Hero MotoCorp লিমিটেড ইন্ডিয়ার বাজারে লঞ্চ করেছে Hero Karizma XMR 210। দীর্ঘ সময় পর এমন একটা স্পোর্টস বাইক বাজারে নিয়ে এলো হিরো।
এই বাইকটির মডার্ন লুক এবং আধুনিক ফিচার তরুণ বাইক-প্রেমীদের দারুন ভাবে আকৃষ্ট করবে। হিরো মটোকর্পের দাবি, এক সময় ইন্ডিয়ার বাজারে কারিজমার যে ঐতিহ্য ছিল তা ফের একবার জাগিয়ে তুলতে এই মোটরবাইক বাজারে আনা হয়েছে।
হিরো এই বাইকটিতে দিয়েছে 210 সিসি, 4 স্ট্রোক, 4 ভাল্ভ, লিকুইড কুল্ড, DOHC, ফুয়েল-ইঞ্জেকটেড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 25.5 PS @ 9250 rpm এবং 20.4 Nm @ 7250 rpm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই পাওয়ার ট্র্যান্সমিশনের জন্য ইঞ্জিনের সাথে একটি 6 স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে।
বাংলাদেশে মোটরসাইকেল সিসি লিমিট বাড়িয়ে ৩৫০ সিসি করা হয়েছে। তাই আশা করা যায় হয়তো শীঘ্রই বাংলাদেশের রাস্তায় এই বাইকটি দেখা যাবে।
এমন দারুন সব বাইকের খবর পেতে সঙ্গে থাকুন বাইকস গাইডের।