ইফাদ মোটরস মে মাসের মধ্যে দেশে চালু করতে যাচ্ছে রয়্যাল এনফিল্ড। জুলাই মাসে প্রতিষ্ঠানটি ৪টি মডেল নিয়ে যাত্রা শুরু করার পরিকল্পনা করছে। বর্তমানে কোম্পানিটি সারা দেশে ডিলারদের সন্ধান করছে।
ইফাদ গ্রুপের পরিচালক তাসকিন আহমেদ বলেন, ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর নামের এই চারটি মডেল বাংলাদেশে তৈরি করা হবে এবং দাম নির্ভর করবে বিনিময় হারের ওপর। তিনি আরো বলেন, “আমরা যতটা সম্ভব দাম কম রাখার চেষ্টা করব”। তবে তিনি বিক্রি শুরু করার পূর্বে মোটরসাইকেলের মূল্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইফাদ গ্রুপের একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, বাজারে মোটরসাইকেলগুলো ছাড়ার সময় ডলারের দাম ১২৫ টাকার মধ্যে থাকলে চারটি মডেলের দাম ৫ লাখ থেকে ৬ লাখ টাকার মধ্যে হতে পারে।
বর্তমানে চট্টগ্রামে ইফাদ মোটরসের কারখানায় বছরে ৪০ হাজার মোটরসাইকেল তৈরির ক্ষমতা রয়েছে।
ইফাদ গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা আরো জানান, ২০২৪ সালে ১৫টির মত ডিলারশিপ বেছে নেওয়া হবে।