Loncin CR 3 রিভিউ ও বাংলাদেশে মূল্য
What's on the page
নেকেড স্পোর্টস বাইকগুলো নিজেদের ফিচার, ফ্রেন্ডলি বিহেভিয়ার ও পারফরম্যান্সের কারণে ব্যবহারকারীদের কাছে বেশ পছন্দের। একারণেই অনেকগুলো কোম্পানী বর্তমানে এই ধরণের বাইক বাজারে নিয়ে আসছে। এইচ পাওয়ার বাংলাদেশের বেশ স্বনামধন্য বাইক প্রস্তুতকারক এবং তারা’ও এমন একটি বাইক অফার করছে, যার নাম Loncin CR 3। Loncin CR 3 – এর বেশ কিছু নজরকাড়া ফিচার, পাওয়ারফুল ইঞ্জিন এবং বেশ ভালো মাইলেজ রয়েছে। তাই আজকের লেখায় আমরা Loncin CR 3 রিভিউ জানবো।
Loncin CR 3 রিভিউ ও বিস্তারিত আলোচনা
তবে চলুন এবার Loncin CR 3 রিভিউ ও এই বাইক সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
ডিজাইন
Loncin CR 3 – এর রয়েছে একটি নেকেড স্পোর্টস বাইক লুক ও ফ্রেম। বাইকের সামনে রয়েছে ভায়োলেন্ট সুপার এলইডি হেডলাইট, যা এর স্পোর্টি লুককে যেন আরো বাড়িয়ে তুলেছে। তাই এই বাজেট সেগমেন্টে Loncin CR 3 সবচেয়ে সুন্দর মোটরবাইকগুলোর একটি। বাইকের পিলিয়নের সিট রাইডারের সিটের তুলনায় কিছুটা উচুঁ এবং সামনে রয়েছে স্ট্রেইট হ্যান্ডেল বার।
বাইকের লুককে আরো এগ্রেসিভ করে তুলতে কয়েক ধরণের কালার ব্যবহার করা হয়েছে। আর সাইডে রয়েছে বেশ স্টাইলিশ ক্রোম কোটেড অ্যালয় এক্সহস্ট। তাই দেখতে কিছুটা ভারি মনে হলেও এর ওজন খুব বেশি নয়।
ফিচারস ও বডি ডাইমেনশন
Loncin CR 3 একটি পেরিমিটার ফ্রেইমের উপর তৈরি করা হয়েছে যা বেশি সিসির বাইকগুলোতে বেশ কমন। এই ধরণের ফ্রেইমে বাইকের ডাইমেনশন ঠিক রাখা গেলে বেশ ভালো ব্যালেন্স পাওয়া যায়। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ১৭০ মিমি। বাইকের সিটের উচ্চতা ৭৮৫ মিমি রাখা হয়েছে, তাই যেকোনো রাইডার এটি বেশ সহজেই চালাতে পারবেন। বাইকের সামনে ও পেছনে হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে।
ইঞ্জিন
Loncin CR 3 – এ ১৬৫ সিসির ৪ স্ট্রোক SOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা বেশ পাওয়ারফুল। এই ইঞ্জিন ৮০০০ আরপিএমে ১৫.৬ বিএইচপি পাওয়ার এবং ৬৭০০ আরপিএমে ১৪.৪ এনএম টর্ক জেনারেট করতে পারে।
পারফরম্যান্স
Loncin CR 3 মোটরবাইক থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ স্পিড ও ৪০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে। এই বাইকে কিক ও সেলফ স্টার্ট, উভয় ধরণের সিস্টেম রয়েছে।
ব্রেকিং মেকানিজম
Loncin CR 3 – এর সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে রয়েছে মনো শক সাসপেনশন। সামনে ও পেছনে রয়েছে ডাবল ডিস্ক ব্রেইক। তবে এবিএস ব্রেকিং টেকনোলজি ব্যবহার করা হয়নি।
হুইল ও টায়ার
Loncin CR 3 – এ টিউব টায়ার ব্যবহার করা হয়েছে।
পরিসংহার
Loncin CR 3 নিঃসন্দেহে এই বাজেট সেগমেন্টে একটি সেরা চয়েস হতে পারে। ভালো সিসি’র ইঞ্জিনের পাশাপাশি এর এগ্রেসিভ লুক সবার নজর কাড়তে বাধ্য। তবে এই বাজেটে আরো ভালো মাইলেজ চাইলে আপনাকে অন্য কোনো অপশন দেখতে হবে। মাইলেজ হিসেবে লনসিন সিআর ৩ বাইকের মূল্য কিছুটা কম হতে পারতো অবশ্যই।
বাংলাদেশে Loncin CR 3 এর দাম
বাংলাদেশে Loncin CR 3 এর অফিসিয়াল দাম ৳165,000। আসল মূল্য কম বেশি হতে পারে যা আপনি ডিলার এর কাছ থেকে যাচাই করে নিতে পারেন।
সুবিধা
- ভালো ডিজাইন।
- ভালো সাসপেনশান এবং ব্রেকিং।
- ভালো ইঞ্চিন পারফরম্যান্স।
অসুবিধা
- লিকুইড কুলিং বা ওয়াটার কুলিং ফিচার নেই।
- এবিএস ব্রেকিং নেই।
- ৫ স্পিড গিয়ার ট্রান্সমিশন।
Loncin CR 3 is undoubtedly one of the best looking bikes available in this budget segment in Bangladesh. It rocks an aggressive look with good frame balance. Although the bike may seem a bit heavy, in reality, it’s not. There are some good features available in this bike as well.
