Aprilia Terra 150 রিভিউ- এপ্রিলিয়া টেরা ১৫০ দাম এবং ফিচারসমূহ
What's on the page
এপ্রিলিয়া টেরা ১৫০ একটি দুর্দান্ত ডুয়েল পারপাস বাইক। বাইকটিকে খুব সহজেই অন-রোড এবং অফ-রোডে চালাতে পারবেন। এই বাইকটি একটি পরিপূর্ণ অ্যাডভেঞ্চার বাইক।
এপ্রিলিয়া টেরা দেখতে অন্যান্য সাধারণ বাইক থেকে একদমই ভিন্ন। বাইকটির দুইটি আকর্ষণীয় অংশ হলো এর এলিভ্যাটেড মাড গার্ড এবং একটি স্টক লাগেজ রেইল।
এই বাইকটিতে সংযুক্ত করা হয়েছে ১৫০ সিসির ডিওএইচসি ইঞ্জিন, যেটি ৪ স্ট্রোক বিশিষ্ট, সিঙ্গেল সিলিন্ডার, এবং লিকুইড কুল্ড। বাইকটির সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে সুইং আর্ম, মনোশক রিয়ার সাসপেনশন। বাইকটির সামনের এবং পেছনের উভয় চাকায় সংযুক্ত করা হয়েছে ডিস্ক ব্রেক।
এপ্রিলিয়া টেরা মোটামুটি বড় সাইজের এবং বেশ লম্বা একটি বাইক। বাইকটির সিটও যথেষ্ট লম্বা, চওড়া, এবং কমফোর্টেবল। ওভারঅল বডির ওজন ১২০ কেজি। এছাড়াও বাইকটির হুইলবেস ১৪২৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি।
বাজারে এই বাইকটি সাদা, কালো, এবং লাল এই তিনটি কালারে পাওয়া যাচ্ছে।
এই ছিল এপ্রিলিয়া টেরা ১৫০ ফিচার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা।
এবার চলুন এপ্রিলিয়া টেরা ১৫০ রিভিউ থেকে এই অসাধারণ বাইকটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেওয়া যাক।
প্রথমেই এপ্রিলিয়া টেরা ১৫০ রিভিউ এর স্পেসিফিকেশন অংশটি দেখে নেওয়া যাকঃ
এবার এপ্রিলিয়া টেরা ১৫০ রিভিউ এর মূল অংশে যাওয়া যাকঃ
Aprilia Terra 150 রিভিউ– বাইকটি সম্পর্কে বিস্তারিত বিবরণ
এপ্রিলিয়া টেরা ১৫০ একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস বাইক। এপ্রিলিয়া টেরা ১৫০ ফিচার, স্পেসিফিকেশন, দাম, কাদের জন্য ভালো ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বর্ণনা নিম্নে তুলে ধরা হলোঃ
প্রথমেই এপ্রিলিয়া টেরা ১৫০ রিভিউ-এ বাইকটির বডি ডিজাইন নিয়ে কথা বলব।
বডি ডিজাইন
এপ্রিলিয়া ব্র্যান্ডের এই ডুয়েল পারপাস বাইকটি দেখতে বেশ স্মার্ট এবং এর ওভারঅল বডির গ্রাফিক্স বাইকটিকে অন্যান্য অ্যাডভেঞ্চার বাইকের মতো লুক বহন করতে সাহায্য করে। এপ্রিলিয়া টেরা ১৫০ দাম-এর দিক থেকে বিবেচনা করলে বাইকটি দেখতে এক কথায় অসাধারণ।
বাইকটির সম্পূর্ণ বডির দুইটি আকর্ষণীয় দিক হলো এর এলিভ্যাটেড মাড গার্ড এবং এর সিটের শেষের দিকের সংযুক্ত স্টক লাগেজ রেইল। আপনি খুব সহজেই ভারী ব্যাগ অথবা মালপত্র বহন করতে পারবেন।
বাইকটির ওভারঅল বডির দৈর্ঘ্য ২১৩০ মিমি, প্রস্থ ৭৯০ মিমি, উচ্চতা ১২৪৫ মিমি, হুইলবেস ১৪২৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি। বাইকটির উচ্চতা তুলনামূলকভাবে বেশি।
এছাড়াও বাইকটির সিটটি বেশ লম্বা, চওড়া এবং পেছন দিকে কিছুটা উঁচু। বাইকটির সিট হাইট ৮০০ মিমি। সিটের হাইট তুলনামূলকভাবে অন্যান্য বাইক থেকে একটু বেশি।
বাইকটির হেডল্যাম্পে সংযুক্ত করা হয়েছে হ্যালোজেন বাল্ব। অন্যদিকে টেইল লাইট এবং ইন্ডিকেটরে সংযুক্ত করা হয়েছে এলইডি বাল্ব। বাইকটির ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি সেমি-ডিজিটাল।
বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি দেখতে বেশ আকর্ষণীয়। ট্যাঙ্কটির ফুয়েল ধারণ ক্ষমতা ১১.২ লিটার। তবে এপ্রিলিয়া টেরা ১৫০ দাম-এর সাপেক্ষে বাইকটির ফুয়েল ধারণ ক্ষমতা তেমন সন্তোষজনক নয়।
এবার আসুন এপ্রিলিয়া টেরা ১৫০ রিভিউ -এ বাইকটির ইঞ্জিন অংশে।
ইঞ্জিন
এপ্রিলিয়া টেরা ১৫০ বাইকটিতে সংযুক্ত করা হয়েছে ১৫০ সিসির ডিওএইচসি ইঞ্জিন, যেটি ৪ স্ট্রোক বিশিষ্ট, সিঙ্গেল সিলিন্ডার, এবং লিকুইড কুল্ড। ইঞ্জিনটি ১৭.৭ বিএইচপি @৯৭৫০ আরপিএম ম্যাক্স পাওয়ার উৎপন্ন করতে সক্ষম এবং ১৪ নিউটন মিটার @৭৫০০ আরপিএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে পারে।
বাইকটি প্রতি ঘণ্টায় ১২০ কিমি টপ স্পিড দিতে সক্ষম এবং প্রতি লিটার ফুয়েলে ৪০ কিমি থেকেও বেশি মাইলেজ দিতে পারে।
বাইকটিতে আরও সংযুক্ত রয়েছে একটি ৬ স্পিড গিয়ারবক্স এবং ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ সিস্টেম, যা বাইকটির সহজ এবং স্মুথ ট্রান্সমিশনে সাহায্য করে।
এবার এপ্রিলিয়া টেরা ১৫০ রিভিউ -এর পরবর্তী অংশে বাইকটির ব্রেক ও টায়ার সম্পর্কে জানতে সাহায্য করব।
ব্রেক ও টায়ার
এই বাইকটির সামনের এবং পেছনের উভয় চাকাতেই সংযুক্ত করা হয়েছে ডিস্ক ব্রেক। আবার সামনের চাকার সিঙ্গেল ডিস্কটিকে ডুয়েল ক্যালিপারস সহ র্যাডিয়ালি মাউন্ট করা হয়েছে। যদিও বাইকটিতে সিবিএস বা এবিএস ব্রেকিং সিস্টেম সংযুক্ত করা হয়নি, তবুও বাইকটি উঁচু-নিচু, ভাঙ্গা রাস্তায় রাইড করার সময় উভয় ব্রেক থেকে বেশ ভালো ফিডব্যাক পাওয়া যায়।
বাইকটির সামনের দিকে ১০০/৯০ -১৮ সাইজের টায়ার এবং পেছনের দিকে ১৩০/৮০ -১৭ সাইজের টায়ার সংযুক্ত করা হয়েছে। বাইকটিতে সামনে এবং পেছনে স্পোক হুইল সংযুক্ত করা হয়েছে, উভয় টায়ারই বেশ চওড়া এবং দুটিই সেমি-অফ-রোড ট্রেডস টাইপ।
এখন চলুন এপ্রিলিয়া টেরা ১৫০ রিভিউ-এর সাসপেনশন অংশে।
সাসপেনশন
এপ্রিলিয়া টেরা ১৫০ বাইকটির সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে সুইং আর্ম, মনো সাসপেনশন।
এপ্রিলিয়া টেরা ১৫০ রিভিউ-এর পরবর্তী অংশে আমরা সংক্ষেপে বাইকটির কিছু সুবিধা অসুবিধা সম্পর্কে আপনাদের জানাবো।
বাংলাদেশে Aprilia Terra 150 এর দাম
বাংলাদেশে Aprilia Terra 150 এর অফিসিয়াল দাম ৳250,000। আসল মূল্য কম বেশি হতে পারে যা আপনি ডিলার এর কাছ থেকে যাচাই করে নিতে পারেন।
সুবিধা
- স্টাইলিশ লুকিং
- পাওয়ারফুল ইঞ্জিন
- ফুয়েল এফিশিয়েন্ট
- উভয় সাসপেনশনের রেসপন্স ভালো
- উভয় ব্রেকের রেসপন্স ভালো
অসুবিধা
- তুলনামূলকভাবে দাম বেশি
- ওভারঅল হাইট একটু বেশি
Aprilia Terra 150 is a great dual-purpose bike. This bike can be easily driven on-road and off-road. In short, this bike is a complete adventure bike.
This bike looks completely different from the bikes we usually see on the road. The whole body design of the bike is very attractive. The graphics work done on the bike’s body is quite eye-catching. Two of its most attractive parts are its elevated mudguards and a stock luggage rail.
