Keeway K300R রিভিউ, দাম, ফিচার ও অন্যান্য
What's on the page
Keeway K300R রিভিউ
কিওয়ে কে৩০০আর বাইকটি অন্যান্য ৩০০-৪০০ সিসির স্পোর্টসবাইকগুলোর মতোই। কিওয়ে কোম্পানি তরুণ রাইডারদের ডিম্যান্ডের কথা বিবেচনা করে ১৫০-২০০ সিসির বাইকগুলো থেকে আপগ্রেডেট ভার্সন হিসেবে ৩০০ সিসির অসাধারণ একটা বাইক বাজারে নিয়ে এসেছে। বাইকটির ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে ইঞ্জিন ও ইলেক্ট্রনিক ফিচারস, সবকিছু মিলিয়ে বাইকটি যেকোনো স্পোর্টসবাইক লাভারসের মন কেড়ে নিবে। Keeway K300R রিভিউ অনুযায়ী বাইকটির বিশেষত্ব এর ইঞ্জিন পারফরম্যান্সে ও এর গঠনে, দেখতেও যেমন সুন্দর, রাইডিং-এর ক্ষেত্রেও পাওয়া যায় অসাধারণ অনুভূতি।
ইঞ্জিন ও ট্রান্সমিশন
Keeway K300R রিভিউ অনুযায়ী বাইকটিতে ২৯২.৪০ সিসির ৪-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ৮৭৫০ আরপিএম- এ ২৭.৫০ বিএইচপি সর্বোচ্চ শক্তি এবং ৭০০০ আরপিএম-এ ২৫.০০ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। মোটরসাইকেলটির টপ স্পিড প্রায় ১৫০ কিমি/ঘন্টা। কিওয়ে কে৩০০আর দাম বিবেচনায় এই রেঞ্জের মধ্যে স্পোর্টস বাইক হিসেবে এর টপ স্পিড খুবই ভালো, তবে সিসি হিসেবে আরও ভালো বাইকাররা আশা করে।
কিওয়ে কে৩০০আর রিভিউ অনুযায়ী বাইকটি প্রতি লিটার জ্বালানিতে এটি ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। কিওয়ে কে৩০০আর দাম বিবেচনায় এই মাইলেজ নিয়ে বাইকাররা খুবই খুশি। বাইকটির স্টার্টিং মেথড হিসেবে আছে ইলেক্ট্রিক মেথড এবং ট্রান্সমিশনটি ৬-স্পিড গিয়ার সম্বলিত। বাইকটিতে ক্লাচ হিসেবে ম্যানুয়াল ওয়েট-মাল্টিপ্লেট টাইপ ক্লাচ সিস্টেম ব্যবহার করা হয়েছে।
বডি ডিজাইন
কিওয়ে কে৩০০আর ফিচার এর মধ্যে বাইকটির বডি ডাইমেনশন যথেষ্ট প্রশংসনীয়। বাইকটির টোটাল দৈর্ঘ্য ২০১০ মিমি, প্রস্থ ৭৫০ মিমি, এবং উচ্চতা ১০৮০ মিমি। বাইকটিতে ১৩৬০ মিমি হুইলবেস রয়েছে, যা কর্ণার্রিং-এর সময় বাইকটিকে স্ট্যাবল রাখার জন্য যথেষ্ট। তাছাড়া, এটির ন্যূনতম ১৩৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে, এই রেঞ্জের অন্যান্য বাইকের তুলনায় যথেষ্ট ভালো। বাইকটির ওজন প্রায় ১৬৫ কেজি ও এর সিটের উচ্চতা ৭৮০ মিমি, শর্ট রাইডাররাও নিশ্চিন্তে রাইড করতে পারবেন। বাইকটিতে ১২-লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক লাগানো হয়েছে, Keeway K300R রিভিউ অনুযায়ী বাইকটি লং রাইডিং-এ বেশ ভালো সময় পর্যন্ত ফুয়েল ধরে রাখতে পারে, যা নিয়ে বাইকাররা বেশ সন্তুষ্ট। এই বাইকে ফুয়েল সাপ্লাই হিসেবে ফুয়েল ইঞ্জেকশন ব্যবহার করা হয়েছে।
ব্রেক ও সাসপেনশন
কিওয়ে কে৩০০আর রিভিউ অনুযায়ী বাইকটিতে আপডেটেড সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়েছে। সামনে ৩৭ মিমি USD Shockabsorber সাসপেনশন যুক্ত করা হয়েছে এবং পিছনে রয়েছে Center Monoshock সাসপেনশন। বাইকটির সামনে ২৯২ মিমি ডিস্ক ব্রেক ও পিছনে ২২০ মিমি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সিস্টেম হিসেবে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রাখা হয়েছে।
