বাংলাদেশের অন্যতম জনপ্ৰিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা বাংলাদেশ সব সময় তাদের কাস্টমারদের জন্য ভিন্ন ভিন্ন ধরনের অফার নিয়ে হাজির হয়ে থাকে। জুলাই মাসের শুরুতেই ইয়ামাহাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে “জয়ফুল জুলাই ক্যাশব্যাক অফার ২০২৩”।
ঈদ-উল-আযহার পরবর্তী এই অফারটি অনেক ইয়ামাহাপ্রেমী এবং কাস্টমারদের তাদের পছন্দের ইয়ামাহা মোটরসাইকেল ক্রয়ে আগ্রহী করে তুলবে। এই অফারটি চলবে পরবর্তী কোন ঘোষণা না দেয়া পর্যন্ত।
বাংলাদেশে ইয়ামাহা এর প্রতিটি সেগমেন্টে বেশ জনপ্রিয় কিছু মডেলের মোটরসাইকেল রয়েছে। বাংলাদেশের জনপ্রিয় মডেল সিরিজ হচ্ছে ইয়ামাহা এফজেডব্লিউজি সিরিজ। এই সিরিজে রয়েছে এফজেডব্লিউজি-এস ভি২, এফজেডব্লিউজি-এফআই ভি৩ এবং এফজেডব্লিউজি-এফআই ভি৩ ভিন্টেজ এডিশন, এবং এফজেডব্লিউজি-এফআই ভি৩ এবিএস (বিএস৬) এর মতো অনেক গুলো জনপ্রিয় মডেল।
অফারটি উপভোগ করতে আজই ইয়ামাহার নিকটস্থ শোরুমে যোগাযোগ করুন।