KTM 790 Adventure রিভিউ, দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

13 May, 2024
KTM 790 Adventure রিভিউ, দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

KTM 790 Adventure হলো একটি বহুমুখী এবং শক্তিশালী অ্যাডভেঞ্চার মোটরসাইকেল যা অস্ট্রিয়ার নির্মাতা KTM দ্বারা উৎপাদিত। 2019 সালে বাজারে আসার পর থেকেই বাইকটি তার পারফরম্যান্স, তৎপরতা এবং অফ- রোড কর্মক্ষমতার জন্য অ্যাডভেঞ্চার প্রেমী বাইকারদের কাছে ভীষণ আকর্ষণীয় হয়ে রয়েছে। বাইকটির বডি ডিজাইন এমনভাবে গঠন করা হয়েছে যে এটি এর কর্ম ক্ষমতাকে বহি:প্রকাশ করে। দীর্ঘ দূরত্বের ভ্রমণ, দুঃসাহসিক অফ রোড রাইড এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার মুলক রাইডিং এর জন্য বিশেষভাবে সুপরিচিত এই বাইকটি সত্যিই চমৎকার। 

আপনার যদি শক্তিশালী ও বিচক্ষণ একটি অফ – রোড বাইকের প্রয়োজন হয়, তাহলে নিঃসন্দেহে এই বাইকটি হতে পারে আপনার সেই যাত্রার বিশ্বস্ত সঙ্গী। এরগোনমিক লেআউট বৈশিষ্ট্যযুক্ত এই বাইকের ডিজাইন যা অফ – রোড পারফরম্যান্সের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, ও দীর্ঘ ভ্রমণ এর সময় রাইডারদের সুবিধা ও অসুবিধা বিবেচনা করে ডিজাইন করা হয়েছে। মূলত বাইকটি একটি অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ।

KTM 790 Adventure রিভিউ

বিখ্যাত মোটরসাইকেল অস্টিন কোম্পানি KTM এর বিখ্যাত একটি মোটরসাইকেল হলো KTM 790 Adventure যা একটি উচ্চ পারফরম্যান্স, অত্যাধুনিক প্রযুক্তি এবং অফ রোড দক্ষতার জন্য সুপরিচিত। KTM 790 অ্যাডভেঞ্চার রাইডিং সম্প্রদায়ের মধ্যে খুব দ্রুত সাড়া ফেলতে সক্ষম হয়েছে কারণ এটি এর বহুমুখী তৎপরতা এবং অফ রোড ক্ষমতার এক আকর্ষণীয় মিশ্রণ অফার করে।

KTM 790 Adventure একটি শক্তিশালী 799 cc সমান্তরাল টুইন ইঞ্জিন দিয়ে সমৃদ্ধ যার রাইডিং অবস্থার বিস্তৃত পরিসরে মসৃণ এবং প্রতিক্রিয়াশীল শক্তি প্রদান করে। বাইকটির চেসিস খুব হালকা ওজনের কিন্তু শক্তিশালী স্টিলের ফ্রেমের চারপাশে তৈরি করা হয়েছে যা কিছুটা ব্যতিক্রম এবং এটি স্থিতিশীলতা ও পরিচালনার বৈশিষ্ট্য প্রদান করে।

বাইকটির স্পেশাল বৈশিষ্ট্য হলো – অফ রোড বৈশিষ্ট্য, অ্যাডভেঞ্চার টাইপ ডিজাইন, শক্তিশালী 799 cc ইঞ্জিন, উন্নত সাসপেনশন, একাধিক রাইডিং মোড, কর্নারিং ABS, ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার, TFT ডিসপ্লে, ভালো নেভিগেশন সিস্টেম, 6-  স্পিড গিয়ার বক্স, ইলেকট্রনিক স্টার্ট মেথড, সর্বোচ্চ গতি বেশি আকর্ষণীয়, টিউবলেস টায়ার, এনাফ ফুয়েল ক্যাপাসিটি, এলইডি লাইটিং সিস্টেম ইত্যাদি সহ আরো অন্যান্য বিশেষ উন্নত বৈশিষ্ট্য দিয়ে সমৃদ্ধ এই বাইকটি।

