Znen T9 রিভিউ, দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

18 Sep, 2023
Znen T9 রিভিউ, দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

Znen হলো হাই-পারফর্মিং চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড। এটি বিশ্বব্যাপী টপ-ক্লাস স্কুটার উৎপাদনকারী কোম্পানি হিসেবে সুপরিচিত। এই ব্র্যান্ডের স্কুটারগুলো স্টাইলিশ, মজবুত এবং লং-লাস্টিং পারফরম্যান্স দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। জিনেন টি৯, এই ব্র্যান্ডের আকর্ষণীয় ডিজাইনের একটি ম্যাক্সি-স্কুটার। এটি একটি গর্জিয়াস লুকিং এবং প্রিমিয়াম কোয়ালিটির স্কুটার। এই ব্লগে Znen T9 রিভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ অটোম্যাটিক গিয়ারবক্স নিয়ে গঠিত স্কুটারটি, ১৫০ সিসি সেগমেন্টের মধ্যে দেশের অন্যতম শীর্ষ স্থানীয় স্কুটারগুলোর মধ্যে একটি।

নিরাপদ এবং কম্ফোর্টেবল রাইডিং-এর জন্য স্কুটারের চাহিদা দিন দিন বাড়ছে। নারী-পুরুষ উভয়ের কাছে স্কুটারের জনপ্রিয়তা বাড়ছে। প্রায় সব স্কুটারই বেশ ভালো ফুয়েল ইকোনমি দিয়ে থাকে। বাংলাদেশের রাস্তা-ঘাটের অবস্থা এবং ট্রাফিক পরিস্থিতি বিবেচনায় স্কুটার বেশ নিরাপদ একটি বাহন। এখানে আপনি জিনেন টি৯ রিভিউ, স্পেক্স, ফিচার, দাম, ভালো-মন্দ দিক সহ আরো বেশ কিছু বিষয়ে ধারণা পাবেন। এটির বডি স্ট্রাকচার খুবই চমৎকার তাই কন্ট্রোল করা খুবই সহজ। এটি দৈনন্দিন ব্যবহারের জন্য খুবই উপযুক্ত।

Znen T9 রিভিউ

স্কুটারটিতে ১৫০ সিসির শক্তিশালী এয়ার-কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটির বডি স্ট্রাকচার স্বাভাবিক স্কুটারের চেয়ে কিছুটা বড়। এটি থেকে আপনি প্রায় ৪০ কিমি/লিটার এভারেজ মাইলেজ এবং প্রায় ১২০ কিমি/আওয়ার টপ স্পিড পেতে পারেন। এটির টর্ক এবং পাওয়ার জেনারেশন খুবই ভালো, তাই আপনি দুর্দান্ত স্পিড এবং অ্যাক্সিলারেশন পাবেন। জিনেন টি৯ দাম সাপেক্ষে এই মাইলেজ এবং স্পিড প্রত্যাশিত।

স্কুটারটিতে উন্নত মানের ডুয়েল-ডিস্ক টাইপ ব্রেকিং সিস্টেম এবং কার্যকর টেলিস্কোপিক টুইন-শক টাইপ সাসপেনশন ব্যবহার করা হয়েছে। স্কুটারটির স্পেশাল কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অ্যারোডাইনামিক ডিজাইন, ডিআরএল হেডলাইট, ইঞ্জিন কিল সুইচ, কিক-ইলেক্টিক স্টার্ট, এবং স্টোরেজ স্পেস। স্কুটারটির অ্যারোডাইনামিক স্ট্রাকচার রাইডারকে সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষা করে। স্কুটারটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি খুবই ভালো। এটির হুইল এবং টায়ারের মান খুবই উন্নত। এটির কনসোল প্যানেল বেশ উন্নত এবং কার্যকর।

