Taro GP 1 Sport রিভিউ – টারো জিপি ১ স্পোর্ট দাম ও ফিচারসমূহ
What's on the page
টারো জিপি ১ স্পোর্ট ফিচার, ওভারঅল বডির ডিজাইন, পার্টস, ডাইমেনশন, কমফোর্ট ইত্যাদি বিবেচনা করলে বলা যায়, এটি একটি অসাধারণ অ্যাগ্রেসিভ লুকিং হিউজ সাইজের বাইক।
টারো জিপি ১ স্পোর্ট বাইকটিতে সংযুক্ত করা হয়েছে ৪ স্ট্রোক, ২ ভাল্ভস, সিঙ্গেল সিলিন্ডার এবং লিকুইড কুল্ড ১৫০ সিসির ইঞ্জিন। বাইকটিতে আরও সংযুক্ত রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং ওয়েট মাল্টি-প্লেট ক্লাচ।
বাইকটির ইঞ্জিনের উপরে রয়েছে ১৩.৫ লিটার ধারণ ক্ষমতার একটি ফুয়েল ট্যাংক। সামনের দিকে রয়েছে পজিটিভ শক অ্যাবজর্ভার সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে সিঙ্গেল গ্যাস অ্যাবজর্ভার সাসপেনশন। এছাড়াও, বাইকটির সামনে চাকায় ডাবল ডিস্ক এবং পেছনের চাকায় সংযুক্ত করা হয়েছে ডিস্ক ব্রেক।
বাইকটি আকারে বেশ বড় যার ওভারঅল বডির ওজন ১৫০ কেজি। এছাড়াও এটির হুইলবেস ১৪২২ মিমি, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি।
টারো জিপি ১ স্পোর্ট বাইকটি বর্তমানে বাংলাদেশে ৭টি আকর্ষণীয় কালারে পাওয়া যাচ্ছে। কালারগুলি হলো লাল, কালো, সবুজ, কমলা, লাল-সাদা, কালো-লাল, সাদা-নীল।
এই ছিল টারো জিপি ১ স্পোর্ট ফিচার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। টারো জিপি ১ স্পোর্ট দাম এবং অন্যান্য তথ্যের বিস্তারিত বিবরণ জানতে সাথেই থাকুন। এখন চলুন টারো জিপি ১ স্পোর্ট রিভিউ– এর মূল অংশে যাওয়া যাক।
Taro GP 1 Sport রিভিউ– বাইকটির বিস্তারিত বিবরণ
টারো জিপি ১ স্পোর্ট রিভিউ-এর প্রথমেই বাইকটির বডি ডিজাইন নিয়ে কথা বলা যাক।
Taro GP 1 Sport রিভিউ– বডি ডিজাইন
টারো জিপি ১ স্পোর্ট বাইকটির বডি ডিজাইন এক কথায় চোখ ধাঁধানো। বাইকটির চেসিসে ব্যবহার করা হয়েছে ট্রেলিস ফ্রেম যা বাইকটিকে স্টাইলিশ করার পাশাপাশি বাইকটির ওয়েট ব্যালেন্স করতে সাহায্য করে।
টারো জিপি ১ স্পোর্ট ফিচার এর একটি ভালো দিক হলো হেডলাইট সেটআপ। বাইকটির সামনের দিকে রয়েছে এলইডি প্রজেকশন হেডলাইট যা একে যথেষ্ট অ্যাগেসিভ একটি লুক দিয়েছে।
বাইকটির ওভারঅল বডির দৈর্ঘ্য ২০৫০ মিমি, প্রস্থ ৭২০ মিমি, উচ্চতা ১১৫৫ মিমি এবং হুইলবেস ১৪২২ মিমি। বাইকটির ওভারঅল বডির ওজন ১৫০ কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি।
বাইকটির সিট হাইট কিছুটা বেশি হওয়ায় কম হাইটের রাইডারদের জন্য বাইকটি খুব একটা উপযোগী নয়।
বাইকটির ফুয়েল ট্যাংকটিও এর বডি ডিজাইনের সাথে বেশ মানানসই। বাইকটির ইন্সট্রুমেন্ট প্যানেলের অধিকাংশ ডিজিটাল তবে এর টেকোমিটারটি অ্যানালগ।
বলাই বাহুল্য, টারো জিপি ১ স্পোর্ট দাম বিবেচনায় যথেষ্ট আকর্ষণীয় একটি বাইক। কারণ, এই দামে এইরকম টারো জিপি ১ স্পোর্ট ফিচার পাওয়ার একটি রিয়ার অপোর্চুনিটি।
টারো জিপি ১ স্পোর্ট রিভিউ -এর এই পর্যায়ে আমরা বাইকের ইঞ্জিন সম্পর্কে জানবো।
Taro GP 1 Sport রিভিউ– ইঞ্জিন
টারো জিপি ১ স্পোর্ট বাইকটিতে সংযুক্ত করা হয়েছে ৪ স্ট্রোক, ২ ভাল্ভস, সিঙ্গেল সিলিন্ডার এবং লিকুইড কুল্ড ১৫০ সিসির ইঞ্জিন। ইঞ্জিনটি ১৬ বিএইচপি @ ৮৫০০ আরপিএম ম্যাক্স পাওয়ার উৎপন্ন করতে সক্ষম এবং ১৪.৫ নিউটন মিটার @৮০০০ আরপিএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে পারে। টারো জিপি ১ স্পোর্ট দাম হিসেবে ইঞ্জিনটি আরেকটু পাওয়ারফুল হতে পারতো।