This Aprilia brand bike is equipped with a 150 cc DOHC engine, which is 4 stroke, single cylinder, and liquid cooled. The engine is capable of producing 17.7 bhp @ 9750 rpm max power and 14 Nm @ 7500 rpm max torque. The bike is also equipped with an excellent 6-speed gearbox and wet multi-plate clutch system.
The engine of the bike is capable of giving a top speed of 120 km/hour. Apart from this, the bike can give a mileage of more than 40 km/liter.
The 150cc Aprilia Terra bike has telescopic fork suspension at the front and swing arm, and mono suspension at the rear. The bike has disc brakes attached to both the front and rear wheels. The bike does not have CBS or ABS braking system.
The Aprilia Terra is a fairly large and tall bike. The seat of the bike is also quite tall, wide, and comfortable. The bike’s overall body weight is 120 kg. Also, the wheelbase of the bike is 1425 mm and the ground clearance is 180 mm.
This Aprilia Terra 150 bike is available in the market in three different colors which are white, black, and red. This was a brief on the Aprilia Terra 150 features. Now let’s get a complete idea about this amazing bike from Aprilia Terra 150 review.
Aprilia Terra 150 Price in Bangladesh
The official price of Aprilia Terra 150 in Bangladesh is ৳250,000. However, you should check the final price of the bike with the dealer.
Aprilia Terra 150 Images
Aprilia Terra 150 Video Review
10 Jul, 2023 - এপ্রিলিয়া টেরা ১৫০ সিসি বাইকটির বডি ডিজাইন, ইঞ্জিন, মাইলেজ, ফিচার, দাম, ও অন্যান্য স্পেক সহকারে বাইকটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকছে এই Aprilia Terra 150 রিভিউ-তে।
এপ্রিলিয়া টেরা ১৫০ ফিচার সম্পর্কে জিজ্ঞাসা
এপ্রিলিয়া টেরা ১৫০ কী ধরণের বাইক?
এপ্রিলিয়া টেরা ১৫০ একটি অসাধারণ ডুয়েল পারপাস বাইক। বাইকটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চেক করুন ‘Aprilia Terra 150 রিভিউ’।
এপ্রিলিয়া টেরা ১৫০ বাইকটির সর্বোচ্চ স্পিড এবং মাইলেজ কত?
এপ্রিলিয়া টেরা ১৫০ বাইকটির প্রতি ঘণ্টায় সর্বোচ্চ স্পিড ১২০ কিমি এবং মাইলেজ প্রতি লিটার ফুয়েলে ৪০ কিমি।
এপ্রিলিয়া টেরা ১৫০ বাইকটির বর্তমান মূল্য কত?
এপ্রিলিয়া টেরা ১৫০ এর দাম বর্তমানে ২,৫০,০০০ টাকা।
এপ্রিলিয়া টেরা ১৫০ বাইকটি কী কী রঙে বাজারে পাওয়া যাচ্ছে?
এপ্রিলিয়া টেরা ১৫০ বাইকটি লাল, কালো এবং সাদা এই তিনটি কালারে পাওয়া যাচ্ছে।
Aprilia Terra 150 Specifications
Model name | Aprilia Terra 150 |
Type of bike | Dual Purpose |
Type of engine | 4-Stroke, Liquid-Cooled, DOHC, Single Cylinder |
Engine power (cc) | 150.0cc |
Engine cooling | Liquid-Cooled |
Max. Horse power | 17.7 Bhp @ 9750 RPM |
Max torque | 14 NM @ 7500 RPM |
Start method | Electric |
Number of gears | 6 |
Mileage | 40 Kmpl (Approx) |
Top speed | 120 Kmph (Approx) |
Front suspension | Telescopic fork |
Rear suspension | Swing Arm, Mono Suspension |
Front brake type | Single Disc |
Front brake diameter | No Info |
Rear brake type | Disc Brake |
Rear brake diameter | No Info |
Braking system | Normal Braking System |
Front tire size | 100/90-18 |
Rear tire size | 130/80-17 |
Tire type | Tubetyre |
Overall length | 2130 mm |
Overall height | 1245 mm |
Overall weight | 120 kg |
Wheelbase | 1425 mm |
Overall width | 790 mm |
Ground clearance | 180 mm |
Fuel tank capacity | 11.2 liters |
Seat height | 800 mm |
Head light | Halogen |
Indicators | Halogen |
Tail light | Halogen |
Speedometer | digital |
RPM meter | Digital |
Odometer | Digital |
Seat type | Single-Seat |
Engine kill switch | yes |
Body colors | Black, White |
Distributor/dealer | Runner Automobiles Limited |
Features | Self Start Only, Double Disc |