Loncin CR 3 has a violent super LED headlight in the front that complements its aggressive look. The passenger seat is a bit high and there’s a straight handle bar at the front.
Loncin CR 3 is built over a perimeter frame which is good for balancing. The height of the seat is 785 mm, so anybody can ride this bike very comfortably. It has a ground clearance of 170 mm.
Loncin CR 3 comes with a 165 cc 4-stroke SOHC engine which is quite powerful. This engine can generate 15.6 BHP power at 8000 RPM and 14.4 nm torque at 6700 RPM.
Loncin CR 3 can run at a maximum speed of 110 kilometers per hour and provide a mileage of 40 kilometers per liter. It offers both self and kick start.
Loncin CR 3 has telescopic suspension at the front and monoshock suspension at the rear. The manufacturer has used single-disc brakes both at the front and rear of Loncin CR 3. But there is no ABS braking. The bike comes with tube tyres and alloy wheels.
Loncin CR 3 will be an excellent choice for people who are looking for a naked sporty look on a budget. Although, if you’re looking for better mileage, you have to look at other options.
Loncin CR 3 Price in Bangladesh
The official price of Loncin CR 3 in Bangladesh is ৳165,000. However, you should check the final price of the bike with the dealer.
Loncin Cr 3 Images
Loncin Cr 3 Video Review
05 Oct, 2023 - Loncin CR 3 বাইক ক্রয় করার কথা ভাবছেন? ক্রয় করার আগে দেখে নিন Loncin CR 3 রিভিউ। একই সাথে থাকছে এক্সপার্ট অপিনিয়ন এবং এই বাইকের সুবিধা ও অসুবিধা।
গ্রাহকদের কিছু নিয়মিত জিজ্ঞাসা
Loncin CR 3 - এর মাইলেজ কতো?
Loncin CR 3 থেকে প্রায় ৪০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে।
Loncin CR 3 - এর দাম কতো?
বর্তমানে বাংলাদেশে Loncin CR 3 ১,৬৫,০০০ টাকায় পাওয়া যাচ্ছে।
Loncin CR 3 - এর সর্বোচ্চ স্পিড কতো?
Loncin CR 3 ঘন্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতি তুলতে পারে।
Loncin CR 3 - ব্রেকিং সিস্টেম কী?
Loncin CR 3 – এর সামনে ও পেছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।
Loncin CR 3 - এ কী এবিএস ব্রেকিং আছে?
Loncin CR 3 – এ এবিএস ব্রেকিং টেকনোলজি ব্যবহার করা হয়নি।
Loncin CR 3 Specifications
Model name | Loncin Cr 3 |
Type of bike | Naked Sports |
Type of engine | SI, 4 stroke, SOHC |
Engine power (cc) | 165.0cc |
Engine cooling | No Info |
Max. Horse power | 0 Bhp @ 0 RPM |
Max torque | 0 NM @ 0 RPM |
Start method | Kick & Electric |
Number of gears | 5 |
Mileage | 40 Kmpl (Approx) |
Top speed | 110 Kmph (Approx) |
Front suspension | Telescopic |
Rear suspension | Monoshock |
Front brake type | Single Disc |
Front brake diameter | No Info |
Rear brake type | Disc Brake |
Rear brake diameter | No Info |
Braking system | No Info |
Front tire size | No Info |
Rear tire size | No Info |
Tire type | Tubeless |
Overall length | No Info |
Overall height | No Info |
Overall weight | No Info |
Wheelbase | No Info |
Overall width | No Info |
Ground clearance | No Info |
Fuel tank capacity | No Info |
Seat height | No Info |
Head light | Yes |
Indicators | Halogen |
Tail light | Halogen |
Speedometer | digital |
RPM meter | Digital |
Odometer | Digital |
Seat type | Single-Seat |
Engine kill switch | yes |
Body colors | No Info |
Distributor/dealer | No Info |
Features | Kick and Self Start, Single Disc |