বাইকটি প্রতি ঘণ্টায় প্রায় ১২৫ কিমি টপ স্পিড দিতে সক্ষম এবং বাইকটি প্রতি লিটার ফুয়েলে প্রায় ৪০ কিমি মাইলেজ দিতে পারে।
বাইকটিতে আরও সংযুক্ত রয়েছে একটি ৬ স্পিড গিয়ারবক্স এবং ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ সিস্টেম, যা বাইকটির স্মুথ ট্রান্সমিশনে সাহায্য করে।
টারো জিপি ১ স্পোর্ট রিভিউ থেকে এর ইঞ্জিন সম্পর্কে জেনে আপনার কাছে বাইকটিকে কিছুটা কম পাওয়ারফুল বলে মনে হতে পারে। তবে, এতো কম দামে এমন ফিচার সম্পন্ন একটি বাইক পাওয়া ভাগ্যের বেপার বলে আমাদের ধারণা।
Taro GP 1 Sport রিভিউ– ব্রেক ও টায়ার
১৫০ সিসির টারো জিপি ১ স্পোর্ট বাইকটির সামনের চাকায় রয়েছে ডাবল ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় সংযুক্ত করা হয়েছে একটি ডিস্ক ব্রেক। টারো জিপি ১ স্পোর্ট ফিচার-এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো এর অসাধারণ ব্রেকিং সিস্টেমের পারফর্ম্যান্স।
এছাড়া বাইকটির সামনের দিকে সংযুক্ত করা হয়েছে ১১০/৭০-১৭ সাইজের টায়ার এবং পেছনের দিকে সংযুক্ত করা হয়েছে ১৫০/৭০-১৭ সাইজের টায়ার। যা এই সেগমেন্টের জন্য সর্বোচ্চ।
এবার চলুন টারো জিপি ১ স্পোর্ট রিভিউ-এর ‘সাসপেনশন’ অংশতে যাওয়া যাক।
Taro GP 1 Sport রিভিউ– সাসপেনশন
টারো জিপি ১ স্পোর্ট বাইকটির সামনের দিকে রয়েছে পজিটিভ শক অ্যাবজর্ভার সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে সিঙ্গেল গ্যাস অ্যাবজর্ভার সাসপেনশন। বাইকটির সামনের সাসপেনশনটির ফিডব্যাক বেশ ভালো।
টারো জিপি ১ স্পোর্ট রিভিউ-এর পরবর্তী অংশে বাইকটির কিছু সুবিধা ও অসুবিধা সম্পর্কে আপনাদের জানাতে সাহায্য করবো।
Taro GP 1 Sport রিভিউ- কাদের জন্য ভালো
টারো জিপি ১ স্পোর্ট রিভিউ নিশ্চয় বুঝে গিয়েছেন, এই বাইকটি প্রধাণত তাদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে যারা অনেকদিন যাবত বাইক চালিয়ে অভ্যস্ত এবং যারা অন্যান্য বাইক থেকে একটু ভিন্ন ধাঁচের বাইক ব্যবহার করতে চাচ্ছেন। যারা নতুন বাইক চালানো শিখছেন তাদের জন্য এই বাইক না নেওয়াটায় ভালো হবে বলে আমাদের ধারণা।
এছাড়া বাইকটি একটু হেভি ওয়েটের বলে যারা ঢাকার কিংবা ব্যস্ত শহরের রাস্তায় দৈনন্দিন ইউজের জন্য খুব একটা উপযোগী না ও হতে পারে।
আশা করি, আমাদের টারো জিপি ১ স্পোর্ট রিভিউ এই চমৎকার বাইকটি কেনার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।
বাংলাদেশে Taro GP 1 Sport এর দাম
বাংলাদেশে Taro GP 1 Sport এর অফিসিয়াল দাম ৳306,000। আসল মূল্য কম বেশি হতে পারে যা আপনি ডিলার এর কাছ থেকে যাচাই করে নিতে পারেন।
সুবিধা
- ফুয়েল এফিশিয়েন্ট
- আপডেটেড ফিচার্স
- লিকুইড কুল্ড ইঞ্জিন
- গর্জিয়াস লুকিং
অসুবিধা
- কিছুটা কম পাওয়ারফুল
- বডি ওয়েট কিছুটা বেশি
The taro gp 1 sport is a popular motorcycle model in Bangladesh, known for its affordability, fuel efficiency, and reliability. It is a stylish bike that is suitable for commuting within the city, as well as for longer journeys.
