Bike Modification Law in Bangladesh

29 Mar, 2023   
Bike Modification Law in Bangladesh

বাংলাদেশে বাইক পরিবর্তন আইন

বাংলাদেশের অধিকাংশ মানুষই শুধুমাত্র বাইক কিনে চালানোর উপরেই বেশি উৎসাহী থাকেন। কিন্তু তারা ভুলে যান শুধু ড্রাইভিং শেখা এবং বাইক কিনে ইচ্ছেমতো ব্যবহার করাটা মোটেই অনুমোদিত নয়।

মটরসাইকেল চালানোর ক্ষেত্রে অসাবধানতা ও দুর্ঘটনা ঠেকাতে বাংলাদেশের আইন অনুসারে কিছু নিয়ম কানুন মেনে চলাও খুবই জরুরী। একই কথা বাইক মডিফিকেশনের ক্ষেত্রেও প্রযোজ্য।

বাইক মডিফিকেশন বা বাইকের বিভিন্ন পার্টস পরিবর্তন করে নিজের পছন্দমত নতুন পার্টস লাগাতে বা পার্টসের কিছু পরিবর্তন করে কাস্টমাইজ করার ক্ষেত্রে বাংলাদেশের সড়ক পরিবহন আইন ২০১৮ নতুন কিছু বিধি নিষেধ প্রণয়ন করেছে, যা জেনে না থেকে ভুল করলে আইনের আওতায় আপনার শাস্তিও হতে পারে।

চলুন জেনে আসা যাক বাইক মডিফিকেশনের ক্ষেত্রে এ আইনের কোন কোন ধারাটি আপনার জেনে নেওয়া জরুরী।

বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮

বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর মাধ্যমে পুরাতন মোটরযান অধ্যাদেশ আইন ১৯৮৩ প্রতিস্থাপন করা হয়েছে। যানবাহনের ক্ষেত্রে নতুন যেসব বিষয় উদ্ভব হয়েছে, সেসবের সাথে খাপ খাইয়ে নিতেই এখন নতুন এ আইন প্রণয়ন করা হয়েছে।

বাইক মডিফিকেশন তার মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। মোটরযান মডিফিকেশন বছরের পর বছর পেরিয়ে বাংলাদেশে একটি শিল্পে পরিণত হয়েছে এবং এর প্রসারণও বেড়েই চলেছে।

কিন্তু নিরাপত্তার কথা না ভেবে অনেকেই বিভিন্ন মডিফিকেশন সংযোজন করে থাকেন যা চালক এবং আশেপাশের মানুষের জন্য দুর্ঘটনার দুর্দশা বয়ে আনতে পারে। সে সম্পর্কে অবগত থাকার স্বার্থেই এ আইন।

বাইক মডিফিকেশন (Bike Modification) 

বাইক কেনার সময় যে অবস্থায় থাকে, সে অবস্থার যে কোনো রকম পরিবরতনকেই বাইক মডিফিকেশন বলা যায়। বিভিন্নরকমের স্টিকার দিয়ে সাজানো থেকে শুরু করে সিট, ইঞ্জিন, লাইট, বডি, বা যে কোনো পার্টস পরিবর্তনই বাইক মডিফিকেশনের আওতায় পরে।

আপনার বাইকের কোনো পার্ট যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই বিআরটিএ’র রেকর্ড করে রাখা প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো মেনেই বাইক মডিফিকেশন করতে হবে।

অন্যথায় এ আইন ভঙ্গ করলে সর্বনিম্ন এক বছরের কারাদন্ড থেকে সর্বোচ্চ তিন বছরের কারাদন্ড, অথবা সর্বোচ্চ তিন লাখ টাকা জরিমানা, এমনকি উভয় দণ্ডে আপনাকে দণ্ডিত করা হতে পারে।

সুতরাং বিআরটিএ’র প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো জেনে এবং মেনে আপনি আপনার পছন্দমতো আপনার বাইক মোডিফিকেশন করতে পারবেন। কিন্তু সেটা না জানা থাকলে অনৈতিক মডিফিকেশনের কারণে আপনাকে শাস্তির আওতায় আনা হতে পারে।

এর সাথেও উল্লেখ্য, বাইকের বৈধ নিবন্ধন ছাড়া আপনি বাইকের কোনোরকম মডিফিকেশন বা পরিবর্তন করতে পারবেন না।

বিআরটিএ’র সড়ক পরিবহন আইন ২০১৮ (Bike Modification Law by BRTA’s Road Transport Act 2018)

এবারে বিআরটিএ’র সড়ক পরিবহন আইন ২০১৮ তে বর্ণিত এসব নীতিমালা ও বৈশিষ্ট্যের দিকে নজর দেওয়া যাক।

২০১৮ সালের নতুন আইনের অনুসারে বাইকের বেশ কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন বা প্রযুক্তিগত বৈশিষ্ট্য পরিবর্তনের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাইকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সিট সংখ্যা, চাকার ভিত্তি বা বেস, চাকার আকার ও অবস্থান, ইন্ডিকেটর লাইট, ব্রেক, গিয়ার, এক্সস্ট বা ধোঁয়া নির্গমন ব্যবস্থা, ইত্যাদি যন্ত্রাংশ পরিবর্তন করা যাবে কি যাবে না, তা নিয়ে অনেক নির্দেশনা রয়েছে।