ফিচার এবং ডিজাইন

KTM 790 Adventure তার আধুনিক বৈশিষ্ট্য এবং এডভেঞ্চার টাইপ ডিজাইন এর জন্য বিখ্যাত। যা বাইকটিকে একটি বহুমুখী এবং সক্ষম এডভেঞ্চার মোটরসাইকেলে পরিণত করেছে। দীর্ঘ যাত্রার সময় উন্নত বায়ু সুরক্ষার জন্য একটি লম্বা উইন্ড স্ক্রীন রয়েছে এবং সাথে যাত্রা পথের ক্লান্তি কমাতে একটি আরামদায়ক এবং অরগনোমিক ভাবে ডিজাইন করা আসন রয়েছে। এছাড়াও বাইকের রাগড স্টাইলিং ব্যবহারিক বৈশিষ্ট্য যেমন- লাগেজ মাউন্ট এবং অফরোড অ্যাডভেঞ্চারের জন্য যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে যা এর উন্নত ডিজাইনের বৈশিষ্ট্য বহন করেছে। 

799 cc ইঞ্জিন, ট্রাকশন কন্ট্রোল, ডিজিটাল স্পিডো মিটার, ওডোমিটার এবং, RPM মিটার রয়েছে। আরো রয়েছে 12v Mf ব্যাটারি, এলইডি হেডলাইট ও টেইন লাইট এর মত উন্নত ধরনের ফিচারস যা বাইকটির গুণগতমানকে কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।

ইঞ্জিন পারফরম্যান্স

KTM 790 Adventure এর আউটস্ট্যান্ডিং ইঞ্জিন পারফরমেন্স এর জন্য বিশেষভাবে সুপরিচিত যা অফ-রোড এবং অন-রোড উভয় ক্ষেত্রেই কার্যকারিতার জন্য ডিজাইন করা হয়েছে।

বাইকটি 799 cc ,2 – সিলিন্ডার, 4 – স্ট্রোক DOHC সমান্তরাল টুইন ইঞ্জিন দ্বারা সমৃদ্ধ যা লিকুইড কুলড। ইঞ্জিনটির রেভ রেঞ্জ জুড়ে তার মসৃণ পাওয়ার ডেলিভারি এবং শক্তিশালী টর্ক আউটপুটের জন্য পরিচিত। ইঞ্জিনটি থেকে@8000.00 আরপিএমে 93.70 বিএইচপি পাওয়ার এবং @6600. 00 আরপিএমে 88.00 এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে সক্ষম যা একটি 6 – স্পিড গিয়ার বক্সের সাথে যুক্ত। এটি থেকে 25 কিলোমিটার এভারেজ মাইলেজ এবং 220 কিলোমিটার/ পার আওয়ার টপ স্পিড পেতে পারেন এবং এটির স্টারটিং মেথড ইলেকট্রনিক।বস্তুতপক্ষে, KTM 790 Adventure এর বহুমুখী ইঞ্জিন পারফরমেন্সের জন্য প্রশংসিত হচ্ছে।

বডি ডাইমেনশন

মোটরসাইকেল টির সামগ্রিক দৈর্ঘ্য প্রায় 2300 মিমি , প্রস্থ প্রায় 950 মিমি, এবং উচ্চতা 1400 মিমি। বাইকের সিটিং পজিশনের উচ্চতা 850 মিমি এবং হুইলবেস 1509 মিমি। বাইকটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স 233 মিমি এবং বাইকটির সামগ্রিক ওজন 189 কিলোগ্রাম। 

বাইকের জ্বালানি ধারণ ক্ষমতা বেশ ভালো প্রায় 20 লিটার। তার এই সামগ্রিক বডি স্ট্রাকচার এর কম্বিনেশন আসলেই দুর্দান্ত যা বাইকটিকে বিভিন্ন ধরনের ভূখণ্ড পরিচালনার জন্য এবং অফ রোড ও অন রোড অ্যাডভেঞ্চারের জন্য একটি আরামদায়ক এবং স্থিতিশীল রাইডিং অফার করে।

