আমরা পরিস্কারের ধাপগুলো অনুসরণ করবো। 

চেইন পরিষ্কার করতে আমাদের যা যা লাগবে তা হলো-

  • মোটরসাইকেলের স্ট্যান্ড
  • সফট ব্রাশ বা চেইন ব্রাশ
  • পরিষ্কার কাপড়
  • কেরোসিন বা চেইন ক্লিনার
  • চেইন লুব্রিকেন্ট 

 

এবার আসি চেইন পরিষ্কারের ধাপগুলো নিয়ে-

১. প্রস্তুতি নিন

চেইন পরিষ্কারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সব সংগ্রহ করুন। পরিষ্কারের জন্য লাগবে মোটরসাইকেল স্ট্যান্ড, যা বাইকটিকে সোজা রাখবে এবং পিছনের চাকা উঁচু করে রাখবে। ফলে সহজেই চেইন ঘুরিয়ে তা চেক করা যাবে। চেইন ব্রাশ যা ডাস্ট ক্লিনিং এর জন্য কাজে লাগবে। পরিষ্কার কাপড় যা দিয়ে চেইন ক্লিনার লাগাবেন চেইনের আগে। আর সব শেষে চেইন লুব্রিকেন্ট, যা দিয়ে চেইনের মসৃণতা নিয়ে আসা যাবে। এগুলো সংগ্রহ হলেই পরবর্তী ধাপে চলে যাবেন। 

২. স্ট্যান্ডের উপর বাইক উঠান

চেইন পরিষ্কারের পরবর্তী ধাপ হলো স্ট্যান্ডের উপরে পিছনের চাকা উঠিয়ে দেয়া। এটি চেইনের পিছনের স্প্রোকেটের উপর বসাবেন। ফলে চেইন এবং চাকা দুটিই খুব সহজে ঘুরাতে পারবেন। পুরো চেইন ঘুরিয়ে দেখুন চেইনের গায়ে কোনো ডিফেক্ট চোখে পড়ছে কিনা। সেই সাথে শুকনো কাপড় দিয়ে চেইনটি একবার ভালো মতো মুছে নিন।

৩. ক্লিনার ব্যবহার করুন

চেইনের উপর ক্লিনারের হালকা স্প্রে ছিটান এবং শুকনো কাপড় দিয়ে মুছুন। এভাবে পুরো চেইনের উপর ক্লিনার ছিটাবেন এবং কাপড় দিয়ে মুছবেন। এর মাধ্যমে চেইনের গায়ে লেগে থাকা সকল ময়লা উঠে আসবে।

৪. পানি শুকিয়ে ফেলুন

ক্লিনার ব্যবহারের পরবর্তী ধাপ হলো চেইনের গায়ে লেগে থাকা সকল পানি শুকিয়ে ফেলা। তা না হলে লুব্রিকেন্ট লাগালে তা স্থায়ী হবে না। এ জন্য চেইন পরিষ্কার করার পর বাইকটি নিয়ে অল্প কিছু পথ চালিয়ে দেখতে পারেন। অথবা বাইকটি কিছুক্ষণ সামনে পিছে করতে পারেন যাতে অতিরিক্ত সকল পানি ঝড়ে পড়ে যায়। চেইন থেকে সকল পানি সরে গেলে লুব্রিকেন্ট লাগানোর জন্য প্রস্তুতি নিন।

৫. লুব্রিকেন্ট ব্যবহার করুন

লুব্রিকেন্ট ব্যবহারের জন্য বাইকটিকে আগের মতো স্ট্যান্ডের উপর উঠান। এবার চেইনের দুই অংশে লুব্রিকেন্ট স্প্রে করতে হবে। বাহিরের দিক এবং ভিতরের দিক। প্রথমে বাহিরের দিকে লুব্রিকেন্টের হালকা স্প্রে দিন। এতে বাহিরের সাইডপ্লেটগুলোর গায়ে লুব্রিকেন্ট লেগে যাবে। এভাবে একবার চেইন ঘুরিয়ে লুব্রিকেন্ট লাগান। এর পর চেইন এডজাস্ট করার জন্য ভিতরের সাইডপ্লেটগুলোর মাঝেও একইভাবে চেইন ঘুরিয়ে লুব্রিকেন্ট ব্যবহার করুন। এর ফলে চেইন বেশ স্মুথ হয়ে যাবে। খেয়াল রাখবেন, লুব্রিকেন্ট অতিরিক্ত দেয়া যাবে না। তাহলে বেশি ময়লা আটকাবে চেইনের গায়ে। 

