Znen Vento রিভিউ- দাম ও ফিচারসমূহ
What's on the page
জিনেন ভেনটো হল একটি অসাধারণ ক্রুজার বাইক যা অনেক বাংলাদেশের মোটরসাইকেল বাজারী লঞ্চ হওয়ার বাইক লাভারদের মনোযোগ কেড়েছে।
জিনেন ভেনটো-এর চোখে পড়ার মতো বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর শক্তিশালী ১৫০ সিসি ৪-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ৯০০০ আরপিএম এ একটি সর্বোচ্চ ১৫.৪০ বিএইচপি পাওয়ার এবং ৭৫০০ আরপিএম এ সর্বোচ্চ ১১.০০ এনএম টর্ক প্রদান করতে সক্ষম৷
শুধু পাওয়ারফুল ইঞ্জিন নয়, স্মিথ রাইডিং নিশ্চিত করতে জিনেন ভেনটো বাইকটিতে রয়েছে ৫-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং ওয়েট-মাল্টিপ্লেট ক্লাচ। এটি এই বাইকের পারফর্ম্যান্সকে আরও উন্নত করে এবং রাইডারকে একটি আনন্দদায়ক রাইডিং দেয়।
সাসপেনশনের ক্ষেত্রেও, জিনেন ভেনটো হতাশ করেনি। এই বাইকে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং স্প্রিং সহ টুইন হাইড্রোলিক রিয়ার সাসপেনশন, যেকোনো রুক্ষ ভাঙা রাস্তায়ও এটি একটি কমফোর্টেবল এবং স্ট্যাবল রাইডিং প্রদান করে।
এই বাইকের ২.৭৫/১৮ ফ্রন্ট এবং ১১০/৯০-১৬ সেকশনের রিয়ার অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ারের দুর্দান্ত ট্র্যাকশন এবং স্থিতিশীলতা আপনাকে অভিভূত করবে বলে আমরা আশা রাখি। বাইকটির ব্রেকিং সিস্টেম নির্ভরযোগ্য, সামনে একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং পেছনে একটি ড্রাম ব্রেক রয়েছে।
জিনেন ভেনটো-এর আরও একটি উল্লেখযোগ্য দিক হল এর ফুয়েল এফিশিয়েন্সি, যার মাইলেজ প্রতি লিটারে প্রায় ৩৫ কিমি, এই বাজেটে এমন মাইলেজের কারণে এই বাইক দৈনিক যাতায়াতের জন্য একটি অন্যতম পছন্দ হয়ে উঠেছে। অপরদিকে, এটি প্রতি ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার টপ স্পিড দিতে সক্ষম। যা এই সেগমেন্টের বাইক হিসেবে যথার্থ।
এই বাইকের ক্লাসিক ক্রুজার ডিজাইনের সাথে একটি এনালগ স্পিডোমিটার ও ওডোমিটার এবং একটি ডিজিটাল আরপিএম মিটার বেশ মানানসই। হ্যান্ডেলবারের পজিশন বেশ কমফোর্টেবল তবে এর সিটটি সিঙ্গেল। অর্থাৎ, এতে পিলিয়নের জন্য কোনো পৃথক সিট নেই।
আপনি খোলা রাস্তায় ভ্রমণ করুন বা শহরের রাস্তায় নেভিগেট করুন না কেন, এই বাইকটি নিশ্চিত একটি আনন্দদায়ক রাইডিং অভিজ্ঞতা প্রদান করবে। জিনেন ভেনটো বাইকটি বর্তমানে শুধুমাত্র কালো রঙে পাওয়া যাচ্ছে।
এই ছিলো জিনেন ভেনটো ফিচার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। এবার চলুন Znen Vento রিভিউ থেকে এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Znen Vento রিভিউ – বাইকটির বিস্তারিত বিবরণ
জিনেন ভেনটো ফিচার, স্পেসিফিকেশন, দাম, বাইকটি কাদের জন্য ভালো ইত্যাদি সম্পর্কে পরিপূর্ণ রিভিউ নিচে তুলে ধরা হলো।
জিনেন ভেনটো রিভিউ-এর প্রথমেই বাইকটির বডি ডিজাইন নিয়ে কথা বলা যাক।
বডি ডিজাইন