ফিচার এবং ডিজাইন

স্কুটারটিতে ট্রেন্ডি স্পোর্টি গ্রাফিক্স এবং নজরকাড়া কাটিং-এজ ডিজাইন দেয়া হয়েছে। স্কুটারটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর হাই-বিম এবং লো-বিম ফাংশনালিটির এলইডি হেডলাইট। নিয়ন ডে-টাইম রানিং লাইটস (ডিআরএল) এর অন্তর্ভুক্তি স্কুটারটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এছাড়াও এটিতে নজরকাড়া স্ফটিক ডিজাইনের টেললাইটও রয়েছে। ইঞ্জিন কাউলস ডিজাইনটি ডায়নামিক এবং শার্প। ইঞ্জিনের হিট প্রটেকশন মাফলার এবং এক্সজস্ট ডিজাইনটি যেকারো নজর কাড়বে। এটির স্প্লিট-সিট, স্টাইলিশ রিয়ারভিউ মিরর সহ কনভেনশনাল হ্যান্ডেলবার ডিজাইনটি আপনাকে মুগ্ধ করবে।

এটির ফেয়ারিং-এ বেশ বড় ফুটরেস্ট রয়েছে, যা কম্ফোর্টেবল রাইডিং-এ সহায়ক। এটির স্টোরেজ ইউনিটটি সিটিং পজিশনের নীচে অবস্থিত। স্টোরেজ ইউনিট দুটি স্তর নিয়ে গঠিত, একটি অন্যটির চেয়ে গভীর। গভীর স্তরটিতে একটি হেলমেট রাখার যথেষ্ট জায়গা রয়েছে এবং অগভীর স্তরে ডকুমেন্টস, চার্জার, এরকম ছোট-খাটো জিনিস রাখতে পারবেন। স্কুটারটি দেখতে কিছুটা এগ্রেসিভ এবং স্পোর্টি লুকিং; এলিগেন্ট কালার কম্বিনেশনে এটি বাজারে আনা হয়েছে।

ইঞ্জিন পারফরম্যান্স

স্কুটারটিতে ১৫০ সিসির ডিসপ্লেসমেন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটি এয়ার-কুলড, সিঙ্গেল সিলিন্ডার, এবং ৪-স্ট্রোক ফিচার বিশিষ্ট। এটিতে আধুনিক প্রযুক্তির কী-লেস ইগনিশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটি ৯০০০ আরপিএমে ১৪.৮০ বিএইচপি সর্বোচ্চ পাওয়ার এবং ৯০০০ আরপিএম ১০.৫০ এনএম সর্বোচ্চ টর্ক জেনারেট করতে পারে। রিভিউ অনুযায়ী, স্কুটারটি বেশ ভালো পাওয়ার ডেলিভারি করতে পারে, এছাড়াও অ্যাক্সিলারেশন বেশ স্মুথ।

স্কুটারটির ট্রান্সমিশন সিস্টেম সম্পূর্ণ অটোম্যাটিক, তাই ক্লাচ কিংবা গিয়ার পরিবর্তন করা নিয়ে চিন্তা করতে হবে না। এটির কম্প্রেশন রেশিও ১০.২:১। এটির ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বুরেটর। এটিতে ইলেকট্রিক সেলফ-স্টার্ট মেকানিজম রয়েছে এছাড়াও আপনি বিকল্প হিসেবে কিক-স্টার্টও পাবেন।

বডি ডাইমেনশন

স্কুটারটির বডি স্ট্রাকচার বেশ বড়, এবং সামনের অংশটি অ্যারোডায়নামিক শেপ হওয়ায়, এটি দুর্ঘটনা থেকে রাইডারকে সুরক্ষিত রাখতে পারে। স্কুটারটির দৈঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ২১৫০ মিমি, ৭৮৫ মিমি এবং ১৩২৫ মিমি। এটির স্প্লিট সিটটি বেশ বড়, প্যাসেঞ্জার গ্র্যাব-রেল থাকায় একজন পিলিয়ন কম্ফোর্টেবল ভাবে বসতে পারবেন। এটির ফুয়েল ক্যাপাসিটি বেশ ভালো, ১৪ লিটার, তাই দীর্ঘ ভ্রমণে নিশ্চিন্ত থাকতে পারেন। এটির হুইলবেস বেশ বড়, ১৫৬০ মিমি, তাই টপ-স্পিড এবং কর্ণারিং-এ ভারসাম্য বজায় রাখতে ভালো সাপোর্ট পাবেন। স্কুটারটির ওভারঅল স্ট্রাকচার নারী-পুরুষ উভয় বাইকারদের জন্য আদর্শ।

ব্রেকিং এবং সাসপেনশন সিস্টেম

সাসপেনশন সিস্টেমে স্কুটারটির সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের দিকে স্প্রিং-লোডেড টুইন-শক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এই সাসপেনশন সিস্টেম রাস্তার ছোট-খাটো গর্ত এবং স্পিড ব্রেকারের ধাক্কা অ্যাবজর্ব করতে পারে।

