ইয়ামাহা বাংলাদেশের অন্যতম প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড। তারা সবসময় তাদের গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে। ২০২৪ সালের মার্চের জন্য, ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ ম্যাজিকাল মার্চ ২০২৪ ক্যাশ ব্যাক অফার নিয়ে এসেছে।
এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ ইয়ামাহার নির্বাচিত মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে।
এই ক্যাশ-ব্যাক অফারে, ইয়ামাহা FZ-S FI V2 DD, FZS V3 (BS4), FZS V3 (Vintage) (BS4), FZ-S FI V3 ABS (BS6), FZ-S FI V3 ABS Deluxe (BS6), FZ-X,-এই মডেল গুলোতে অফার দিচ্ছে।
এই ক্যাশ-ব্যাক অফারটি পরবর্তী অফার ঘোষণা না হওয়া পর্যন্ত চলবে। তাই দেরি না করে আজই এই ক্যাশ-ব্যাক অফারে আপনার কাঙ্খিত ইয়ামাহা মোটরসাইকেল কিনতে যোগাযোগ করুন নিকটস্থ শোরুমে।
মোটরসাইকেলের দাম, ইন্ডাস্ট্রির সর্বশেষ খবর, টিপস এবং অন্যান্যের জন্য চোখ রাখুন আমাদের ওয়েবসাইট-এ।