Honda CB Trigger রিভিউ দাম ও ফিচারসমূহ
What's on this page
হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির অন্যতম দারুন একটি স্পোর্টস কমিউটার বাইকের মিশ্রণ হচ্ছে হোন্ডা সিবি ট্রিগার রিভিউ বাইকটি। এই কোম্পানির আশা অনুযায়ী পূর্ববর্তী পণ্য ইউনিকর্ণ ড্যাজলার মোটরবাইকের বাজারে তেমন ভাবে মাতিয়ে তুলতে পারেনি। তাই কোম্পানিটি সিদ্ধান্ত নেয় ইউনিকর্ণ ড্যাজলার বাইকটিকে নতুন করে তৈরি করার। অনেক দিন ধরে ড্যাজলার বাইকটিকে আপগ্রেড করার পর সেটার নতুন নাম দেয়া হয় Honda CB Trigger রিভিউ, আর নির্দিষ্ট সময়ে তা লঞ্চ করে। যদিও বর্তমানে বাইকটি বাজারজাত করা বন্ধ হয়ে গেছে, তবুও আমাদের দেশে এখন হোন্ডা ট্রিগার ফিচারে ভরা বাইকটি বিভিন্ন গ্রাহকদের হাতে হাতে দেখা যায়, এবং সেগুলো ব্যবহৃত পণ্যের সাথে বিক্রিও হয়।
আজ আমরা দেখবো এই হোন্ডা কম্পানি এই হোন্ডা সিবি ট্রিগার বাইকটি নিয়ে সবসময় এত মাতামাতি কেনো করেছে। সেই সাথে জানবো হোন্ডা ট্রিগার দাম এবং বিস্তারিত ট্রিগার রিভিউ।
Honda CB Trigger রিভিউ – ইঞ্জিন
নতুন সিবি ট্রিগার রিভিউ অনুযায়ী এতে রয়েছে পূর্ববর্তী ইউনিকর্ন ড্যাজলারের ১৫০ সিসি শক্তিশালী ইঞ্জিন । ১৪৯.১ সিসি ডিসপ্লেসমেন্টের এই ইঞ্জিনটি একটি ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ওভার-হেড ক্যাম, এয়ার কুলিং, ২ ভালভ, সিঙ্গেল স্পার্ক ইঞ্জিন। এর সিলিন্ডারের বোর হচ্ছে ৫৭.৮ মিমি, যার দরুণ ডিসপ্লেসমেন্টের মান ১৪৯.১ হয়েছে।
ইঞ্জিনটিতে কমপ্রেশন রেশিও রাখা হয়েছে ৯.৫ঃ১; যার ফলে বাংলাদেশে ব্যবহারযোগ্য গ্যাসোলিনের মান বিবেচনায় পিস্টন তথা ইঞ্জিন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে।
একটি বিশেষ কার্বুরেটরের সাহায্যে সিবি ট্রিগারের ইঞ্জিনে জ্বালানী সরবরাহ করা হয়। হোন্ডা তাদের স্পেসিফিকেশনে আলাদাভাবে কোনো মডেলের নাম উল্লেখ করেনি। তাই আমরা ধরেই নিতে পারি যে, হয় তারা নতুন কোনো কার্বুরেটর ডিজাইন করেছে, নতুবা আরো ভালো পারফর্ম্যান্সের জন্য ড্যাজলারের মডেলটিকেই টিউনিং করে নিয়েছে। এছাড়াও ইঞ্জিনের সুস্থতার জন্য এয়ার কুলিং সিস্টেম হিসেবে একটি আঠালো কাগজের ফিল্টার ব্যবহার করা হয়।
এছাড়াও হোন্ডা ট্রিগার রিভিউতে ইঞ্জিনের লুব্রিকেশন সিস্টেম সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। এই সবকিছু মিলিয়ে ইঞ্জিনটি থেকে ১৪ বিএইচপি @৮৫০০ আরপিএম সর্বোচ্চ পাওয়ার এবং ১২.৫ এনএম @৬৫০০ আরপিএম সর্বোচ্চ টর্ক পাওয়া সম্ভব।
এছাড়াও ইঞ্জিনটির জ্বালানী ট্যাংকের ধারণক্ষমতা ১২ লিটার। বাইকটির ওয়েট ওজন হচ্ছে ১৩৫ কেজি; যার দরুন এর ওজন-সাপেক্ষে পাওয়ার রেশিও প্রতি ১০০ কেজিতে ৪.৭ এইচপি। সবশেষে হোন্ডা ট্রিগার ফিচার হিসেবে ইঞ্জিনটিতে বেসিক কিক স্টার্টের পাশাপাশি রাখা হয়েছে ইলেকট্রিক স্টার্টের সুবিধা।