স্কুটারটিতে ডুয়েল-ডিস্ক ব্রেকিং সিস্টেম ইনস্টল করা হয়েছে, অর্থাৎ সামনে এবং পিছনে উভয় চাকায় ডিস্ক ব্রেক। সিটি কিংবা হাইওয়ে যেকোনো রোডে এই ব্রেকিং সিস্টেম যথেষ্ট কার্যকর। রিভিউ অনুযায়ী এই ব্রেকিং এবং সাসপেনশন সিস্টেম থেকে আপনি স্মুথ রাইডিং এক্সপেরিয়েন্স পাবেন।

হুইল এবং টায়ার

স্কুটারটিতে অ্যালয় টাইপ হুইল এবং টিউবলেস টাইপ টায়ার ব্যবহার করা হয়েছে। সামনের চাকায় ১২০/৮০-১৪ সেকশন টায়ার এবং পিছনের চাকায় ১৩০/৬০-১৩ সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে। সামনের হুইলের রিম সাইজ ১৪” ইঞ্চি এবং পিছনের হুইলের রিম সাইজ ১৩” ইঞ্চি। এই হুইল যথেষ্ট চওড়া এবং টায়ার গ্রিপযুক্ত বেশ মোটা। বাইকারদের রিভিউ অনুযায়ী এই হুইল এবং টায়ার শুষ্ক এবং ভেজা উভয় রাস্তাতেই বেশ ভালো পারফর্ম করতে পারে।

মাইলেজ এবং স্পিড

স্কুটার টাইপ বাইকের স্পিড এবং মাইলেজ খুব বেশি হয় না, তবে এই Znen T9 স্কুটারটি থেকে আপনি প্রত্যাশার চেয়ে বেশি স্পিড এবং মাইলেজ পাবেন। স্পিড এবং সেই সাথে ব্যালান্স, এই স্কুটারের অন্যতম একটি প্রধান আকর্ষণ। এটি থেকে আপনি প্রায় ১২০ কিমি/আওয়ার টপ-স্পিড পেতে পারেন। খুব ভালো জ্বালানি সাশ্রয়ী ফিচার না থাকলেও এটি থেকে আপনি প্রায় ৪০ কিমি/লিটার এভারেজ মাইলেজ পেতে পারেন। বাইকারদের রিভিউ অনুযায়ী, দাম সাপেক্ষে স্পিড বেশ ভালো তবে মাইলেজ আরো একটু বেশি হলে ভালো হতো।

কনসোল প্যানেল এবং ইলেকট্রিক্যাল ফিচার

স্কুটারটির ইলেকট্রিক্যাল কনসোল বেশ উন্নত মানের এবং কার্যকর। প্রয়োজনীয় সকল ফিচার আপনি এখানে পাবেন। এখানে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ট্যাকোমিটার, ফুয়েল গেজ সহ প্রয়োজনীয় সকল ইনডিকেটর দেখতে পাবেন।

স্কুটারটিতে ১২ ভোল্টের শক্তিশালী এমএফ টাইপ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি হেডল্যাম্প, টেইল ল্যাম্প সহ সকল ইন্ডিকেটর মেইনটেইন করতে পারে। এটির সকল লাইটিং সিস্টেম এলইডি টাইপ। এছাড়াও স্কুটারটিতে ঘড়ি, টার্ন ল্যাম্প সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ রয়েছে। Znen T9 রিভিউ অনুযায়ী বাইকাররা এই স্কুটারের কনসোল প্যানেল এবং ইলেকট্রিক্যাল ফিচারে খুবই সন্তুষ্ট।

Znen T9 Price in Bangladesh বাংলাদেশে Znen T9 এর দাম

বাংলাদেশে Znen T9 এর অফিসিয়াল দাম ৳215,000। আসল মূল্য কম বেশি হতে পারে যা আপনি ডিলার এর কাছ থেকে যাচাই করে নিতে পারেন।

Bikroy এর বিগত ৩ মাসের লিস্টিং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবহৃত used Znen T9 2023 এর দাম BDT 150,000.

