বাংলাদেশের সেরা ৫ TVS স্কুটার সম্পর্কে আলোচনা
এশিয়া মহাদেশ থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় বাইক এবং অটোরিক্সা ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম নাম টিভিএস। আমাদের দেশে টিভিএস ব্র্যান্ড-এর বেশ কিছু মোটরসাইকেল ও স্কুটারের মডেল সচরাচর রাস্তায় দেখা যায়। বাংলাদেশে যেসব টিভিএস স্কুটার ফিচার করা হয়েছে সেই সব মডেলগুলোতে বেশ বাস্তবসম্মত ডিজাইন ও ব্যবহারিক গুনাগুণ রয়েছে। একজন রাইডারের নিত্যদিনের চাহিদা ও চলাফেরার জন্য স্কুটারে যেমন সুবিধা থাকা দরকার এই মডেলগুলোতে সেই সবই দেয়া হয়েছে। দেখতে সুন্দর, আধুনিক ডিজাইন, কিছুটা স্পোর্টি স্টাইল হওয়ায় যেকোনো বয়সের রাইডারের সাথে মানিয়ে যায়।
আজ আমরা বাংলাদেশের সবচেয়ে চাহিদাসম্পন্ন ৫টি টিভিএস স্কুটারের নাম ও তাদের বিশেষত্ব সম্পর্কে জানবোঃ
টিভিএস জুপিটার
দারুন রাইড কোয়ালিটি এবং ভালো জ্বালানি দক্ষতা বিশিষ্ট জনপ্রিয় স্কুটার মডেল হচ্ছে টিভিএস জুপিটার। স্কুটারটির ১০৯.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করে, এবং সর্বোচ্চ শক্তি ৭.৪৭ বিএইচপি ও সর্বোচ্চ টর্ক ৮ এনএম উৎপন্ন করতে পারে। টিভিএস জুপিটার স্কুটারে মসৃণ রাইড দেয়ার জন্য সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, আর পেছনে গ্যাস দিয়ে চার্জ হয় এমন শক অ্যাবসর্বার। এছাড়াও এই স্কুটারের ভালো কিছু ফিচারের মধ্যে রয়েছে একটি এলইডি হেডলাইট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল এবং টিউবলেস টায়ার। এই স্কুটারটির দাম আশা করা হচ্ছে বাংলাদেশে ১,৪২,০০০ টাকার মধ্যে হবে।
টিভিএস রকজ ১২৫
টিভিএস রকজ ১২৫ একটি রেসিং-ধর্মী, চটপটে এবং আকর্ষণীয় স্কুটার। এতে রয়েছে একটি এয়ার-কুলড, ৪ স্ট্রোকবিশিষ্ট এসআই ইঞ্জিন, যার ডিসপ্লেসমেন্ট আমরা পেয়েছি ১২৫ সিসি। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ পাওয়ার পাবেন ১০.৫ বিএইচপি এবং সর্বোচ্চ টর্ক ১০ এনএম। ম্যানুয়াল ট্রান্সমিশন ও সেন্ট্রিফিউগাল ওয়েট টাইপ ক্লাচসহ এই স্কুটারে সামনে-পেছনে সাসপেনশন হিসেবে দেয়া হয়েছে টেলিস্কোপিক ও ডুয়াল শক অ্যাবসর্বার। এছাড়াও বিশেষ ফিচার হিসেবে এতে রয়েছে এলইডি ডিআরএল, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল, ডিস্ক-ড্রাম ব্রেকিং সিস্টেমের সাথে এবিএস, এবং টিউবলেস টায়ার। স্কূটারটির বর্তমান দাম বাংলাদেশে ১,৫৩,৯০০ টাকা মাত্র।
টিভিএস ওয়েগো
সুদর্শন, আরামদায়ক এবং নতুন প্রযুক্তিসম্পন্ন টিভিএস ওয়েগো স্কুটারটি কিছুদিন আগে নতুনভাবে বাজারে আনা হয়েছে। এতে রয়েছে একটি ১০৯.৭ সিসি এয়ার-কুলড, সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, ওএইচসি ইঞ্জিন। ওএইচসি থাকায় এই ইঞ্জিন থেকে উচ্চতর জ্বালানি দক্ষতা এবং আরো বেশি শক্তি পাওয়া যায়, যেখানে সর্বোচ্চ শক্তি ৭.৮ বিএইচপি এবং সর্বোচ্চ টর্ক হিসেব করা হয়েছে ৮ এনএম। অটোম্যাটিক ট্রান্সমিশন ও ক্লাচবিশিষ্ট এই স্কুটারে সাসপেনশন হিসেবে সামনে দেয়া হয়েছে ইন-লাইন টেলিস্কোপিক হাইড্রোলিক টাইপ এবং পেছনে স্প্রিং লোডেড হাইড্রোলিক ড্যাম্পার। অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, এলইডি টেইল-লাইট এবং টিউবলেস টায়ার। বর্তমানে স্কুটারটির দাম বাংলাদেশে ১,৬৪,৯৯৯ টাকা মাত্র।