কিন্তু বাইকের মূল কিছু বিষয় পরিবর্তনশীল হবেনা। তবে বিআরটিএ’র অধ্যাদেশ ও শর্ত মেনে দরখাস্ত করে আপনি বাইকের ভিতরের ও বাইরের বেশ কিছু মডিফিকেশন করতে পারবেন।

লক্ষণীয় যে রেজিস্ট্রেশনের সময় বিআরটিএ’র কারিগরি বিনির্দেশের মধ্যে যেসব প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলোর উল্লেখ আছে, সেগুলোর মধ্যে আপনি যে কোনো পার্টসই পরিবর্তন বা প্রতিস্থাপন করতে পারবেন। সেক্ষেত্রে আলাদা কোনো অনুমতির প্রয়োজন হবেনা।

প্রথমত বাইকের হেডলাইটের ভেতরে কোম্পানি প্রদত্ত যে লাইটটি থাকে, সেটি মূলত হ্যালোজেন লাইট। এটি পরিবর্তন করে আপনি এলইডি লাইট ব্যবহার করতে পারেন।

এতে কোনো সমস্যা হবেনা। হেডলাইটের পাশে সাধারণত যে ছোটো ডিআরএল লাইট থাকে সেগুলোর রঙও আপনি কোনো সমস্যা ছাড়া পরিবর্তন করতে পারেন। হেডলাইটের উপরে যে ভাইজর প্লেটটি থাকে সেটিও আপনি সঠিক ফিটিং করিয়ে পরিবর্তন করতে পারবেন।

কি কি মোডিফিকেশন করা যাবে (According to Bike Modification Law)

কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, বাইকের সম্পূর্ণ মাথা বা হেড আপনি পরিবর্তন করে অন্য কোনো মডেলের হেড ব্যবহার করতে পারবেন না। এটি ২০১৮ আইন অনুসারে সম্পূর্ণ অবৈধ।

মাড গার্ড

আপনার চাকার যে মাড গার্ড রয়েছে, সেটিও আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। চাকার রিমের যে লম্বা বার গুলো রয়েছে, এগুলো রঙ করার ক্ষেত্রেও কোনো বাধা নেই। আপনি যদি একটু মোটা টায়ার লাগাতে চান আর আপনার রিম যদি সেটা সাপোর্ট করে, সেক্ষেত্রেও আপনি সেটা করতে পারেন।

হ্যাণ্ডেল

এরপরে আসা যাক বাইক হ্যাণ্ডেল এ। অনেকেই বাইক স্টান্টে আগ্রহী থাকেন এবং হ্যান্ডেল পরিবর্তন করার চিন্তা করতে পারেন। সে ক্ষেত্রে অবশ্যই সাবধানতা জরুরী। তবে আপনি থ্রিডি হ্যান্ডেল বার ও পাইপ হ্যান্ডেলবারের মধ্যে পরিবর্তন করে চালাতে পারেন। অবশ্যই দক্ষ কারিগরি সহায়তা অবলম্বন করবেন।

রিয়ার ভিউ মিরর 

বাইকের রিয়ার ভিউ আয়নার আকার পরিবর্তনের ক্ষেত্রেও তেমন কোনো বিধি নিষেধ নেই। তবে অবশ্যই রিয়ারভিউ মিরর খুলে বাইক চালাবেন না।
অনেক ইঞ্জিনের পাশে সাধারণত প্লেট অ্যাডজাস্ট করার অপশন থাকে।

আপনি প্রয়োজনমতো অনুমোদিত শো রুম থেকে প্লেট পরিবর্তন করতে পারবেন বা খুলে রাখতে পারবেন। এটি আপনার বাইকের মূল বডির আনুসাঙ্গিক অংশ হিসেবে মডিফিকেশনের যোগ্য।

বাম্পার

আপনি চাইলে আপনার বাইকের বাম্পারও পরিবর্তন করতে পারবেন। বাম্পারের পাশ পরিবর্তন বা বাম্পার খুলে রাখাতে কোনো আইনি বাধা নেই।
বাইকের ইঞ্জিনে গার্ড বা কাউল লাগানোর অপশন থাকে।

যদি আপনার ইঞ্জিন কাউল বা গার্ড না থাকে এবং লাগানোর অপশন দেওয়া থাকে, আপনি চাইলে এটি ইন্সটল করে নিতে পারেন। এটি ইঞ্জিনের আলাদা সুরক্ষা বা সৌন্দর্যবর্ধনে কাজ করতে পারে।

অথবা আপনার যদি ইঞ্জিন গার্ড দেওয়া থাকে কিন্তু আপনি কোনো কারণে রাখতে না চান, তাহলে খুলেও ফেলতে পারবেন।

সিট

আপনার সিট আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। সিটের দুই ভাগ থেকে থাকলে সেটিকে এক ভাগের সিটে পরিবর্তন করাতেও নিষেধাজ্ঞা নেই যদি সেটি বাইকের সাথে ফিটিং হয়।