The taro gp 1 sport comes with a 110-cc engine that produces 8.2 Bhp of power @ 7500 RPM and 8.8 Nm of torque @ 5500 RPM, which is enough to propel the bike to a top speed of around 80 km/h.
The engine is mated to a 4-speed gearbox that shifts smoothly, and the bike has a fuel tank capacity of 10.5 liters, which is enough for a long ride without refueling.
In terms of features, the taro gp 1 sport comes with a comfortable seat, a clear instrument cluster with both kick and electric start. The bike has drum brakes for both front and rear tire, which provide ample stopping power.
The suspension system is decent, with telescopic forks at the front and swingarm suspension at the rear, which can absorb most of the bumps and potholes on Bangladeshi roads.
One of the biggest advantages of the taro gp 1 sport is its fuel efficiency. The bike can deliver a mileage of around 55 km/l, which is excellent for a motorcycle in this segment. This makes it a great choice for daily commuting, as well as for long journeys.
Overall, the taro gp 1 sport is a reliable and practical motorcycle that offers excellent value for money. It is a popular choice among Bangladeshi bikers, and for good reason. The bike’s fuel efficiency, reliability, and affordability make it an excellent choice for anyone looking for a reliable and practical motorcycle that can handle both city and highway riding.
Taro GP 1 Sport Price in Bangladesh
The official price of Taro GP 1 Sport in Bangladesh is ৳306,000. However, you should check the final price of the bike with the dealer.
Taro GP 1 Sport Images
Taro GP 1 Sport Video Review
31 May, 2023 - টারো জিপি ১ স্পোর্ট এই অসাধারণ বাইকটির বডি ডিজাইন, ইঞ্জিন, ফিচার, দাম, ও অন্যান্য স্পেক সহ বাইকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের এই Taro GP 1 Sport রিভিউ -তে।
টারো জিপি ১ স্পোর্ট ফিচার- সম্পর্কে জিজ্ঞাসা
টারো জিপি ১ স্পোর্ট কী ধরণের বাইক?
টারো জিপি ১ স্পোর্ট একটি অসাধারণ অ্যাগ্রেসিভ লুকিং হিউজ স্পোর্টস বাইক।
টারো জিপি ১ স্পোর্ট বাইকটির মাইলেজ কত?
টারো জিপি ১ স্পোর্ট বাইকটির মাইলেজ প্রতি লিটার ফুয়েলে সর্বোচ্চ ৪০ কিমি (প্রায়)।
টারো জিপি ১ স্পোর্ট বাইকটির বর্তমান মূল্য কত?
টারো জিপি ১ স্পোর্ট দাম বর্তমানে ৩,০৬,০০০ টাকা।
টারো জিপি ১ স্পোর্ট বাইকটির টপ স্পিড কত?
টারো জিপি ১ স্পোর্ট বাইকটির টপ স্পিড ঘণ্টায় প্রায় ১২৫ কিমি।
Taro GP 1 Sport Specifications
Model name | Taro GP 1 Sport |
Type of bike | Sports |
Type of engine | 4 stroke, Single cylinder (Liquid cooled), Chamshi |
Engine power (cc) | 155.2cc |
Engine cooling | Liquid Cooled |
Max. Horse power | 16 Bhp @ 8500 RPM |
Max torque | 14.5 NM @ 8000 RPM |
Start method | Electric |
Number of gears | 6 |
Mileage | 40 Kmpl (Approx) |
Top speed | 125 Kmph (Approx) |
Front suspension | Positive shock absor |
Rear suspension | Single gas absorber |
Front brake type | Dual Disc |
Front brake diameter | 300 mm |
Rear brake type | Disc Brake |
Rear brake diameter | No Info |
Braking system | Normal Braking System |
Front tire size | 110/70 ‚ 17 |
Rear tire size | 150/70 ‚ 17 |
Tire type | Tubeless |
Overall length | 2050 mm |
Overall height | 1155 mm |
Overall weight | 150 Kg |
Wheelbase | 1422 mm |
Overall width | 720 mm |
Ground clearance | 180 mm |
Fuel tank capacity | 13.5 Liters |
Seat height | 800 mm |
Head light | LED |
Indicators | LED |
Tail light | LED |
Speedometer | digital |
RPM meter | Digital |
Odometer | Digital |
Seat type | splitseat |
Engine kill switch | yes |
Body colors | No Info |
Distributor/dealer | Taro Bangla |
Features | Self Start Only, Double Disc |