ব্রেকিং এবং সাসপেনশন সিস্টেম

(১) ব্রেক – KTM 790 Adventure এর সামনের চাকায় ডুয়াল ডিস্ক ব্রেক যুক্ত একটি উচ্চ পারফরমেন্স ব্রেকিং সিস্টেম রয়েছে এবং ফ্রন্ট ব্রেক এর ব্যাস রেডিয়াল মাউন্টেড 4 সহ 300 মিমি।  পেছনের চাকা একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক সিস্টেম রয়েছে এবং রিয়ার ব্রেক এর ব্যাস পিষ্ট ফ্লোটিং সি সহ 260 মিমি। এছাড়াও রয়েছে একটি উন্নত ABS ( অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম) যা উন্নত ব্রেকিং সিস্টেমের প্রতিফলন।

(২) সাসপেনশন – বাইকের সামনের সাসপেনশন WP APEX 43 এবং রিয়ার সাসপেনশন WP APEX শক শোষক / প্রিলোড দ্বারা সজ্জিত। সামনের এবং পেছনের উভয়ই উপাদানই সাধারণত সম্পূর্ণরূপে সামঞ্জস্য যোগ্য।

হুইল এবং টায়ার

মোটরসাইকেলটিতে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে যে অত্যন্ত উন্নত মানের চাকার পরিচয় বহন করে। ফ্রন্ট টায়ারের সাইজ 90/90/21 এবং রিয়ার টায়ারের সাইজ 150/70/18 । বাইকটিতে স্পোক টাইপ হুইল ব্যবহার করা হয়েছে যা অন রোড এবং অফ রোড পারফরমেন্সের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য । এছাড়াও বাইকটিতে চাকা এবং টায়ারের এক এক দুর্দান্ত কম্বিনেশন রয়েছে যা প্রয়োজনীয় নেভিগেট প্রদান করে একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ রাইড প্রদান করে।

মাইলেজ এবং স্পিড

KTM 790 Adventure একটি শক্তিশালী ইঞ্জিন সহ একটি মাঝারি আকারের এডভেঞ্চার টাইপ মোটরসাইকেল যা 25 কিলোমিটার এভারেজ মাইলেজ এবং 220 কিলোমিটার সর্বোচ্চ গতি/পার আওয়ার উৎপাদন করতে সক্ষম। যেহেতু বাইকের ফুয়েল ক্যাপাসিটি বেশ ভালো সেহেতু আপনি নিশ্চিন্তে দীর্ঘ ভ্রমণ বা দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম হবেন। এছাড়াও অফ রোড এবং অন রোড উভয় রাইডিং এর সময়েই বাইকটি তার সক্ষমতা ধরে রাখতে সক্ষম।

কনসোল প্যানেল এবং ইলেকট্রিক্যাল ফিচার

KTM 790 Adventure এর কনসোল প্যানেল এবং ইলেকট্রনিক ফিচার রাইডারদের প্রয়োজন এবং সুবিধাকে মাথায় রেখে করা হয়েছে। বাইকের কনসোল প্যানেলে একটি TFT ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে রাইডারদের গতি, RPM , গিয়ার পজিশন, ফুয়েল লেভেল, ট্রিপ মিটার, ওডোমিটার ইত্যাদির তথ্য প্রদান করে। 

এছাড়াও রয়েছে 12v Mf ব্যাটারি, এলইডি যুক্ত হেড ও  টেল লাইট , ইঞ্জিন কিলসুইচ, ইলেকট্রনিক স্টারটিং মেথড, উন্নত নেভিগেশন সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম ইত্যাদির মতো বিভিন্ন ধরনের উন্নত ইলেকট্রিক্যাল ফিচার। এগুলো বাইকটিকে একটি উন্নত ফিচারে পরিণত করেছে। 

সামগ্রিকভাবে KTM 790 Adventure মোটরসাইকেল এরকম প্যানেল এবং ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্যগুলো রাইডারদের কাছে বাইকটির নিজস্বতা তুলে ধরতে সক্ষম হয়েছে।

Bikroy এর বিগত ৩ মাসের লিস্টিং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবহৃত used Ktm Other Model 2023 এর দাম BDT 530,000.