ফুট পেগ

বাইকে পা রাখার জন্য ফুট পেগ থাকে। এগুলোর উপরে যে রাবারের কভার থাকে, সেগুলোও আপনি পরিবর্তন করতে পারবেন।

সাস্পেনশন

মটরসাইকেলের সামনের সাস্পেনশন আপনি পরিবর্তন করে ডাউনসাইড আপ থেকে আপসাইড ডাউন বা আপসাইড ডাউন থেকে ডাউনসাইড আপে পরিবর্তন করতে পারেন অনুমোদিত ওয়ার্কশপ থেকে। বাইকের পিছনের সাস্পেনশন দুটি থেকে একটি করাও নিষিদ্ধ নয়, কিন্তু এটি অত্যন্ত ব্যয়বহুল।

সাইল্যান্সার

একই মডেলের অথবা অল্প শব্দ হয় এমন এক্সস্ট সাইল্যান্সার বাইকে ব্যবহারের ক্ষেত্রেও কোনো বাধা নেই।

টেইল লাইটের সংলগ্ন প্লেট ও পিছনের হ্যান্ডেলও

বাইকের টেইল লাইটের সংলগ্ন প্লেটগুলোও পরিবর্তন করা যায়। পিছনের হ্যান্ডেলও আপনি চাইলে পরিবর্তন করে গোলাকার বা বার হ্যান্ডেল লাগাতে পারেন। এতেও আইনি নিষেধাজ্ঞা নেই।

Bike Modification Law in Bangladesh

Bike Modification Law may seem unknown to you. But it’s one of the most important things if you want to modify your bike.

For bike lovers, their bikes serve as a means of transportation and a fashion statement. As a result, riders like to modify their bikes to suit their style and preferences. However, if you modify your favorite ride, you can be breaking the law.

The new rule forbids altering any technical requirements as specified by the BRTA. This includes modifications to your bike seats, wheelbase, gear, safety glass, exhaust system, steering wheel, indicator light, size, and position of a bike wheel, and other equipment.

Failing to do so is considered a crime punishable by a minimum one-year jail term, a maximum three-year jail term, a maximum fine of 3 lakh BDT, or both a jail term and a fine.

How can you modify your bike legally?

To modify your bike, you need to apply to BRTA.

Follow the below steps to file a formal application for modifying your bike:

1. First, ensure your bike’s registration papers and other required documents are in order.

2. Then write a formal application for submission to BRTA.

3. Your application should contain details of your modification to be made and why you want to modify your bike.

4. Your form should include information on the modifications you plan to make and your reasons.

5. Make sure your tax token and bike’s blue book.

6. Finally, submit your application to BRTA along with your bike’s blue book and tax token.

7. After submission, it will take around 15- 20 to process your application. After completion, you will get a message from BRTA regarding your application.

সাধারণ জিজ্ঞাসা:

আমি কি সম্পূর্ণ হেড ইউনিট চেঞ্জ করতে পারবো ?

বাইকের সম্পূর্ণ মাথা বা হেড আপনি পরিবর্তন করে অন্য কোনো মডেলের হেড ব্যবহার করতে পারবেন না। এটি ২০১৮ আইন অনুসারে সম্পূর্ণ অবৈধ।

টেইল লাইটের সংলগ্ন প্লেট ও পিছনের হ্যান্ডেল কি চেঞ্জ করতে পারবো?

জি আপনি চাইলে টেইল লাইটের সংলগ্ন প্লেট ও পিছনের হ্যান্ডেল কি চেঞ্জ করতে পারবেন।

সাইল্যান্সার কি চেঞ্জ করা যাবে ?

জি আপনি চাইলে সাইলেন্সার চেঞ্জ করতে পারবেন তবে আপনাকে অবস্যই BRTA থেকে অনুমোদন নিতে হবে।

If I break the Bike Modification Law what will happen?

বেআইনি মডিফিকেশন করলে সর্বনিম্ন এক বছরের কারাদন্ড থেকে সর্বোচ্চ তিন বছরের কারাদন্ড, অথবা সর্বোচ্চ তিন লাখ টাকা জরিমানা, এমনকি উভয় দণ্ডে আপনাকে দণ্ডিত করা হতে পারে।

২০১৮ সালের নতুন আইনের অনুসারে কি কি মডিফিকেশন বেআইনি ?

২০১৮ সালের নতুন আইনের অনুসারে বাইকের বেশ কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন বা প্রযুক্তিগত বৈশিষ্ট্য পরিবর্তনের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Similar Advices

Brand New Auto partsBikroy
নিউ হেলমেট for Sale

নিউ হেলমেট

MEMBER
Tk 1,450
28 minutes ago
WND golve for Sale

WND golve

MEMBER
Tk 2,500
1 hour ago
Diamond x80 ( 10.1

Diamond x80 ( 10.1" dual knobs)

verified MEMBER
Tk 23,999
2 weeks ago
Diamond 2k 11.8

Diamond 2k 11.8" Dual knobs ( For sale)

verified MEMBER
Tk 23,999
2 weeks ago
Second Hand Auto PartsBikroy
+ Post an ad on Bikroy