সবশেষে মোটরসাইকেলের চেইন এডজাস্ট হয়েছে কিনা তা দেখার জন্য পুরো চেইন ঘুরিয়ে এর স্মুথনেস চেক করুন এবং কিছুক্ষণ পর মোটরসাইকেল চালিয়ে দেখুন। এভাবে খুবই সহজে ৫টি ধাপে আপনি মোটরসাইকেলের চেইন চেক ও পরিষ্কার করতে পারবেন।

যেকোনো বাইক বা স্কুটার রিভিউ, স্পেসিফিকেশন, ফিচারস এবং মোটরবাইকের প্রয়োজনীয় আনুষঙ্গিক সম্পর্কিত আরো বিভিন্ন তথ্য পেতে ভিজিট করুন বাইকস গাইড। বাংলাদেশে বিভিন্ন নতুন এবং ব্যবহৃত বাইক সম্পর্কিত  তথ্য জানতে হলে চোখ রাখুন দেশের সেরা মোটরবাইক মার্কেটপ্লেস Bikroy-এ।

 

The part of the motorcycle that keeps the balance and propels the bike forward is the motorcycle chain. Among all the bike parts, the chain is the only one on the outside of the bike and is always in motion. As a result, the bicoc chain gets dirty a lot. Sometimes, something from the road can damage the chain. That is why the motorcycle chain should be kept clean regularly.

All we need to clean the chain is-

  • Motorcycle stand
  • A soft brush or chain brush
  • clean clothes
  • Kerosene or chain cleaner
  • Chain lubricant

Now let’s take the chain cleaning steps-

1. Get Ready

Gather all the tools needed to clean the chain. Cleaning requires a motorcycle stand, which keeps the bike upright and the rear wheel elevated. As a result, it can be easily checked by turning the chain. Chain brush, which is helpful for dust cleaning. A clean cloth with which to apply the chain cleaner before the chain. And finally, the chain lubricant, with which the smoothness of the chain can be brought. Once they are collected, proceed to the next step.

2. Raise the Bike on the Stand

The next step in cleaning the chain is to lift the rear wheel off the stand. Place it on the rear sprocket of the chain. As a result, both the chain and the wheel can turn very easily. Turn the whole chain and see if any defects are visible. Also, wipe the chain well with a dry cloth.

3. Use Cleaner

Wipe the chain with a dry cloth after lightly cleaning it with a spray bottle. Wipe the entire chain using a cloth after sprinkling it with the cleanser. This will remove all of the dirt that has become lodged on the chain.

4. Drain The Water

Draining all of the water from the chain is the next stage in utilizing the cleaner. If not, lubricant application won’t last. You can ride the bike for a short distance after cleaning the chain. Alternatively, you can spend some time rocking the bike back and forth to release the extra water into the storm. After the chain has drained entirely of water, add lubrication.

5. Use Lubricant

To apply the lubricant, raise the bike on the stand like you did. Apply the lubricant to the two chain segments now. Both indoors and out. First, lightly mist the outside with lubrication. The lubricant will stick to the outside side plates as a result. Grease the chain by turning it once. Next, lubricate the chain by adjusting it by moving it in the same manner between the inner side plates. The chain will run quite smoothly as a result. Take care not to add too much lube. More dirt will then adhere to the chain.

Finally, check the motorcycle chain’s smoothness by rotating the entire chain to see if the motorcycle chain is adjusted and ride the motorcycle after a while. In this way, you can check and clean the motorcycle chain in 5 easy steps.

 

Similar Advices



Leave a comment

Please rate

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Washing Servicesbikroy

No bikes found. Browse used section or Explore other models.

Vehicle Servicesbikroy
Car dent paint for Sale

Car dent paint

MEMBER
Tk 0
3 weeks ago
Gps Tracking Service for Sale

Gps Tracking Service

MEMBER
Tk 6,000
1 month ago
+ Post an ad on Bikroy