Znen T9 Pros সুবিধা

  • স্মুথ কী-লেস ইগনিশন
  • প্রি-ইনস্টলড সিকিউরিটি সিস্টেম
  • স্টোরেজ স্পেস
  • ডুয়েল ডিস্ক ব্রেকিং সেটআপ
  • এট্রাক্টিভ স্টাইলিশ ডিজাইন
  • মজবুত এবং সিকিউরড বডি স্ট্রাকচার
  • এলইডি ডিআরএল হেডলাইট

Znen T9 Cons অসুবিধা

  • ফুয়েল ইফিসিয়েন্সি আরো ভালো হতে পারতো
  • কিছুটা এক্সপেন্সিভ
  • সাধারণ মানের সাসপেনশন

এক্সপার্ট অপিনিয়ন

8

Out of 10

Znen T9 একটি অত্যন্ত শক্তিশালী ম্যাক্সি-স্কুটার। এলিগেন্ট ডিজাইন, কম্ফোর্টেবল রাইডিং, এবং দুর্দান্ত পারফর্ম্যান্সের কারণে এটি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। স্কুটারটির বডি স্ট্রাকচার নারী-পুরুষ উভয়ের জন্য উপযোগী। বাংলাদেশের রাস্তা-ঘাট এবং ট্রাফিক পরিস্থিতিতে দ্রুত যোগাযোগের জন্য এটি অসাধারণ একটি স্কুটার। স্কুটারটির দাম কিছুটা বেশি মনে হলেও গর্জিয়াস ডিজাইন, রোমাঞ্চকর স্পিড, এবং লং-লাস্টিং পারফরম্যান্সের কারণে এটি সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দারুন গ্রহণযোগ্যতা পেয়েছে। যারা এলিগেন্ট ডিজাইনের স্পিডি স্কুটার পছন্দ করেন, এটি তাদের জন্য পারফেক্ট একটি অপশন। এটি সিটি রাইডিং-এর জন্য উপযুক্ত তবে ভাল অ্যারোডাইনামিকস থাকায় হাইওয়েতেও আপনি দুর্দান্ত রাইডিং এক্সপেরিয়েন্স পাবেন।

বাইক সম্পর্কিত যেকোনো তথ্য জানার জন্য ভিজিট করুন বাইকস গাইড। এখানে আপনি বিভিন্ন বাইকের রিভিউ, স্পেসিফিকেশন, এবং আরো বিভিন্ন তথ্য পাবেন। নতুন বা ব্যবহৃত জিনেন টি৯ স্কুটারের বর্তমান দাম জানতে হলে চোখ রাখুন দেশের সেরা মোটরবাইক মার্কেটপ্লেস Bikroy-এ।

Znen is a high-performing Chinese motorcycle brand. It is well known as a top-class scooter manufacturing company worldwide. The scooters of this brand have won the trust of customers with stylish, robust, and long-lasting performance. Jinen T9, is a maxi-scooter from this brand with an attractive design. It is a gorgeous-looking and premium-quality scooter. Equipped with a fully automatic gearbox, this scooter is one of the top local scooters in the country in the 150cc segment. It is very suitable for daily use.

This scooter uses a powerful 150 cc air-cooled engine. Its body structure is slightly larger than a normal scooter. From this, you can get an average mileage of around 40 km/liter and a top speed of around 120 km/hr. Its torque and power generation are very good, so you get great speed and acceleration.

This scooter uses an advanced dual-disc type braking system and effective telescopic twin-shock type suspension. Some of the special features of this scooter include – aerodynamic design, DRL headlights, engine kill switch, kick-electric start, and storage space. The scooter’s aerodynamic structure protects the rider from potential hazards. The fuel tank capacity of this scooter is very good. Its wheel and tire quality is very good. Its console panel is quite advanced and functional.

Jinen T9 features trendy sporty graphics and an eye-catching cutting-edge design. One of the main attractions of this scooter is its LED headlights with high-beam and low-beam functionality. The inclusion of Neon daytime running Lights (DRL) adds to the beauty of this scooter. It also has an eye-catching crystal design taillight. The engine cowl design is dynamic and sharp. The heat protection muffler and exhaust design of the engine will catch anyone’s eye. Its split-seat, conventional handlebar design with stylish rearview mirror will impress you.