Honda CB Trigger রিভিউ – ট্রান্সমিশন এবং পারফর্ম্যান্স
হোন্ডা সিবি ট্রিগার রিভিউতে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এর ৫ স্পিডের অনবরত মেশ ট্রান্সমিশন; যার মধ্যে ১টি ডাউন ও ৪টি আপ গিয়ারের সমন্বয় রয়েছে। এছাড়াও এর ট্রান্সমিশনে রয়েছে একটি ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। Honda CB Trigger রিভিউতে এর গিয়ারের রেশিও সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
সিবি ট্রিগার বাইকটি মাত্র ৬ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি প্রতি ঘন্টা গতি তুলতে সক্ষম এবং হোন্ডার দাবি, ট্রিগারের মাইলেজ গড়ে প্রতি লিটারে ৪৫-৫৫ কিমি এর মত। সেই হিসেবে বাইকটির পারফর্ম্যান্স বেশ ভালোই মনে হচ্ছে।
Honda CB Trigger রিভিউ – ডিজাইন ও আউটলুক
একটু ভিন্ন অ্যাংগেল থেকে দেখলে সিবি ট্রিগার বাইকটিকে অনেক চেনা চেনা লাগে। যেহেতু এই বাইকটি হোন্ডার বিখ্যাত ড্যাজলার বাইকের একটি আপগ্রেড করা ভার্সন, তাই একে দেখতে অনেকটা ড্যাজলারের মতই। কিন্তু সাইড ভিউতে বাইকটির বডিতে কিছু নতুন ডিজাইনের কাজ দেখা যায়।
হয়ত শুনতে খারাপ লাগতে পারে। কিন্তু এটাই সত্যি যে ড্যাজলারের তুলনায় সিবি ট্রিগার রিভিউতে বাইকটিকে অনেক বেশি আকর্ষনীয় এবং ঝরঝরে লাগে। বাইকটির সামনের দিকে একটি নতুন আকৃতির হেডলাইট দেয়া হয়েছে যা ড্যাজলারের তুলনায় বাইকটিকে বেশ অ্যাগ্রেসিভ একটা লুক এনে দেয়। এছাড়াও ভাইজরের গায়ে দু’টি এয়ার স্কুপ এবং হেডলাইটের উপরে দুই কোনায় থাকা পাইলট ল্যাম্পগুলোর জন্যও বাইকটির সামনের আউটলুকে অনেকটা স্পোর্টি ভাব এসেছে।
এছাড়াও সিবি ট্রিগার রিভিউ অনুযায়ী বাইকটির ট্যাংকের গড়ন বেশ তীক্ষ্ণ ও পুরুষত্বের ছোঁয়া রয়েছে। আকর্ষনীয় ডিজাইনের ট্যাংকের সাথে অনন্য ভাসমান সাইড কাউলগুলো বাইকটিকে বেশ প্রভাবশালী আবেদন এনে দিয়েছে।
হোন্ডা ট্রিগার দামের তুলনায় এর থ্রিডি ডিজাইনের হোন্ডা লোগোটি দর্শকদের চোখে রত্নের মত ঝলমল করে। ২ টোনের প্লাস্টিক দিয়ে সুক্ষ্ম ডিজাইন করা সাইড প্যানেলগুলো বেশ পুরুষালি আমেজ তৈরি করে। পেছনের দিকে সিটের নিচের প্যানেলগুলোও বেশ পুরুষালি এবং বডির রঙের সাথে মিলে গেছে।
অ্যালয় চাকা, পেছনের মনোশক সাসপেনশনের সাথে ডুয়াল ডিস্ক ব্রেকগুলোর সমন্বয় বাইকটিকে বেশ আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে। এছাড়াও বাইকটির আউটলুক আরো আধুনিক করে তুলেছে এর ডিজিটাল সরঞ্জামের প্যানেলগুলো।
হোন্ডা ট্রিগার ফিচারের মধ্যে আরও একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এর ইউনি-বডি অর্থাৎ মিলিত লম্বা সিট; সিটগুলো বেশ প্রশস্ত এবং কুশনগুলো বেশ আরামদায়ক। এরপর বাইকটির পেছনে রয়েছে একটি দৃষ্টিনন্দন আধুনিক ডিজাইনের এলইডি টেইল-লাইট। কুয়াশা কিংবা দৃষ্টি-বন্ধক পরিবেশেও এর দুই সারি এলইডি লাইনগুলো খুব সহজেই চোখে পড়ে।