টিভিএস এক্সএল ১০০
ডেলিভারি ম্যানের স্কুটার হিসেবে জনপ্রিয় টিভিএস এক্সএল ১০০ মূলত উচ্চতর জ্বালানি দক্ষতাবিশিষ্ট একটি ছোট-খাটো মোপেড টাইপের বাইক। বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশ ভারতেও এই মডেলের স্কুটারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ৯৯.৭ সিসি ডিসপ্লেসমেন্টের এই স্কুটারে একটি সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার-কুলড ইঞ্জিন দেয়া হয়েছে। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৪.৩ বিএইচপি শক্তি এবং ৬.৫ এনএম সর্বোচ্চ টর্ক রেকর্ড করা হয়েছে। সেন্ট্রিফিউগাল ওয়েট টাইপ ক্লাচ ও ম্যানুয়াল ট্রান্সমিশনবিশিষ্ট এই স্কুটারের সামনের দিকে টেলিস্কোপিক স্প্রিং টাইপ হাইড্রোলিক সাসপেনশন এবং পেছনে হাইড্রোলিক শকস-এর সাথে সুইং আর্ম দেয়া হয়েছে। বড় জ্বালানি ট্যাংক ও ইলেকট্রিক স্টার্টের পাশাপাশি এই স্কুটারের বিশেষ দিক হচ্ছে সামনে ও পেছনে থাকা ক্যারিয়ারগুলো। টিভিএস এক্সএল ১০০ এর বর্তমান দাম বাংলাদেশে ৫৯,৯০০ টাকা মাত্র।
টিভিএস এনটর্ক ১২৫
পারফরম্যান্স এবং ফিচারের সাথে দারুণ স্পোর্টি আউটলুক, দুর্দান্ত কম্বিনেশনের প্রিমিয়াম স্কুটার টিভিএস এনটর্ক ১২৫। এই স্কুটারের ১২৪.৮ সিসি এয়ার-কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৯.৩৮ বিএইচপি শক্তি এবং ১০.৫ এনএম পর্যন্ত সর্বোচ্চ টর্ক পাওয়া যায়। অটোম্যাটিক ক্লাচ ও ট্রান্সমিশনবিশিষত এই স্কুটারের সাসপেনশনগুলো হাইড্রোলিক ড্যাম্পারবিশিষ্ট- সামনে টেলিস্কোপিক ও পেছনে কয়েল স্প্রিং টাইপ। টিভিএস এনটর্ক স্কুটারের ইনস্ট্রুমেন্ট প্যানেলটি সম্পূর্ণ ডিজিটাল, আর তাতে রয়েছে ব্লুটুথ প্রযুক্তির সুবিধা। এছাড়াও এলইডি টেইল লাইট আর টিউবলেস টায়ার তো থাকছেই। টিভিএস-এর স্পেশাল এই স্কুটারটির বর্তমান দাম বাংলাদেশে ১,৯৭,৯৯৯ টাকা মাত্র।
শেষকথা
রাইডিং, নিয়ন্ত্রণ, আর হ্যান্ডেলিং সুবিধার দিক থেকে বিবেচনা করলে আমাদের কাছে টিভিএস-এর স্কুটারগুলো সবসময়ই বেশ চটপটে, সরল এবং বাস্তবসম্মত মনে হয়েছে। এই স্কুটারগুলোর বডি ডিজাইন বেশ আধুনিক ও রাইডার-বান্ধব। আর তাই এগুলো পরিচালনা করা রাইডারদের জন্য বেশ স্বাচ্ছন্দ্যের।
এছাড়াও এই স্কুটারগুলোর ইঞ্জিন আর পারফরম্যান্স বেশ মানসম্মত, আর এগুলো ধারাবাহিকভাবে বেশ ভালো রেঞ্জের শক্তি আর টর্ক উৎপাদন করতে সক্ষম। বেশ শক্তিশালী ইঞ্জিন থাকা সত্ত্বেও এই স্কুটারগুলো মসৃণ রাইড, ঝামেলামুক্ত পারফরম্যান্স এবং সহজ মেইনটেনেন্স রুটিন নিশ্চিত করে। এছাড়াও প্রায় সবগুলো স্কুটারেই বেশ ভালো জ্বালানি দক্ষতা পাওয়া যায়।
সুন্দর আউটলুক, সাশ্রয়ী দাম, মানসম্মত ডিজাইন, ফিচার এবং পারফরম্যান্স ধরে রাখার কারণে টিভিএস ব্র্যান্ডের স্কুটারগুলো বাংলাদেশের প্রতিযোগিতামূলক বাজারে বেশ ভালো অবস্থান নিতে পেরেছে। আমাদের আজকের আলোচনায় উঠে আসা ৫টি টিভিএস স্কুটারই বেশ জনপ্রিয় এবং বিপুল মানুষের আস্থা অর্জন করেছে সফলভাবে। আর তাই আপনার পরবর্তী স্কুটার কেনার সময় টিভিএস ব্র্যান্ড আপনার অন্যতম সেরা পছন্দ হয়ে উঠতে পারে।
TVS Auto Bangladesh has a wide range of scooters available in Bangladesh. The popular TVS scooters are modern and good-looking with sporty features that any rider can pull off easily.