১৫০ সিসি সেগমেন্টের জিনেন ভেনটো বাইকটি দেখতে যথেষ্ট গুড লুকিং। বাইকটির বডি ডিজাইনে স্ট্যান্ডার্ড কমিউটিং বাইকের পাশাপাশি মডার্ণ ক্রুজার বাইকের একটি দারুন সংমিশ্রণ দেখা যায়। জিনেন ভেনটো বাইকটির বডি ডিজাইনের কথা বলতে গেলে শুরুতেই বলতে হয় এর ক্লাসিক হেডল্যম্প নিয়ে। বাইকের সামনের হেডলাইটটি ক্লাসিক রাউন্ড আকৃতির এবং এটি এলইডি। পাশাপাশি রয়েছে টার্ন ইন্ডিকেটর এবং প্লাস্টিক হ্যাট। হ্যাটের উপরে একটি ট্রিপল-পিট ওডিও রয়েছে।
বাইকটির হ্যান্ডেলবারটি আপরাইট পজিশনের হওয়ায় এটি রাইডিং এর সময় ক্রুজার বাইকের ফিল পাওয়া যায়। এর ডিউ ড্রপ শেপের ফুয়েল ট্যাংকের ধারণ ক্ষমতা ১৩ লিটার।
বাইকটির ওভারঅল বডির দৈর্ঘ্য ২১৪৫ মিমি, প্রস্থ ৮৩০ মিমি, উচ্চতা ১২৪০ মিমি। বাইকটির হুইলবেস ১২৯০ মিমি। যদিও পিলিয়নের জন্য এই বাইকে পৃথকভাবে কোনো সিট দেওয়া হয়নি তবে এর টেইল প্যানেলের সাথে একটি সুদৃশ্য গ্র্যাব রেইল রয়েছে। একই সাথে পেছনে লাগেজ বহন করার জায়গাও রয়েছে।
পেছনের টায়ারের সুরক্ষার জন্য মাডগার্ড রয়েছে এবং সাথে একটি টুইন ব্যারেল এক্সস্ট। সবমিলিয়ে পেছন থেকে বাইকটি অনেকটা স্পোর্টি ভাইব দেয়। এখানেই শেষ নয়, জিনেন ভেনটো ফিচার সম্পর্কে আরও জানতে সাথেই থাকুন
ইঞ্জিন
জিনেন ভেনটো একটি রেট্রো ক্যাফে রেসার প্রোফাইলের কমিউটার বাইক। যেটিতে সংযুক্ত করা হয়েছে ১৫০ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন, যা ৪ স্ট্রোক, ২ ভাল্ভ এবং সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি। ফুয়েল সাপ্লাইয়ের জন্য রয়েছে কার্ব্যুরেটেড সিস্টেম। ইঞ্জিনটি @ ৯০০০ আরপিএম এ ১৫.৪০ বিএইচপি ম্যাক্স পাওয়ার উৎপন্ন করতে সক্ষম এবং @৭৫০০ আরপিএম এ ১১.০০ নিউটন মিটার ম্যাক্স টর্ক উৎপন্ন করতে পারে।
বাইকটি প্রতি ঘণ্টায় প্রায় ১১০ কিমি টপ স্পিড দিতে সক্ষম এবং প্রতি লিটার ফুয়েলে প্রায় ৩৫ কিমি মাইলেজ দিতে পারে। জিনেন ভেনটো দাম হিসেবে বাইকটির মাইলেজ বেশ ভালো।
এছাড়াও বাইকটিতে একটি ম্যানুয়াল ওয়েট মাল্টি-ডিস্ক ক্লাচ সিস্টেম এবং একটি ৫-স্পিড গিয়ারবক্স সংযুক্ত রয়েছে। স্টার্টিং এর ক্ষেত্রে এতে কিক এবং ইলেক্ট্রিক উভয় সুবিধা রয়েছে।
ব্রেক ও টায়ার
জিনেন ভেনটো বাইকটির সামনের চাকায় সংযুক্ত করা হয়েছে সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় সংযুক্ত করা হয়েছে ড্রাম ব্রেক।
জিনেন ভেনটোর একটি অন্যতম ভালো দিক হলো বাইকটির টায়ারগুলো। বাইকটির সামনের দিকে ২.৭৫/১৮ সাইজের টায়ার এবং পেছনের দিকে ১১০/৯০-১৬ সাইজের টায়ার সংযুক্ত করা হয়েছে। উভয়ই অ্যালয় হুইল সহ টিউবলেস টায়ার।
এবার চলুন জিনেন ভেনটো রিভিউ -এর ‘সাসপেনশন’ অংশতে যাওয়া যাক।
সাসপেনশন
জিনেন ব্র্যান্ডের এই বাইকটির সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে টুইন হাইড্রোলিক উইথ স্প্রিং সাসপেনশন। জিনেন ভেনটো দাম হিসেবে বাইকটির পেছনের সাসপেনশনের পারফরম্যান্স কিছুটা দুর্বল।
Znen Vento বাইকটি কাদের জন্য ভালো?