টায়ার ও হুইল
Keeway K300R রিভিউ থেকে জানা যায়, চাকায় টিউবলেস-টাইপ টায়ার লাগানো আছে ও হুইল টাইপ হিসেবে আছে অ্যালয় হুইল। বাইকটির সামনের এবং পিছনের চাকায় যথাক্রমে ১১০/৭০-১৭ এবং ১৪০/৬০-১৭ সাইজের টায়ার রয়েছে। কিওয়ে কে৩০০আর দাম ও সাইজ অনুযায়ী, সামনের ও পিছনের টায়ারগুলো ভালোই বলা যায়।
ইলেক্ট্রিক ফিচার
কিওয়ে কে৩০০আর একটা স্পোর্টস বাইক। এছাড়াও কিওয়ে কে৩০০আর ফিচার -গুলোর মাঝে আরও রয়েছে থ্রি পার্ট হ্যান্ডেল বার। কিওয়ে কে৩০০আর দাম-এর সাথে মিল রেখে বাইকটির স্পিডোমিটার, ওডোমিটার ও আরপিএম মিটার ডিজিটাল রাখা হয়েছে। এছাড়াও হেডলাইট, টেইললাইট ও ইন্ডিকেটর ৩টির ক্ষেত্রেও এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। Keeway K300R রিভিউ অনুযায়ী ইন্সট্রুমেন্ট প্যানেল এবং ইলেক্ট্রিক ফিচার নিয়ে অভিযোগ নেই বললেই চলে। বাইকটিতে ভালো মানের ১২ ভোল্টের ব্যাটারি (Mf) ব্যবহার করা হয়েছে । Keeway K300R রিভিউ থেকে জানা যায়, বাইকটির সিট টাইপ স্প্লিট সিট ও ইঞ্জিন কিল সুইচও দেওয়া আছে।
পরিশেষে
কিওয়ে-র বাইকগুলো দিনে দিনে ভালোই জনপ্রিয়তা অর্জন করছে, এমনকি অনেক বড় বড় বাইক কোম্পানির বাইকগুলো থেকেও কিছু ক্ষেত্রে এগিয়ে আছে। কিওয়ে কে৩০০আর বাইকটি সর্বোপরি একটা চমৎকার বাইক যেখানে দেওয়া হয়েছে আধুনিক ও প্রয়োজনীয় সব ফিচারস।
কিওয়ের অন্যান্য বাইকের রিভিউ জানতে পড়ুন – কিওয়ে বাইক রিভিউ।
Bikroy এর বিগত ৩ মাসের লিস্টিং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবহৃত used Keeway Other Model 2023 এর দাম BDT 60,000.
সুবিধা
- মাইলেজ
- টপ স্পিড
- ইজি কন্ট্রোলিং
- ওজনে হালকা
- শক্তিশালী ইঞ্জিন
- ফ্রন্ট ও রিয়ার সাসপেনশন
- ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি
- ফুয়েল সাপ্লাই
- ইলেক্ট্রিক ফিচার
- এবিএস ব্রেকিং সিস্টেম
অসুবিধা
- নিয়মিত যাতায়াতে তেমন উপযোগী নয়, বিশেষ করে ঢাকার রাস্তা বিবেচনা করে
- দাম তুলনামূলক বেশি
- রক্ষণাবেক্ষণ খরচ বেশি
Keeway K300R Review
The Keeway K300R bike is similar to other 300-400 cc sports bikes. Considering the demand of young riders, Keyway Company has brought an amazing 300-cc bike to the market as an upgraded version of 150-200-cc bikes. From the braking system of the bike to the engine and electronic features, the bike will capture the heart of any sport bike lover.
Engine and transmission
The bike has a 292.40 cc 4-stroke, single-cylinder, liquid-cooled engine which can produce 27.50 bhp of peak power at 8750 rpm and 25.00 Nm of peak torque at 7000 rpm. The top speed of the motorcycle is about 150 km/h. It can travel 35 kilometers per liter of fuel.
