H Power HTM-RE Racing রিভিউ ও বাংলাদেশে মূল্য
What's on the page
এইচ পাওয়ার বাংলাদেশের বেশ স্বনামধন্য মোটরবাইক আমদানীকারক ও ডিস্ট্রিবিউটর। সম্প্রতি বাংলাদেশে স্পোর্টসবাইকের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তারা নিয়ে এসেছেন H Power HTM-RE Racing স্পোর্টসবাইক। এছাড়াও, বাজেটের মধ্যে তারা বেশ ভালো কিছু স্পোর্টি লুকিং বাইক অফার করছেন যার মাধ্যমে কম টাকা খরচ করেও নেকেড স্পোর্টি লুকিং বাইক এখন বাংলাদেশের মানুষের কাছে চলে যাচ্ছে। তবে আজকের লেখায়, আমরা এইচ পাওয়ারের ডেডিকেটেড স্পোর্টসবাইক H Power HTM-RE Racing রিভিউ দেখবো ও বাইকটির ভালো-খারাপ দিকগুলো সম্পর্কে জানবো।
রিভিউ ও বিস্তারিত আলোচনা
তবে চলুন এবার H Power HTM-RE Racing রিভিউ ও এই বাইক সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
ডিজাইন
H Power HTM-RE Racing বাইকটি বাংলাদেশের মার্কেটে অ্যাভেইলএবল থাকা ১৬০ সিসি বাইকগুলোর মাঝে সেরা লুক অফার করছে। বলা যায় একটি পুরো দস্তুর স্পোর্টস বাইকের থেকে লুকের ক্ষেত্রে কোনো অংশেই পিছিয়ে থাকছে না এটি। বাইকটির ফ্রেইমের ডিজাইন বেশ মাসকুলার, বোল্ড ও অ্যাগ্রেসিভ লুকিং। বাইকটির অ্যারোডাইনামিক ডিজাইন এর আরামদায়ক রাইডিং-এর জন্য বেশ অপটিমাম।
দেখেই বোঝা যাচ্ছে যে H Power HTM-RE Racing – এর ডিজাইন ইন্সপিরেশন অনেকগুলো জনপ্রিয় স্পোর্টসবাইকের থেকে নেয়া হয়েছে। যদি H Power HTM-RE Racing বাইকটির লুককে সামারাইজ করতে হয়, তাহলে বলা যায় যে, এই বাইকের রয়েছে ডুকাতি’র মতো হেডল্যাম্প, ২০১২ সালের হোন্ডা সিবিআর ২৫০আর-এর মতো সাইড প্যানেল এবং ২০১৮ সালের কাওয়াসাকি নিঞ্জা ২৫০ মডেলের মতো অন্যান্য পার্টস।
তবে এই বাইকের কিছু স্বতন্ত্র ডিজাইন’ও রয়েছে, যেমন – এর এক্সহস্ট, রিয়ার হুইল ও ইঞ্জিনের নিচের প্যান। বাইকের সামনে রয়েছে ডুয়াল-পিট হেডলাইট।
ফিচারস ও বডি ডাইমেনশন
H Power HTM-RE Racing – এর মোট ওজন দাঁড়াবে প্রায় ১৪০ কেজি। বাইকটির দৈর্ঘ্য ও প্রস্থ সম্পর্কে স্পেসিফিক কিছু জানা না গেলেও এই বাইকের হুইলবেজ হচ্ছে ১৩২০ মিমি ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ১৫৫ মিমি। বাইকের সাথে থাকছে একটি ১৩ লিটার ধারণ ক্ষমতার সম্পন্ন ফুয়েল ট্যাংক।
ইঞ্জিন
H Power HTM-RE Racing বাইকের সাথে থাকছে একটি ১৬৫ সিসি’র ৪-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এবং এয়ার-কুলিং টেকনোলজি সমৃদ্ধ ইঞ্জিন। এই ইঞ্জিনের বোর ও স্ট্রোক হচ্ছে যথাক্রমে ৬৩.৫ মিমি এবং ৬২.২ মিমি ও কমপ্রেশন রেশিও হচ্ছে ৯ঃ০ঃ১। সাথে থাকছে ৬-স্পিড গিয়ার ট্রান্সমিশন ও ইলেক্ট্রিক স্টার্ট।
এই ইঞ্জিন ৮৫০০ আরপিএমে ২০.১ বিএইচপি পাওয়ার ও ৫৫০০ আরপিএমে ১৫.৫ ন্যানোমিটার টর্ক জেনারেট করতে পারবে।