It has a fairly large footrest on the fairing, which helps in comfortable riding. Its storage unit is located under the seating position. The storage unit consists of two layers, one deeper than the other. The deep layer has enough space to hold a helmet and the shallow layer can hold documents, chargers, and other small items. This is a perfect option for those who love speedy scooters with elegant designs.

Znen T9 Price in Bangladesh Znen T9 Price in Bangladesh

The official price of Znen T9 in Bangladesh is ৳215,000. However, you should check the final price of the bike with the dealer.

As per the Bikroy's 3 months price data, the avg. price of used Znen T9 2023 is BDT 150,000.

Znen T9 Video Review


18 Sep, 2023 - Znen T9 আকর্ষণীয় ডিজাইনের একটি ম্যাক্সি-স্কুটার। এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির স্কুটার। যারা এলিগেন্ট ডিজাইনের স্পিডি স্কুটার পছন্দ করেন, এটি তাদের জন্য পারফেক্ট একটি অপশন।

Znen T9 সম্পর্কে কিছু জিজ্ঞাসা

Znen T9 কি ধরণের বাইক?

এটি আকর্ষণীয় ডিজাইনের একটি ম্যাক্সি-স্কুটার।

স্কুটারটিতে কি ধরণের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে?

এয়ার-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার, ৪-স্ট্রোক, এবং কী-লেস ইগনিশন ফিচার বিশিষ্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

বাইকটির স্টার্টিং মেথড কি?

কিক এবং ইলেকট্রিক।

স্কুটারটির ব্রেকিং সিস্টেমে কি ব্যবহার করা হয়েছে?

ডুয়েল ডিস্ক ব্রেকিং সেটআপ (সামনে এবং পিছনে উভয় চাকায় ডিস্ক ব্রেক)।

স্কুটারটির এভারেজ মাইলেজ এবং স্পিড কত?

প্রায় ৪০ কিমি/লিটার এভারেজ মাইলেজ এবং প্রায় ১২০ কিমি/আওয়ার টপ স্পিড।

Znen T9 Specifications

Model name Znen T9
Type of bikeMaxi Scooter
Type of engine4 Stroke Single Cylinder
Engine power (cc) 149.6cc
Engine coolingAir Cooled
Max. Horse power14.8 Bhp @ 9000 RPM
Max torque10.5 NM @ 9000 RPM
Start methodKick & Electric
Number of gearsNo Info
Mileage 40 Kmpl (Approx)
Top speed120 Kmph (Approx)
Front suspensionTelescopic
Rear suspensionTwin Shock
Front brake typeSingle Disc
Front brake diameterNo Info
Rear brake typeDisc Brake
Rear brake diameterNo Info
Braking systemDual Disc
Front tire size120/80-14
Rear tire size130/60-13
Tire typeTubeless
Overall length2150 mm
Overall height1325 mm
Overall weightNo Info
Wheelbase1560 mm
Overall width785 mm
Ground clearanceNo Info
Fuel tank capacity14 L
Seat heightNo Info
Head lightTwin
IndicatorsLED
Tail lightLED
SpeedometerNo Info
RPM meterNo Info
OdometerNo Info
Seat typeSplit-Seat
Engine kill switchyes
Body colorsNo Info
Distributor/dealerZnen Bangladesh
Features,
Buy Znen T9bikroy
ZNEN T9 2021 for Sale

ZNEN T9 2021

45 km
MEMBER
Tk 160,000
3 weeks ago
Buy Other Bikesbikroy
Bajaj Discover এক দাম 2020 for Sale

Bajaj Discover এক দাম 2020

65,432 km
verified MEMBER
Tk 44,000
2 minutes ago
TVS Apache RTR 4v 2022 for Sale

TVS Apache RTR 4v 2022

27,000 km
MEMBER
Tk 160,000
5 minutes ago
Yamaha Fazer FI V2 Exchange possible 2018 for Sale

Yamaha Fazer FI V2 Exchange possible 2018

50,600 km
verified MEMBER
Tk 167,000
1 week ago
Yamaha Fazer FI V2 . 2017 for Sale

Yamaha Fazer FI V2 . 2017

29,000 km
verified MEMBER
Tk 162,000
1 week ago
Suzuki Gixxer SF Fi Abs 2020 for Sale

Suzuki Gixxer SF Fi Abs 2020

14,000 km
verified MEMBER
Tk 225,000
1 week ago
+ Post an ad on Bikroy