KTM 790 Adventure Pros সুবিধা

  • অফ-রোড বৈশিষ্ট্যযুক্ত এবং বহুমুখী ব্যবহারের উপযোগী।
  • শক্তিশালী ইঞ্জিন।
  • আরামদায়ক রাইডিং পজিশন।
  • এলইডি লাইটিং সিস্টেম।
  • উন্নত প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ।

KTM 790 Adventure Cons অসুবিধা

  • দাম একটু বেশি।
  • রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা বেশি।
  • ওজন বেশি।

এক্সপার্ট অপিনিয়ন

8

Out of 10

KTM 790 Adventure এর বহুমুখী ব্যবহার এবং এর কর্মক্ষমতা উভয়ই প্রশংসনীয়। বাইকটির অফ রোড দক্ষতা এবং এর উন্নত প্রযুক্তির সমন্বয় বাইক রাইডারদের কাছে হয়ে উঠেছে অনন্য। দীর্ঘ ভ্রমণ এবং অফ রোড পারফরম্যান্সের জন্য অনবদ্য এই বাইকটি হতে পারে আপনার এডভেঞ্চার মূলক ভ্রমণের সঙ্গী। গুণমান, শক্তিশালী, স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতার উপর ভিত্তি করে এই বাইকটি নিঃসন্দেহে একটি ভালো চয়েজ। দাম কিছুটা বেশি হলেও বাইকটি তার নিজস্বতা এবং আভিজাত্য কে তুলে ধরতে সক্ষম।

The KTM 790 Adventure is a versatile and powerful adventure motorcycle manufactured by the Austrian manufacturer KTM. Ever since its launch in 2019, the bike has been attracting a lot of attention among adventure-loving bikers for its performance, agility and off-road capabilities.  The body design of the bike is structured in such a way that it exudes its performance.  Especially well known for long distance travel, adventurous off road rides and various adventure country riding, this bike is really excellent. The special features of the bike are – Off road features, adventure type design, powerful 799 cc engine, improved suspension, multiple riding modes, cornering ABS, traction control, quick shifter, TFT display, good navigation system, 6-speed gearbox, electronic start method. The top speed is more attractive, tubeless tires, enough fuel capacity, LED lighting system etc. This bike is rich with other advanced features.

KTM 790 Adventure is famous for its modern features and adventure type design. Making the bike a versatile and capable adventure motorcycle. There is a tall windscreen for improved wind protection during long journeys along with a comfortable and ergonomically designed seat to reduce journey fatigue. 799 cc engine, traction control, digital speedometer, odometer and RPM meter. There are also advanced features like 12v Mf battery, LED headlight and tail light which increase the quality of the bike several times. 

The bike is powered by a 799 cc ,2 – cylinder, 4 – stroke DOHC parallel twin engine which is liquid cooled. The engine is known for its smooth power delivery and strong torque output throughout the rev range. The engine produces 93.70 bhp of power @ 8000.00 rpm and @6600.  00 is capable of generating a maximum torque of 88.00 Nm mated to a 6-speed gearbox. It gets an average mileage of 25 km and a top speed of 220 km/hr and its starting method is electronic.

The overall length of the motorcycle is around 2300 mm, width is around 950 mm, and height is 1400 mm. The height of the bike’s seating position is 850 mm and the wheelbase is 1509 mm.  The ground clearance of the bike is 233 mm and the overall weight of the bike is 189 kg. The bike has a good fuel capacity of around 20 liters. The KTM 790 Adventure bike has a dual disc brake system. There is also an advanced ABS (Anti Lock Braking System) which is a reflection of the advanced braking system. The bike is equipped with front suspension WP APEX 43 and rear suspension WP APEX shock absorbers/preload.

The motorcycle uses tubeless tires that are characterized by high-quality wheels. The bike uses spoke-type wheels which are particularly notable for on-road and off-road performance. KTM 790 Adventure is a mid-sized adventure-type motorcycle with a powerful engine capable of producing an average mileage of 25 km and a top speed of 220 kph. KTM 790  Adventure’s console panel and electronic features are designed with riders’ needs and convenience in mind.  The console panel of the bike has a TFT display. This display provides the rider with information about speed, RPM, gear position, fuel level, trip meter, odometer, etc. It also has 12v Mf battery, LED head and tail lights, engine kill switch, electronic starting method, advanced navigation system, traction control, and antilock. Various advanced electrical features like braking system etc. These make the bike an advanced feature. Based on quality, power, durability and reliability, this bike is undoubtedly a good choice.