হোন্ডা ট্রিগার রিভিউ অনুযায়ী এর এক্সহস্ট মাফলারটি বেশ বড় এবং একটি অনন্য চতুষ্কোণ আকৃতির। সামনের মাড-গার্ড বাদে বাইকের বডির নিচের অংশ পুরোটাই কালো রঙের। ব্ল্যাক ফিনিশের ইঞ্জিনের গায়ে লাল রঙের হোন্ডা ব্র্যান্ডে লোগোটি বেশ আবেদন তৈরি করে। বাংলাদেশে মোটরসাইকেল বাজারে বাইকটির শুধুমাত্র কালো ও লাল এই দুই ভ্যারিয়ান্ট পাওয়া যায়।
Honda CB Trigger রিভিউ – ডিজিটাল কনসোল
Honda CB Trigger রিভিউতে আমরা দেখতে পেয়েছি যে, বাইকটির ইলেকট্রিক্যাল প্যানেল অর্থাৎ কনসোলটি সম্পূর্ণ ডিজিটাল, যা পুরো বাইকে একটি প্রিমিয়াম অনুভব এনে দেয়। কমলা রঙের এলসিডি ডিসপ্লেতে একটি বার স্টাইলের ট্যাকোমিটার, স্পিডোমিটার, ওডোমিটার, দু’টি ট্রিপ মিটার, একটি ফুয়েল গেইজ এবং একটি ঘড়ি দেখা যায়। গিয়ার সম্পর্কিত কোনো ইনডিকেটর এখানে দেয়া হয়নি। বাইকটির যাবতীয় ইনডিকেটর ডিজিটাল কনসোলটির ঠিক উপরেই বসানো হয়েছে।
Honda CB Trigger রিভিউ – সুইচ গিয়ার
সুইচ গিয়ারের ক্ষেত্রে অনেকেই বলেন যে এই বাজেটের বাকি সব হোন্ডা বাইকের মতই সিবি ট্রিগারও গ্রাহকদের হতাশ করবে। হোন্ডা ট্রিগার দামের বিচারে বাইকটিতে কোনো ইঞ্জিন কিল সুইচ দেয়া হয়নি; যা কিনা অত্যন্ত দরকারি একটি ফিচার। এটা ছাড়া বাইকের বাকি সবগুলো সবগুলো সুইচ স্ট্যান্ডার্ড মানের। সুইচগুলোর সাথে রয়েছে একটি হাই-বীম ফ্ল্যাশার এবং সবগুলো সুইচই বেশ প্রিমিয়াম মানের।
Honda CB Trigger রিভিউ – ইলেকট্রিক্যাল সরঞ্জাম
ট্রিগার রিভিউ এর পরের বিষয় সিবি ট্রিগার বাইকটির যাবতীয় ইলেকট্রিক্যাল সরঞ্জাম নিয়ে। এই বাইকে একটি ১২ ভোল্টের ৪এএইচ মেইনটেনেন্স-মুক্ত ব্যাটারি দেয়া হয়েছে এবং এর সাথে দেয়া হয়েছে একটি এসি বিদ্যুৎ জেনারেটর। এই বাইকের ডিজিটাল ইগনিশন সিস্টেমে ডিসি বিদ্যুৎ ব্যবহার করা হয়।
এছাড়াও সিবি ট্রিগার বাইকে রয়েছে একটি উজ্জ্বল ৩৫/৩৫ ওয়াটের মাল্টি রিফলেক্টর ক্লিয়ার লেন্স এসি হেডলাইট, ৫/২১ ওয়াটের এলইডি টেইল ও ব্রেক লাইট এবং একেকটি ১০ ওয়াট করে ২টি ক্লিয়ার লেন্স টার্ন সিগন্যাল লাইট।
Honda CB Trigger রিভিউ – চ্যাসিস ও বাইকের সাইজ
উন্নত ডিজাইনের ডায়মন্ড টাইপ ফ্রেমের সাহায্যে হোন্ডা তাদের সিবি ট্রিগার বাইকটির ভিত্তি তৈরি করেছে, যা একটি ১৫০ সিসির বাইকের জন্য যথেষ্ট। ট্রিগার রিভিউতে আমরা দেখতে পাই যে, বাইকটির সামগ্রিক দৈর্ঘ্য ২০৪৫ মিমি, প্রস্থ ৭৫৭ মিমি, উচ্চতা ১০৬০ মিমি। সিবি ট্রিগারের সিট হাইট ৭৮০ মিমি, যেখানে উঁচুনিচু রাস্তায় ভালোভাবে চলার জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে ১৭৫ মিমি এবং বাইকটির হুইল-বেইজ হচ্ছে ১৩২৫ মিমি।