জিনেন ভেনটো রিভিউ পড়ে ইতোমধ্যে বাইকটি সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেছেন। জিনেন ভেনটো দাম যেহেতু যথেষ্ট পকেট-ফ্রেন্ডলি তাই বাইকটি নির্দ্বিধায় যারা প্রতিদিন অফিসে বা ব্যবসায়ের কাজে যাতায়াত করেন, তাদের জন্য শতভাগ উপযোগী হবে। এছাড়াও বাইকটির লুক এবং পারফর্ম্যান্স বিবেচনা করলে বলা যায় বাইকটি ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্যেও পছন্দের কেন্দ্রবিন্দু হবে।
এর আধুনিক কমিউটিং ফিচার এবং পাওয়ারফুল ইঞ্জিনের পারফর্ম্যান্স এটিকে বাংলাদেশে দৈনন্দিন যাতায়াতের জন্য একটি আদর্শ পছন্দ করে তোলে। আপনি শহরের রাস্তায় নেভিগেট করুন বা মাঝে মাঝে উইকএন্ড অ্যাডভেঞ্চারে বের হন, এই মোটরসাইকেলটি একটি স্মার্ট যাতায়াতের বিকল্প হতে পারে।
আশা করি, আমাদের এই জিনেন ভেনটো রিভিউ বাইকটি কেনার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। এছাড়া জিনেন ব্র্যান্ডের স্কুটারের বাজার সম্পর্কে সবসময় উপডেটেড থাকতে Bikroy-এ চোখ রাখুন।
বাংলাদেশে Znen Vento এর দাম
বাংলাদেশে Znen Vento এর অফিসিয়াল দাম ৳140,000। আসল মূল্য কম বেশি হতে পারে যা আপনি ডিলার এর কাছ থেকে যাচাই করে নিতে পারেন।
Bikroy এর বিগত ৩ মাসের লিস্টিং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবহৃত used Znen Other Model 2023 এর দাম BDT 67,500.
সুবিধা
- স্টাইলিশ রেট্রো ডিজাইন
- মডার্ন ক্রুজার বাইকের ফিচার
- পাওয়ারফুল এবং ফুয়েল এফিশিয়েন্ট ইঞ্জিন
অসুবিধা
- ব্রেকিং সিস্টেমে কোনো এবিএস বা সিবিএস যুক্ত করার ব্যবস্থা নেই।
- টায়ারগুলো কিছুটা চিকন
The Znen Vento is a remarkable cruiser bike that has caught the attention of many motorcycle enthusiasts and for good reason.
One of the standout features of the Znen Vento is its powerful 150cc 4-stroke single-cylinder engine, which delivers an impressive 15.40 Bhp of power at 9000 RPM and 11.00 Nm of torque at 7500 RPM. This engine not only provides excellent acceleration but also ensures a smooth and consistent performance on the road. The 5-speed manual transmission and wet-multiplate clutch further enhance the bike’s overall performance, making it a joy to ride.
In terms of handling, the Znen Vento doesn’t disappoint. It comes equipped with telescopic front suspension and twin hydraulic rear suspension with spring, providing a comfortable and stable ride, even on rough terrains. The alloy wheels and tubeless tires (2.75/18 front and 110/90-16 rear) offer great traction and stability, contributing to a safe and enjoyable riding experience.