As per the Bikroy's 3 months price data, the avg. price of used Ktm Other Model 2023 is BDT 530,000.

KTM 790 Adventure Video Review


13 May, 2024 - বহুমুখী এবং অ্যাডভেঞ্চার মূলক রাইড এর জন্য পারফেক্ট একটি কম্বিনেশন এই KTM 790 Adventure মোটরসাইকেল। অত্যাধুনিক ডিজাইন এবং বডি স্ট্রাকচার এর কারণে বিশেষভাবে সুপরিচিত এই বাইকটি।

KTM 790 Adventure বাইক সম্পর্কে কিছু জিজ্ঞাসা

KTM 790 Adventure কি ধরণের বাইক?

KTM 790 Adventure হলো একটি বহুমুখী এবং শক্তিশালী অ্যাডভেঞ্চার মোটরসাইকেল।

বাইকটিতে কি ধরণের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে?

বাইকটি 799 cc ,2 – সিলিন্ডার, 4 – স্ট্রোক DOHC সমান্তরাল টুইন ইঞ্জিন দ্বারা সমৃদ্ধ যা লিকুইড কুলড।

বাইকটির স্টার্টিং মেথড কি?

ইলেকট্রিক মেথড।

বাইকটির ব্রেকিং সিস্টেমে কি ব্যবহার করা হয়েছে?

 KTM 790 Adventure বাইকটিতে ডুয়াল ডিস্ক ব্রেক সিস্টেম রয়েছে।

বাইকটির এভারেজ মাইলেজ এবং স্পিড কত?

বাইকটির থেকে 25 কিলোমিটার এভারেজ মাইলেজ এবং 220 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পেতে পারেন।

KTM 790 Adventure Specifications

Model name KTM 790 Adventure
Type of bikeAdventure
Type of engineNew 799cc, 2-Cylinder, 4-stroke, DOHC Parallel Twi
Engine power (cc) 800.0cc
Engine coolingLiquid Cooled
Max. Horse power93.70 Bhp @ 8000 RPM
Max torque88 NM @ 6600 RPM
Start methodElectric
Number of gears6
Mileage 25 Kmpl, (Approx)
Top speed220 Kmph, (Approx)
Front suspension43mm WP Apex
Rear suspensionChromium-Molybdenum-Steel Frame
Front brake typeDual Disc
Front brake diameter300mm Dual Disc with Radially Mounted 4
Rear brake typeDisc Brake
Rear brake diameter260mm Single Disc with Piston Floating C
Braking systemDual Channel ABS
Front tire size90/90/21
Rear tire size150/70/18
Tire typetubeless
Overall lengthN/A
Overall heightN/A
Overall weight189 kg
Wheelbase1509 mm
Overall widthN/A
Ground clearance233 mm
Fuel tank capacity20 L
Seat height850 Mm
Head lightn/a
Indicatorsled
Tail lightled
SpeedometerDigital
RPM meterDigital
Odometerdigital
Seat typeSplit-Seat
Engine kill switchyes
Body colorsN/A
Distributor/dealerN/A
Features, ,
Buy KTM bikroy

No bikes found. Browse used section or Explore other models.

Buy Other Bikesbikroy
Bajaj Pulsar 4clr modified 2012 for Sale

Bajaj Pulsar 4clr modified 2012

25,874 km
verified MEMBER
verified
Tk 74,999
22 minutes ago
TVS Metro Fresh 2014 for Sale

TVS Metro Fresh 2014

100,000 km
MEMBER
Tk 46,000
25 minutes ago
Bajaj Pulsar 150 . 2010 for Sale

Bajaj Pulsar 150 . 2010

0 km
MEMBER
Tk 55,000
25 minutes ago
Bajaj Pulsar 150 4clr bebe blaw 2018 for Sale

Bajaj Pulsar 150 4clr bebe blaw 2018

18,986 km
verified MEMBER
verified
Tk 108,999
29 minutes ago
Bajaj Pulsar 150 4cler gas pipe 2018 for Sale

Bajaj Pulsar 150 4cler gas pipe 2018

19,865 km
verified MEMBER
verified
Tk 108,000
29 minutes ago
+ Post an ad on Bikroy