ওয়েট ওজন অর্থাৎ টুল-কিট ও ৯০% জ্বালানী সহ বাইকের ওজন হচ্ছে ১৩৫ কেজি। সব মিলিয়ে আমরা দেখতে পাই যে, হোন্ডা ট্রিগার দামের তুলনায় এর সাইজ অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মতই।
Honda CB Trigger রিভিউ – সাসপেনশন
হোন্ডা সিবি ট্রিগার রিভিউতে এর সাসপেনশন বেশ ভালোই মনে হচ্ছে। সামনের দিকে টেলেস্কপিক ফোর্ক এবং পেছনে ৫-ধাপে অ্যাডজাস্টেবল স্প্রিং-লোডেড মনোশক ব্যবহার করা হয়েছে। এই সেগমেন্টের মধ্যে অন্যান্য সব বাইকের তুলনায় হোন্ডা ট্রিগার ফিচার সাসপেনশনের সেট-আপটি স্ট্যান্ডার্ডের চেয়েও বেশ ভালো মনে হয়েছে। এমনকি একজন পিলিয়ন নিয়ে রাইড করা সত্ত্বেও রাস্তার যেকোনো ধরণের ঝাঁকুনি খুব সুন্দরভাবে বাতিল করে দিয়ে একটি মসৃণ আরামদায়ক রাইড নিশ্চিত করতে পারে।
Honda CB Trigger রিভিউ – টায়ার, রীম ও ব্রেক
হোন্ডা ট্রিগার বাইকে তাদের প্রচলিত ৫-স্পোক ১৭ ইঞ্চি অ্যালয় রীম ব্যবহার করা হয়েছে এবং তাদের সিবিএস ভার্সনে দুই চাকাতেই নিসসিন ক্যালিপার সহ ডিস্ক ব্রেক ব্যবহার করেছে। সামনের ডীস্কটি ২৪০ মিমি এবং পেছনেরটি ২২০ মিমি। দু’টি টায়ারই টিউবলেস এবং বেশ ভালো মানের গ্রিপ দিতে পারে।
Honda CB Trigger রিভিউ – কমফোর্ট এবং হ্যান্ডেলিং
কমফোর্টের দিক থেকে হোন্ডা সিবি ট্রিগার বাইকটি সেরা, কিন্তু হ্যান্ডেলিং এর ব্যাপারে এটা শহরের রাস্তায় বেশ ভালোভাবে হ্যান্ডেল করা গেলেও হাইওয়েতে গিয়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় একটু কষ্টই করতে হয়। তুলনামূলকভাবে সিবি ট্রিগারের ওজন বেশ কম এবং পেছনের ১১০ সেগমেন্টের টায়ারগুলো বাইক চালনা ও ট্র্যাফিক জ্যামে বেশ ভালোভাবে সাপোর্ট দিতে পারে। কিন্তু হুইলবেইজ তুলনামূলক খাটো হওয়ায় হাই স্পিডে বাইকটির ভারসাম্য দুর্বল হয়ে পড়ে।
এছাড়াও বাইকটির সিট হাইট তুলনামূলক বেশি; এই ব্যাপারটা উচ্চতায় পিছিয়ে থাকা নবীন রাইডারদের জন্য বেশ বিড়ম্বনার কারণ। বাইকটির সিটিং পজিশন কমিউটার বাইকের মত সোজা হয়ে বসতে সাহায্য করবে, ফলে কোমর ব্যথার কোনো সম্ভাবনাই থাকে না। সিটটি রাইডার ও পিলিওন উভয়ের জন্যই বেশ প্রশস্ত ও ভালোভাবে কুশন করা। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকায় উচুনিচু রাস্তাতেও বাইক নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই। প্রতিদিনের ডেইলি শহুরে চলাফেরা জন্য এটা সেরা।, আবার হাইওয়েতে রাইড করার সময় অনেক জিনিস নিয়ে ঝামেলার সম্মুখীন হতে পারে।
বাংলাদেশে Honda CB Trigger এর দাম
বাংলাদেশে Honda CB Trigger এর অফিসিয়াল দাম ৳171,000। আসল মূল্য কম বেশি হতে পারে যা আপনি ডিলার এর কাছ থেকে যাচাই করে নিতে পারেন।
Bikroy এর বিগত ৩ মাসের লিস্টিং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবহৃত used Honda Trigger 2023 এর দাম BDT 150,000.