এই ইঞ্জিন সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে পারবে এবং ৩৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারবে।
ব্রেকিং মেকানিজম ও সাসপেনশন
সামনের টায়ারে রয়েছে টুইন-ডিস্ক হাইড্রোলিক ব্রেক এবং পেছনের টায়ারে সিঙ্গেল হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে। আবার উভয় ব্রেকে’ই ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং রয়েছে। সামনের সাসপেনশন হিসেবে রয়েছে ইউএসডি হাইড্রোলিক টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পেছনে থাকছে মনোশক সাসপেনশন। অর্থাৎ, H Power HTM-RE Racing – এর ব্রেকিং মেকানিজম ও সাসপেনশন নিয়ে কমপ্লেইন করার কোনো জায়গা নেই।
হুইল ও টায়ার
H Power HTM-RE Racing – এ ব্যবহার করা হয়েছে স্পোর্টি অ্যালয় রিম এবং তার সাথে রয়েছে কিছুটা মোটা অ্যাটাচড টায়ার। H Power HTM-RE Racing বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং সামনের টায়ারের সাইজ হচ্ছে ১১০/৭০-১৭ ও পেছনের টায়ারের সাইজ হচ্ছে ১৪০/৭০-১৭।
পরিসংহার
সম্প্রতি বাংলাদেশের মার্কেটে স্পোর্টস লুকিং বাইকের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে এখনো সংখ্যাটা অনেক বেশি না হওয়ার কারণে পারফরম্যান্সের তুলনায় বেশি দাম দিয়েই রাইডারদের স্পোর্টস বাইক নিতে হচ্ছে। অবশ্য, যারা স্পোর্টস বাইক বিশেষ পছন্দ করেন এবং কোনো বাইকের লুক যদি তাদের ভালো লাগে, তাহলে মূল্যের দিকে বিশেষ নজর দেয়ার দরকার হয় না। আর এইদিক দিয়ে H Power HTM-RE Racing যেকোনো রাইডারের পছন্দ হবেই। তবে এইক্ষেত্রে এইচ পাওয়ারের আরেকটি স্পোর্টস বাইক, H POWER ROBOT Z – রিভিউটা’ও দেখে নেয়া উচিত।
বাংলাদেশে H Power HTM-RE Racing এর দাম
বাংলাদেশে H Power HTM-RE Racing এর অফিসিয়াল দাম ৳255,000। আসল মূল্য কম বেশি হতে পারে যা আপনি ডিলার এর কাছ থেকে যাচাই করে নিতে পারেন।
সুবিধা
- কালারফুল ডিজাইন ও আকর্ষণীয় লুক।
- ডুয়াল-পিট এলইডি হেডলাইট।
- ডুয়াল চ্যানেল এবিএস।
অসুবিধা
- মাইলেজ কম।
- কিক স্টার্ট নেই।
- কোনো ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম নেই।
H Power HTM-RE Racing is undoubtedly one of the most handsome 160cc bikes. It boasts a muscular and aggressive look with its aerodynamic design. The company has surely taken the design inspiration from famous bikes like the Ducati, 2012 Honda CBR250R, and Kawasaki Ninja 250.
But it also has a unique look with its exhaust and under-belly pan. Additionally, the bike comes with a dual-pit headlight.