TVS scooters in Bangladesh are commonly featured with real-life functionalities and practical commuting traits. Also, these scooters’ modern and competitive technical enhancements enhance a rider’s attire and personality.
1. TVS Jupiter:
The TVS Jupiter is one of the popular scooters of TVS. It has a great ride quality and good fuel economy. The 109.7cc, single-cylinder engine is air-cooled and generates a maximum power of 7.47 bhp, and a max torque of 8 Nm. Jupiter also has a front telescopic suspension, and gas-charged rear shock absorbers for smooth running. Other major features include an LED headlight, digital instrument panel and tubeless tyres.
2. TVS Rockz 125:
The TVS Rockz 125 is a trendy and race-ready scooter with an air-cooled, single-cylinder engine, with 125CC displacement. Its maximum power is 10.5 BHP and max torque is measured at 10 NM. The front suspension is telescopic and the rear has hydraulic shock absorbers. LED daytime running lights, a digital instrument cluster and an anti-lock braking system (ABS) are TVS Rockz’s major features.
3. TVS Wego:
The TVS Wego is a good-looking, comfy scooter with a 109.7cc single-cylinder, air-cooled, OHC engine. From this engine, we get a maximum power of 7.8 bhp and a max torque of 8 Nm. TVS Wego also has a telescopic suspension at the front and a hydraulic shock absorber at the rear side. Other features include a digital instrument panel, LED tail light and tubeless tyres.
4. TVS XL 100:
The popular delivery-man-scooter, TVS XL 100 is a rugged little moped with a top-rate fuel economy. It is designed with a 99.7cc, single-cylinder, four-stroke engine, which generates a maximum power of 4.3 bhp and a peak torque of 6.5 NM. The XL 100 is equipped with a telescopic suspension at the front and a hydraulic shock absorber at the backside. Aside from the larger fuel tank, there are also front and rear carriers, and most importantly an electric start.
5. TVS Ntorq 125:
The TVS Ntorq 125 has a sporty image that combines great features with brilliant performance. It has a 124.8 CC, air-cooled, single-cylinder engine, with maximum power at 9.38 bhp and peak torque of up to 10.5 Nm. At the front, there is a telescopic suspension and in the back there’s a gas-charged shock absorber. Other highlights include a digital instrument panel with Bluetooth capabilities, LED tail light and tubeless tyres.
In the field of engine and performance, TVS scooters are featured with a consistent quality of engines that deliver a decent range of power and torque. These decently powered engines ensure smoother rides, hassle-free performance, and longer intervals between maintenance. Consequently, TVS scooters are powerful, guaranteeing a significant fuel economy range.
Finally, TVS Auto Bangladesh also offers a very competitive range of prices for their scooters, which is one of the key attraction points in the scooter market of Bangladesh.
গ্রাহকদের কিছু নিয়মিত প্রশ্ন
বাংলাদেশের স্কুটার বাজারে টিভিএস স্কুটারের কদর কেমন?
দারুণ ডিজাইন, সুন্দর আউটলুক এবং ভালো জ্বালানি দক্ষতার স্কুটার বলতে বাংলাদেশে এখন টিভিএস স্কুটারের জয়জয়কার। সাশ্রয়ী দামের মধ্যে পরিপূর্ণ প্যাকেজ পাবেন টিভিএস স্কুটারগুলোতে।
টিভিএস স্কুটার কি বাংলাদেশে তৈরি?
বাংলাদেশে যতগুলো টিভিএস স্কুটার পাওয়া যায়, তার প্রায় সবগুলোই ভারত থেকে আমদানি করা হয়। তবে কিছু কিছু পার্টস ‘অ্যাটলাস ঢাকা লিমিটেড’-এ অ্যাসেম্বল করা হয়।
বাংলাদেশে টিভিএস স্কুটারের অফিশিয়াল ডিস্ট্রিবিউটরের নাম কি?
টিভিএস অটো বাংলাদেশ’ হচ্ছে বাংলাদেশের সমস্ত টিভিএস স্কুটারের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর।
বাংলাদেশের সেরা টিভিএস স্কুটার কোনটি?
আমাদের আজকের প্রতিবেদনের ৫টি স্কুটারই টিভিএস-এর সবচেয়ে জনপ্রিয় স্কুটার মডেল। তবে বেশি বিক্রি হওয়া মডেল হচ্ছে টিভিএস এক্সএল ১০০ এবং টিভিএস এনটর্ক ১২৫।
টিভিএস এনটর্কের কয়টি ভ্যারিয়েন্ট আছে?
আজ পর্যন্ত টিভিএস এনটর্কের মোট ৬টি ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে। সেগুলো হলো- ডিস্ক, ড্রাম, রেস এডিশন, রেস এক্সপি, সুপার স্কোয়াড এডিশন এবং এক্সটি।