সুবিধা
- শক্তিশালী ইঞ্জিন
- আরাম করে বসার জন্য বিশাল মিলিত সিট
- ডাবল ডিস্ক ব্রেক
- ভালো মাইলেজ
অসুবিধা
- এক্সিলারেশনের অভাব
- দুর্বল হেডলাইট
- বাজারে আর নতুন বাইক নেই
Honda CB Trigger নতুন বৈশিষ্ট্য
- নতুন ডিজাইনের হেডলাইট
- চতুষ্কোণ এক্সহস্ট মাফলার
- ডুয়াল ডিস্ক ব্রেক
Honda CB Trigger Images
Honda CB Trigger Video রিভিউ
13 Jan, 2023 - ইউনিকর্ণ ড্যাজলার বাইকের আপগ্রেড ভার্সন ও নানা রকম ফিচারে ভরা Honda CB Trigger রিভিউ। জানুন হোন্ডা ট্রিগার দাম ও আকর্ষনীয় সব ফিচার সম্পর্কে।
Honda CB Trigger-সম্পর্কে জিজ্ঞাসা
What is the mileage of Honda CB Trigger?
Honda CB Trigger মাত্র ১ লিটার তেলে শহরে 40 কিলোমিটার এবং হাই ওয়েতে 45 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। কিন্তু, রাস্তার কন্ডিশন এবং রাইডারের উপর নির্ভরে করে বাইকের মাইলেজ এর তারতম্য ঘটতে পারে।
How fast is a Honda CB Trigger?
Top speed of Honda CB Trigger is 115 kilometer per liter.
What CC is a Honda CB Trigger?
Honda CB Trigger has 150 cc powerful engine
What is the weight of Honda CB Trigger?
Honda CB Trigger has kerb weight of 135 kg
Is Honda CB Trigger good?
Honda CB Trigger is a very good motorcycle who look for a 150 cc comfortable motorcycle.
Honda CB Trigger Specifications
Model name | Honda CB Trigger |
Type of bike | Standard |
Type of engine | 4 Stroke Single Cylinder |
Engine power (cc) | 149.1cc |
Engine cooling | Air Cooled |
Max. Horse power | 14 Bhp @ 8500 RPM |
Max torque | 12.5 NM @ 6500 RPM |
Start method | Kick & Electric |
Number of gears | 5 |
Mileage | 40 Kmpl (Approx) |
Top speed | 115 Kmph (Approx) |
Front suspension | Telescopic |
Rear suspension | Spring Loaded Hydraulic Type (Monoshock) |
Front brake type | Single Disc |
Front brake diameter | No Info |
Rear brake type | Disc Brake |
Rear brake diameter | No Info |
Braking system | Double Disc |
Front tire size | 80/100-17 M/C 4 |
Rear tire size | 110/80-17 M/C 5 |
Tire type | Tubeless |
Overall length | 2045 mm |
Overall height | 1060 mm |
Overall weight | 135 kg |
Wheelbase | 1325 mm |
Overall width | 757 mm |
Ground clearance | 175 mm |
Fuel tank capacity | 12 Liters |
Seat height | 780 mm |
Head light | 35W/35W Ha |
Indicators | Halogen |
Tail light | LED |
Speedometer | digital |
RPM meter | Digital |
Odometer | Digital |
Seat type | Single-Seat |
Engine kill switch | no |
Body colors | No Info |
Distributor/dealer | No Info |
Features | Double Disc, Kick and Self Start |