Body design
The total length of the bike is 2010 mm, width is 750 mm, and height is 1080 mm. The bike has a wheelbase of 1360 mm, which is enough to keep the bike stable during cornering. Moreover, it has a minimum ground clearance of 135 mm, considerably better than other bikes in this range. The weight of the bike is about 165 kg and its seat height is 780 mm. The bike has a 12-litre fuel tank capacity.
Brakes and suspension
The bike has an updated suspension and braking system. 37 mm USD Shock absorber suspension is added at the front and Center Monoshock suspension at the rear. The bike uses 292 mm disc brake at the front and 220 mm disc brake at the rear. The dual-channel ABS braking system has been kept as a braking system.
Tires and wheels
The wheels are fitted with tubeless-type tires and are wheel type alloy wheels. The bike has 110/70-17 and 140/60-17 size tires on the front and rear wheels, respectively.
Electric features
There is a three-part handlebar on the bike. The speedometer, odometer and rpm metre of the bike has been kept digital. LED lights have also been used for the headlights, tail lights and indicators. The bike has a good quality 12-volt battery (Mf).
Finally
Keyway bikes are gaining popularity day by day, even surpassing the bikes of many big bike companies in some cases. Keyway K300R is an excellent bike with all the modern and necessary features.
As per the Bikroy's 3 months price data, the avg. price of used Keeway Other Model 2023 is BDT 60,000.
Advantages
- Mileage
- Top speed
- Easy controlling
- Light in weight
- Powerful engine
- Front and rear suspension
- Fuel tank capacity
- Fuel supply
- Electric features
- ABS braking system
Disadvantages
- Not very useful for regular commuting, especially considering Dhaka's roads
- The price is relatively high
- Maintenance costs are high
Keeway K300R Images
keeway k300r Video Review
16 Apr, 2024 - কিওয়ে কে৩০০আর একটি অসাধারণ স্পোর্টস বাইক, কিন্তু কিভাবে বুঝবেন এটি আপনার জন্য বেষ্ট স্পোর্টস বাইক কিনা? জানার জন্য পড়তে হবে আজকের রিভিউ - “কিওয়ে কে৩০০আর রিভিউ”
Keeway K300R নিয়ে নিয়মিত কিছু প্রশ্ন
কিওয়ে কে৩০০আর - এর ফুয়েল সাপ্লাই কি?
ফুয়েল ইঞ্জেকশন।
কিওয়ে কে৩০০আর - এর সিলিন্ডার সংখ্যা কত?
সিঙ্গেল সিলিন্ডার।
কিওয়ে কে৩০০আর - এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট কত?
২৯২.৪০ সিসি।
কিওয়ে কে৩০০আর - এ কোন ধরণের কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে?
লিকুইড কুলড।
কিওয়ে কে৩০০আর - এর গিয়ার সংখ্যা?
ট্রান্সমিশনটি ৬-স্পিড গিয়ার সম্বলিত।
Keeway K300R Specifications
Model name | Keeway K300R |
Type of bike | Sports |
Type of engine | Single Cylinder Liquid cooled, 4 Stroke Engine |
Engine power (cc) | 300.0cc |
Engine cooling | Liquid Cooled |
Max. Horse power | 27.50 Bhp @ 8750 RPM |
Max torque | 25 NM @ 7000 RPM |
Start method | Electric |
Number of gears | 6 |
Mileage | 35 Kmpl, (Approx) |
Top speed | 150 Kmph, (Approx) |
Front suspension | USD shockabsorber, 37mm |
Rear suspension | Center Monoshock |
Front brake type | Disc Brake |
Front brake diameter | 292 mm |
Rear brake type | Disc Brake |
Rear brake diameter | 220 mm |
Braking system | Dual Channel ABS |
Front tire size | 110/70-17 |
Rear tire size | 140/60-17 |
Tire type | tubeless |
Overall length | 2010 mm |
Overall height | 1080 mm |
Overall weight | 165 kg |
Wheelbase | 1360 mm |
Overall width | 750 mm |
Ground clearance | 135 mm |
Fuel tank capacity | 12 L |
Seat height | 780 Mm |
Head light | n/a |
Indicators | led |
Tail light | led |
Speedometer | Digital |
RPM meter | Digital |
Odometer | digital |
Seat type | Split-Seat |
Engine kill switch | yes |
Body colors | N/A |
Distributor/dealer | N/A |
Features | ABS, Kick Start Only, Double Disc |