H Power HTM-RE Racing weighs approximately 140 kg. Its wheelbase is 1320 mm, and ground clearance is 155 mm. It has a fuel tank that can take up to 13 liters.
H Power HTM-RE Racing has a 165cc, 4-stroke, single-cylinder air-cooled engine. It can generate 20.1 BHP power at 8500 RPM and 15.5 NM torque at 5500 RPM.
The engine can reach a maximum speed of 120 kilometers per hour and provide a mileage of 35 kilometers per liter. It has a twin-disc hydraulic brake at the front and a single-disc hydraulic brake at the rear. There is dual-channel ABS braking in both the brakes. It has a USD hydraulic telescopic suspension system at the front and one mono-shock suspension in the rear.
Alloy rims have been used on H Power HTM-RE Racing. It’s front and rear tire sizes are 110/70-17 and 140/70-17, respectively.
People who love dashing and sporty-looking bikes will surely love H Power HTM-RE Racing. Its target audience is the young generation, who are mainly concerned with the bike’s looks and pay less heed to the mileage.
H Power HTM-RE Racing Price in Bangladesh
The official price of H Power HTM-RE Racing in Bangladesh is ৳255,000. However, you should check the final price of the bike with the dealer.
H Power HTM-RE Racing Images
H Power HTM-RE Racing Video Review
05 Oct, 2023 - H Power HTM-RE Racing বাইক ক্রয় করার কথা ভাবছেন? ক্রয় করার আগে দেখে নিন H Power HTM-RE Racing রিভিউ। একই সাথে থাকছে এক্সপার্ট অপিনিয়ন এবং এই বাইকের সুবিধা ও অসুবিধা।
গ্রাহকদের কিছু নিয়মিত জিজ্ঞাসা
H Power HTM-RE Racing - এর মূল্য কতো?
বর্তমানে বাংলাদেশে H Power HTM-RE Racing ২,৫৫,০০০ টাকায় পাওয়া যাচ্ছে।
H Power HTM-RE Racing - এর মাইলেজ কতো?
H Power HTM-RE Racing থেকে ৩৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে।
H Power HTM-RE Racing - এর সর্বোচ্চ গতি কতো?
H Power HTM-RE Racing সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতি তুলতে পারবে।
H Power HTM-RE Racing - এর ফুয়েল ক্যাপাসিটি কতো?
H Power HTM-RE Racing ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে ১৩ লিটার।
H Power HTM-RE Racing - এর ওজন কতো?
H Power HTM-RE Racing – এর ওজন হচ্ছে প্রায় ১৪০ কেজি।
H Power HTM-RE Racing Specifications
Model name | H Power HTM-RE Racing |
Type of bike | Sports |
Type of engine | 4 Stroke Single Cylinder |
Engine power (cc) | 165.0cc |
Engine cooling | Air Cooled |
Max. Horse power | 20.1 Bhp @ 8500 RPM |
Max torque | 15.5 NM @ 5500 RPM |
Start method | Electric |
Number of gears | 6 |
Mileage | 35 Kmpl (Approx) |
Top speed | 120 Kmph (Approx) |
Front suspension | Telescopic USD |
Rear suspension | Monoshock |
Front brake type | Dual Disc |
Front brake diameter | No Info |
Rear brake type | Disc Brake |
Rear brake diameter | No Info |
Braking system | Dual Channel ABS |
Front tire size | 110/70-17 |
Rear tire size | 140/70-17 |
Tire type | Tubeless |
Overall length | No Info |
Overall height | No Info |
Overall weight | 140 Kg |
Wheelbase | 1320 mm |
Overall width | No Info |
Ground clearance | 155 mm |
Fuel tank capacity | 13 L |
Seat height | No Info |
Head light | LED |
Indicators | LED |
Tail light | LED |
Speedometer | digital |
RPM meter | Digital |
Odometer | Digital |
Seat type | Split-Seat |
Engine kill switch | yes |
Body colors | No Info |
Distributor/dealer | No Info |
Features | ABS, Self Start Only, Single Disc |