The bike’s braking system is reliable, with a single disc front brake and a drum brake at the rear. The combination of these brakes ensures efficient stopping power, enhancing the bike’s overall safety.
One notable aspect of the Znen Vento is its fuel efficiency, with a mileage of approximately 35 km/l, making it an economical choice for daily commuting. Additionally, it boasts a top speed of 110 km/h, allowing riders to enjoy the thrill of cruising at high speeds when desired.
The Znen Vento’s classic cruiser design, complete with an analog speedometer and odometer and a digital RPM meter, exudes a timeless charm. The single-seat configuration and cruiser-type handlebars provide a comfortable and relaxed riding posture.
Whether you’re cruising down the open road or navigating city streets, this bike is sure to deliver an exhilarating riding experience.
Znen Vento Price in Bangladesh
The official price of Znen Vento in Bangladesh is ৳140,000. However, you should check the final price of the bike with the dealer.
As per the Bikroy's 3 months price data, the avg. price of used Znen Other Model 2023 is BDT 67,500.
Znen Vento Images
Znen Vento Video Review
24 Sep, 2023 - জিনেন ভেনটো ১৫০ সিসির এই বাইকটির বডি, ইঞ্জিন, ফিচার, দাম, এবং অন্যান্য স্পেক সহ বাইকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে এই Znen Vento রিভিউ -তে।
জিনেন ভেনটো রিভিউ সম্পর্কে জিজ্ঞাসা
জিনেন ভেনটো কী ধরণের বাইক?
জিনেন ভেনটো একটি স্ট্যান্ডার্ড কমিউটার বাইক। বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে চেক করুন Znen Vento রিভিউ।
জিনেন ভেনটো বাইকটির মাইলেজ কত?
জিনেন ভেনটো বাইকটি প্রতি লিটার ফুয়েলে প্রায় ৩৫ কিমি মাইলেজ দিতে সক্ষম।
জিনেন ভেনটো বাইকটির বর্তমান মূল্য কত?
জিনেন ভেনটো এর মূল্য বর্তমানে ১,৪০,০০০ টাকা।
জিনেন ভেনটো বাইকটি কী কী রঙে বাজারে পাওয়া যাচ্ছে?
জিনেন ভেনটো বাইকটি বর্তমানে শুধুমাত্র কালো রঙে বাংলাদেশে পাওয়া যাচ্ছে।
জিনেন ভেনটো বাইকটির টপ স্পিড কত?
জিনেন ভেনটো বাইকটি প্রতি ঘণ্টায় প্রায় ১১০ কিমি টপ স্পিড দিতে সক্ষম।
Znen Vento Specifications
Model name | Znen Vento |
Type of bike | Cruiser |
Type of engine | 4 Stroke Single Cylinder |
Engine power (cc) | 149.1cc |
Engine cooling | Air Cooled |
Max. Horse power | 15.4 Bhp @ 9000 RPM |
Max torque | 11 NM @ 7500 RPM |
Start method | Kick & Electric |
Number of gears | 5 |
Mileage | 35 Kmpl (Approx) |
Top speed | 110 Kmph (Approx) |
Front suspension | Telescopic |
Rear suspension | Twin Hydraulic with spring |
Front brake type | Single Disc |
Front brake diameter | No Info |
Rear brake type | Drum Brake |
Rear brake diameter | No Info |
Braking system | Single Disc |
Front tire size | 2.75/18 |
Rear tire size | 110/90-16 |
Tire type | Tubeless |
Overall length | 2145 mm |
Overall height | 1240 mm |
Overall weight | No Info |
Wheelbase | 1290 mm |
Overall width | 830 mm |
Ground clearance | No Info |
Fuel tank capacity | 13 Liters |
Seat height | No Info |
Head light | 35W/35W Ha |
Indicators | LED |
Tail light | LED |
Speedometer | analog |
RPM meter | Digital |
Odometer | Analog |
Seat type | Single-Seat |
Engine kill switch | yes |
Body colors | No Info |
Distributor/dealer | Znen Bangladesh |
Features | Kick and Self Start, Single Disc |